কিয়ামতের নিদর্শনাবলি

Daily Inqilab এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী

১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
কিয়ামতের ক্ষুদ্র বা প্রাথমিক নিদর্শনাবলী :
কিয়ামতের ক্ষুদ্র বা প্রাথমিক নিদর্শনাবলীর মধ্যে সর্বপ্রথম হল হযরত মুহাম্মদ (স:) এর পৃথিবীর বুকে সুভাগমন ও ইহজগত হতে তিরোধান। পূর্বের আসমানী কিতাবসমূহে তাঁকে নাবীউস সা’আহ বা কিয়ামতের পূর্বে নবী বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ তিনি শেষ নবী, তাঁর উম্মতের উপর কিয়ামত সংঘটিত হবে। (ক) হযরত আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, মহানবী (স:) ইরশাদ করেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি এমতাবস্থায় যে, আমার ও কিয়ামতের অবস্থান এ দুটি (আঙ্গুলি)র মত। (সহীহ বুখারী-২/৯৬৩) (খ) ইমাম বাগাভী বলেনÑ রাসূল (স:) কিয়ামতের অন্যতম নিদর্শন ছিলেন। আল্লাহ তায়ালা নবী (স:) কে বলেছেন, আপনি কি জানেন যে, কিয়ামত অতি নিকটে। (শরহে আকীদায়ে সিফারিনিয়্যাহ-২/৬৫)

সন্তান সন্তুতি অবাধ্য হয়ে যাবে। এমনকি কন্যারাও মা’র কথা শুনবে না। বন্ধু-বান্ধবকে আপন আর পিতাকে পর মনে করতে থাকবে। (ক) হযরত আবু হুরাইরা (রা:) কর্তৃক বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (স:) বলেন : আমি তোমাকে কিয়ামতের কতিপয় আলামত সম্পর্কে অবহিত করছি। (তার মধ্যে অন্যতম হল) কৃতদাসী তার মনিবকে প্রসব করবে। (সহীহ বুখালী-১/১২) (খ) হযরত আলী বিন আবু তালিব হতে বর্ণিত, রাসূলুল্লাহ (স:) বলেনÑপুরুষ তার স্ত্রীর কথামত চলবে, মায়ের কথা মানবে না। বন্ধু-বান্ধবের সাথে সদাচারণ করবে আর পিতার সাথে করবে অশালীন আচরণ। (জামি’তিরমিযয়ী-২/৪৯১)

দ্বীনী ইলম উঠে যাবে। দ্বীন সম্পর্কে অজ্ঞতা বেড়ে যাবে। লোকেরা পার্থিব স্বার্থ ও সম্পদের উদ্দেশ্যে দ্বীনী ইলম অর্জন করতে থাকবে। রাসূলুল্লাহ (স:) বলেনÑ কিয়ামতের চিহ্নসমূহের মধ্যে একটি হল দ্বীনী ইলম উঠে যাবে, অজ্ঞতা দৃঢ় ও স্থিত হবে। (বুখারী-১/১৮) (খ) রাসূলুল্লাহ (স:) বলেনÑএকটি নিদর্শন হল গায়র দ্বীনের জন্য দ্বীনী ইলম শিখবে। (তিরমিযি-২/৪৯২)

অযোগ্য ব্যক্তিরা পরিচালক ও বিচারক হবে। সর্ব ব্যাপারে দায়িত্ব ও পদ অপদার্থের উপর ন্যাস্ত হবে। যে যে কাজের যোগ্য ও উপযুক্ত নয় তার উপর সে কাজের দায়িত্ব অর্পিত হবে। (ক) নবী করিম (স:) বলেনÑ নগ্ন পদের লোকেরা অর্থাৎ অশালীন ও অসভ্য লোকেরা সমাজের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া কিয়ামতের আলামত। (সহীহ মুসলিম-১/২৯) (খ) রাসূল (স:) এর বাণী : নি¤œ শ্রেণীর লোকেরা উচ্চ মর্যাদায় সমাসীন ও মানী-গুণী লোকেরা নি:শেষ হয়ে গেলে কিয়ামত সংঘটিত হবে। (মাজমাউয যাওয়ায়েদ-০৫- (গ) রাসূল (স:) এর ইরশাদ : অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব ন্যস্ত হলে কিয়ামতের অপেক্ষা কর।
(কানযুল উম্মাল-১৪/২১০)

অত্যাচারী ও দৃষ্কৃতিকারীদের নিপীড়ন থেকে আত্মরক্ষার জন্য লোকেরা তাদের মান্য ও সম্মান করবে। রাসূল (স:) কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে আরো বলেন : মানুষ তার (দৃষ্কৃতিকারীর) অনিষ্ট ও ক্ষতি করার ভয়ে ভীত হয়ে তাকে সম্মান ও শ্রদ্ধা করবে। (জামি‘ তিরমিযীÑ২/৪৯১)

প্রকাশ্যে মদ্য পান চলবে। যিনা, ব্যভিচার ও অশালীন কার্যাবলী ব্যাপকতা লাভ করবে। রাসূলুল্লাহ (স:) কিয়ামতের নির্দশনাবলী বর্ণনা প্রসঙ্গে ইরশাদ করেছেনÑ ব্যাপকভাবে মদ্যপান করা হবে। ব্যভিচার ও ব্যভিচারের পথ প্রস্তুতকারী কাজ প্রকাশ্যে চলবে। (সহীহ বুখারী-১/১৮) নর্তকী ও গায়িকা নারীরা প্রকাশ্যে তাদের পশরা খুলে বসবে। গান-বাদ্য ও তার সকল উপকরণ সর্বত্র ছড়িয়ে পড়বে। গায়িকা নারী, বাদ্যযন্ত্র ও গানের উপকরণ যত্রতত্র দেখা যাবে। (জামি‘তিরমিযী-২/৪৯১)

লোকেরা পূর্ববর্তী বিজ্ঞজনদের সমালোচনায় মুখর হয়ে উঠবে। এ উম্মাতের পরবর্তীগণ পূর্ববর্তীগণকে অভিশাপ দিবে। (তিরমিযী-২/৪৯১)

রাসূলুল্লাহ (স:) বলেনÑআমার পরবর্তী উম্মাতদের মধ্যে এমন কিছু লোকের উদ্ভব হবে যারা তোমাদের নিকট এমন এমন বর্ণনা উপস্থাপন করবে যা তোমাদের পূর্ব পুরুষ ও তোমরা ইতিপূর্বে শোননি। তোমরা ঐ লোকদের থেকে দূরে থাক। (সহীহ মুসলিমÑ১/০৯)

মিথ্যা বলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এমনকি অসত্য বলাটা এক প্রকার যোগ্যতার পূর্ণতা বলে বিবেচিত হবে। নি¤েœর সকল হাদীস কিয়ামতের আলামত প্রসঙ্গে বর্ণিত, এর অধিকাংশই দীর্ঘ হাদীসের অংশ বিশেষ।) (ক) রাসূলুল্লাহ (স:) বলেন : (কিয়ামতের পূর্বে) গণিমতের মাল রাষ্ট্রিয় সম্পদতুল্য ও আমানত, গনিমতের মালতুল্য মানুষের কাছে বিবেচিত হবে। (জামি‘তিরমিযী-২/৪৯১) (খ) রাসূল (স:) এর ইরশাদ-নগ্ন দেহ ও নগ্ন পদ ব্যক্তিগণ সমাজের নেতৃত্ব গ্রহণ করবে। এটা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। (সহীহ মুসলিম-১/২৯) (গ) হযরত আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (স:) বলেন : নিশ্চয় ঈমান মদীনাভিমুখে এমনিভাবে প্রত্যাবর্তন করবে যেমন সর্প তার গর্তে প্রত্যাবর্তন করে থাকে। (সহীহ মুসলিম-১/৮৪) (ঘ) রাসূল (স:) ইরশাদ করেনÑমানুষের মধ্যে এমন এক সময় আগমন করবে যখন দ্বীনের উপর ধৈর্য সহকারে দৃঢ়তার সাথে অবস্থানকারী আপন হস্তে অগ্নিগোলক ধারণকারী তুল্য কঠিন অবস্থার মধ্যে থাকবে। (মুসনাদে আহমাদÑ২/২৮৬) (ঙ) রাসূল (স:) বলেনÑকিয়ামতের এটাও একটি নির্দশন যে, দ্বীনী ইলম হ্রাস পাবে। অজ্ঞতা-মূর্খতা, যিনা-ব্যভিচার প্রকাশ পাবে। নারীর সংখ্যঅ বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা হ্রাস পাবে। এমনকি পঞ্চাশজন নারীর একজন মাত্র পুরুষ তত্ত্বাবধায়ক থাকবে। (সহীহ বুখারী-১/১৮) (চ) রাসূল (স:) বলেন : আমার উম্মাতের মধ্যে ত্রিশজন প্রতারক-মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবী করবে। অথচ আমিই সর্বশেষ নবী। আমার পর আর কোন নবীর আগমন হবে না। (সানানু আবু দাউদ-২৩/২৩৩)

* শাসক-পরিচালক স¤্রাজ্যের ধন-সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ বলে বিবেচনা করবে।
* আমানতে খিয়ানত শুরু হবে। অন্যের আমানতের বস্তুকে নিজস্ব সম্পদ তুল্য মনে করবে।
* সৎ ব্যক্তিদের স্থলে অসৎ ব্যক্তিগণ আপন সম্প্রদায় ও অঞ্চলের নেতৃত্ব গ্রহণ করবে।
* লজ্জা, শালীনতা বিদায় নিবে।
* অন্যায় অবিচার ব্যাপকতা লাভ করবে।
* ঈমান সংকুচিত হয়ে মক্কা-মদীনাপানে বিদায় গ্রহণ করবে যেমন সর্প আপন আলয় পানে প্রত্যাবর্তন করে।
* এমন নাযুক পরিস্থিতি আসবে যে, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে বদ্ধ পরিকর ব্যক্তির অবস্থা ঐ ব্যক্তির মত কষ্টকর হবে যে স্বীয় হস্তে অগ্নিগোলক বা অঙ্গার ধারণ করে আছে।
* জনগণ যাকাত প্রদান করাকে জরিমানা ভাবতে থাকবে। গনিমতের সম্পদ নিজের সম্পদ রূপে বিবেচিত হতে থাকবে।
* মায়ের অবাধ্যতা ও বিবির আনুগত্য আরম্ভ হবে।
* মহিলাদের সংখ্যা বৃদ্ধি ও পুরুষের সংখ্যা হ্রাস পাবে। (যুদ্ধ-বিগ্রহ, দ্বন্দ্ব-কলহে পুরুষগণ হতাহত হবে। এমনকি একজন পুরুষ পঞ্চাশজন নারীর তত্ত্বাবধান করবে।
* কিয়ামতের পূর্বে মহানবী (স:) এর উম্মতের মধ্যে ত্রিশজন ভন্ড, মিথ্যাবাদী ও প্রতারকের আবির্ভাব হ বে। প্রত্যেকেই নবুওয়্যাতের দাবী করবে। অথচ হুজুর আকরাম (সা:) সর্বশেষ নবী। তাঁর পর কোন নবী আসবে না।
* ইরাকের প্রসিদ্ধ নদী ফুরাত হতে স্বর্ণের একটি পাহাড় বা স্বর্ণের একটি ভান্ডার প্রকাশ পাবে। যা হস্তগত করতে লোকেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এ যুদ্ধেই শতকরা নিরানব্বইজন নিহত হবে। হযরত আব্দুল্লাহ বিন হারিছ বিন নাওফিল বলেনÑআমি রাসূলুল্লাহ (স:) কে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে ফুরাত নদী স্বর্ণের এক পাহাড় বের করে দিবে। লোকেরা একথা শ্রবণ করে তা লাভের জন্য সে দিকে দ্রুত গমন করবে। যার অধীনে সেটা থাকবে সে বলবে : যদি আমরা লোকদেরকে তা হতে একটি অংশ গ্রহণের সুযোগদান করি তবে তারা পুরাটাই নিয়ে যাবে। তিনি বলেন : অনন্তর লোকেরা এ বিষয় নিয়ে লড়াই করবে। এ লড়াইয়ে শতকরা নিরানব্বইজন নিহত হবে। (সহীহ মুসলিম-২/৩৯২)। (১) অসম্ভব নয় যে, স্বর্ণের পাহাড় যা ভা-ার বলতে ইরাকের তেল খনির দিকে ইঙ্গিত করা হয়েছে। (প্রকৃত তথ্য আল্লাহ ভাল জানেন।)
উল্লেখিত নিদর্শনাবলী প্রকাশ পেলে ভয়াবহ শাস্তি আরম্ভ হবে। যাতে লোহিত আঁধার দেখা দিবে। আকাশ হতে প্রস্তর বৃষ্টি বর্ষণ হবে। কিছু লোক ভূমি ধ্বসে নিপতিত হবে। মানুষের আকার বিকৃত হতে থাকবে। অত:পর সূতা ছিন্ন হারের পূতির মত একের পর এক নিশানা প্রকাশ পেতে থাকবে। রাসূল (স:) কিয়ামতের নির্দশন সম্পর্কে আরো বলেন: তোমরা সে সময় লু হাওয়া প্রবাহিত হওয়ার, ভুম্পনের, ভূ-ধ্বসের ও আকৃতি বিকৃত হওয়াসহ অন্যান্য নিদর্শনের অপেক্ষা কর। যা ছিন্ন সুতার মালা হতে পতিত দানার মত একের পর এক আসতে থাকবে। (জামি‘তিরমিযী-২/৪৯২)


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আল্লাহ ছাড়া কোন আশ্রয়স্থল নাই
মাইজভা-ার শরিফ : ঐশ প্রেক্ষিত
খাঁটি তাওবার শর্তাবলী
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সংস্কারে নামাজ ও রোজা রমজানের ভূমিকা
ইসলামের দৃষ্টিতে রোজার উপকারিতা
আরও
X

আরও পড়ুন

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫ আহত ৩৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫ আহত ৩৫

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৯ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৯ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে

শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা: ট্রাম্পের হুমকির জবাব দিলো চীন

শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা: ট্রাম্পের হুমকির জবাব দিলো চীন

কারিনা সুবিধার মেয়ে নয়,যা করবে, ভেবেচিন্তে কোরো

কারিনা সুবিধার মেয়ে নয়,যা করবে, ভেবেচিন্তে কোরো

দাউদকান্দিতে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে শিক্ষার মানউন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ -৩

দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ -৩

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান: অধ্যাপক সায়েদুর রহমান

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান: অধ্যাপক সায়েদুর রহমান

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

কঙ্গোর উত্তেজনার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার ৩১তম বার্ষিকী পালিত

কঙ্গোর উত্তেজনার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার ৩১তম বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই

আড়াইহাজারে সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা সই

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, সিলেটে আটক ১৪

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, সিলেটে আটক ১৪

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯

প্রবাসীদের ভোটের সুযোগ খুব সহজ নয় : সিইসি

প্রবাসীদের ভোটের সুযোগ খুব সহজ নয় : সিইসি

তেল আবিব-লোহিত সাগরে মার্কিন নৌবহরে হামলার দাবি হুথিদের

তেল আবিব-লোহিত সাগরে মার্কিন নৌবহরে হামলার দাবি হুথিদের

বিচ্ছেদকে প্রাঙ্ক বলে ঢাকার চেষ্টা,প্রাক্তনের সম্মান রক্ষার্থে অভিনেতার মিথ্যার আশ্রয়

বিচ্ছেদকে প্রাঙ্ক বলে ঢাকার চেষ্টা,প্রাক্তনের সম্মান রক্ষার্থে অভিনেতার মিথ্যার আশ্রয়

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না