আল কোরআন : তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)

Daily Inqilab এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী

২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
আল্লাহতায়ালা কোরআনুল কারীমে হযরত ইয়াহইয়া (আ:)-এর মীলাদনামাও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। যখন তাঁর শ্রদ্ধেয় পিতা যাকারিয়া (আ:) হযরত মারয়ামের প্রতিপালনের প্রাক্কালে ‘তাওয়াচ্ছুলে মাকামী’ করত: মারয়াম (আ:)-এর হুজরায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দৃশ্য এভাবে অঙ্কন করেছেন। সূরা আলে-ইমরানের ৩৮,৩৯,৪০ ও ৪১নং আয়াতে ইরশাদ হয়েছে : সেখানেই যাকারিয়া তাঁর প্রতিপালকের নিকট প্রার্থনা করে বলল, হে আমার প্রতিপালক! আমাকে তুমি তোমার পক্ষ হতে সৎ বংশধর দান কর, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন যাকারিয়া কক্ষে দাঁড়িয়েছেন, তখন ফিরিশতা তাঁকে সম্বোধন করে বলল, আল্লাহ আপনাকে ইয়াহইয়ার শুভ সংবাদ দিচ্ছেন, সে হবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, জিতেন্দ্রীয় এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। সে বলল, হে আমার প্রতিপালক! আমার পুত্র কিরূপ হবে? আমার তো বার্ধক্য এসে গেছে এবং আমার স্ত্রীও বন্ধ্যা; বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন। সে বলল, হে আমার প্রতি পালক! আমাকে একটি নিদর্শন দিন; তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলতে পারবে না, আর তোমার প্রতিপালককে অধিক স্বরণ করবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। (সূরা আলে-ইমরান : আয়াত-৩৮, ৩৯, ৪০, ৪১)।

একথা স্বরণযোগ্য যে, তখনও হযরত ইয়াহইয়া (আ:)-এর জন্ম হয়নি, শুধু দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা বেলাদতের পূর্বেই তাঁর কোন কোন ফযিলত বর্ণনা করেছেন। সামনের সূরা মারয়ামে তাঁর জন্মের পূর্ণ বিবরণ উপস্থাপিত হয়েছে। এই সূরার প্রথম রুকুতে ইয়াহইয়া (আ:)-এর মীলাদের বিবরণ স্থান লাভ করেছে। কোরআনুল কারীমে বর্ণনাটি এভাবে শুরু হয়েছে। ইরশাদ হচ্ছে :

কাফ, হা, ইয়া, আইন, ছোয়াদ (মূল অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন)। এ হচ্ছে আপনার প্রভুর রহমতের জিকির বা আলোচনা। যা তিনি স্বীয় (বরগুজিদাহ) বান্দাহ যাকারিয়া (আ:)- কে এনায়েত করেছিলেন। (সূরা মারয়াম : আয়াত ১, ২)।

এই আয়াতে কারীমার আলোকে বুঝা যায় যে, পয়গাম্বরদের জন্মের আলোচনা (মীলাদনামা) কোরআন মাজীদের শব্দাবলীর মধ্যে আল্লাহতায়ালার রহমত স্বরূপ। যখন হযরত ইয়াহইয়া (আ:)-এর মীলাদের আলোচনা আল্লাহপাকের রহমত সাব্যস্ত হয়েছে, তখন মীলাদে মোস্তফা (সা:)-এর আলোচনা অবশ্যই রহমত হিসেবে বরিত ও স্বীকৃত হবে। বেলাদতে মোস্তফা (সা:) হতে বড় রহমত আর কি হতে পারে? সুতরাং বুদ্ধিবৃত্তিক ও দর্শনের নিরিখেও মীলাদে মোস্তফা (সা:)-এর আলোচনা অবশ্যই রহমত হিসেবে চিহ্নিত হবে। সূরা মারয়ামের ৩নং আয়াত হতে ১৫ নং আয়াত পর্যন্ত ইয়াহইয়া (আ:)-এর জন্মের কাহিনী ধারাবাহিকভাবে বিবৃত হয়েছে। ইরশাদহচ্ছে : যখন সে (যাকারিয়া আলাইহিস সালাম) নিভৃতে তাঁর প্রতিপালককে আহ্বান করেছিল, সে বলেছিল, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হয়েছে, হে আমার প্রতিপালক! তোমাকে আহ্বান করে আমি কখনও ব্যর্থকাম হইনি। আমি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আংশকা করছি, আমার স্ত্রীও বন্ধ্যা। সুতরাং তুমি তোমার নিকট হতে আমাকে উত্তরাধিকারী দান কর। যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারত্ব করবে এবং হে আমার প্রতিপালক! তাকে সন্তোষভাজন করো। তিনি বললেন, হে যাকারিয়া! আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তাঁর নাম হবে ইয়াহইয়া, পূর্বে এই নামে আমি কারও নামকরণ করেনি। সে বলল, হে আমার প্রতিপালক! কেমন করে আমার পুত্র হবে, যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত। তিনি বললেন, এরূপই হবে, তোমার প্রতিপালক বলছেন, ইহা আমার জন্য সহজসাধ্য, আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলেনা। যাকারিয়া বলল, হে আমার প্রতিপালক! আমাকে একটি নিদর্শন দার করুন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ থাকা সত্ত্বেও কারও সাথে তিন দিন বাক্যালাপ করবে না। তারপর সে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট আসল ও ইঙ্গিতে তাদেরকে সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বললো। আমি বললাম, হে ইয়াহইয়া! এই কিতাব দৃঢ়তার সাথে গ্রহণ কর, আমি তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা এবং সে ছিল প্রকৃতই মুত্তাকী। পিতা-মাতার অনুগত এবং সে অহংকারী ও অবাধ্য ছিল না। তাঁর প্রতি সালাম ও শান্তি বর্ষিত হচ্ছিল, যেদিন সে জন্মগ্রহণ করেছে এবং শান্তি অব্যাহত থাকবে যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে। (সূরা মারয়াম : আয়াত- ৩-১৫)।

বস্তুুত : সূরা মারয়ামের প্রথম রুকুটি মীলাদে ইয়াহইয়া (আ:)-এর আখ্যানে ভরপুর রয়েছে। এতে প্রথমে তার মীলাদের কথা আলোচিত হয়েছে। কিভাবে তাঁর শ্রদ্ধেয় পিতা হযরত যাকারিয়া (আ:) একান্ত বৃদ্ধ বয়সে স্বীয় উত্তরাধিকারীর জন্য প্রার্থনা করেছিলেন, তারপর আল্লাহতায়ালা তাঁকে হযরত ইয়াহইয়া (আ:)-এর জন্মের শুভ সংবাদ দিলেন। যখন তিনি আশ্চর্যভাব প্রকাশ করলেন। তখন আল্লাহপাক স্বীয় কুদরতের বয়ান পেশ করলেন। মোটকথা, হযরত ইয়াহইয়া (আ:)-এর বেলাদত সম্পর্কে আল্লাহপাক এবং তাঁর প্রিয় পয়গাম্বরের মধ্যে যে কথাবার্তা হয়েছিল কুরআনুল কারীম তা বিস্তারিতভাবে বয়ান করেছে। তারপর হযরত ইয়াহইয়া (আ:)-এর রূহানী মাকামাত এবং তাঁর সীরাতের কতিপয় নির্দিষ্ট দিকের কথাও ব্যক্ত করা হয়েছে। হযরত ইয়াহইয়া (আ:) এর বেলাদতের শুরু হতে আরম্ভ করে তাঁর সীরাতের বিভিন্ন দিক বয়ান করার পর তাঁর জন্মদিন, মৃত্যুর দিন এবং পুনরুত্থানের দিনের (কেয়ামতের দিন উত্থিতকরণ) উপর শান্তি ও সালাম বর্ষণের মাধ্যমে পরিসমাপ্তি করা হয়েছে। কোরআনুল কারীমের এ সকল বিবরণ বয়ান করার উদ্দেশ্য শুধু কেবল একজন বরগুজিদাহ নবী হযরত ইয়াহইয়া (আ:)-এর বেলাদতের গুরুত্বকে বিকশিত করা এবং পাঠকারীদের মনে একে স্থায়ী আসন দান করা। এটা ছিল মীলাদ নামায়ে ইয়াহইয়া যার ঘটনার কথা আল কোরআনে তিলাওয়াত করা হয়।

৫। মীলাদ নামায়ে ঈসা (আ:)।
হযরত মারয়াম (আ:)-এর মীলাদনামার পর তাঁর ছেলে হযরত ঈসা (আ:)-এর মীলাদনামা ও কোরাআন মাজীদে বর্ণনা করা হয়েছে। সূরা মারয়ামের পুরো একটি রুকু মীলাদনামায়ে ঈসা (আ:) সম্পর্কিত বিষয়ের আলোচনায় ভরপুর। এতে তাঁর বেলাদতের পূর্বে তাঁর ¯েœহময়ী মাতাকে ছেলে সন্তান লাভের খোশখবরী প্রদান করা হয়েছে। কোরআন মাজীদের সূরা আলে ইমরানের ৪৫ ও ৪৭ নং আয়াতে ইরশাদ হয়েছে : যখন ফেরেশতাগণ বললেন, হে মারয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে নিজের নিকট হতে এক কালেমার খোশখবরী দিচ্ছেন যে, এর নাম হবে ‘মসিহ ঈসা বিন মারয়াম’। সে দুনিয়া এবং আখেরাত (উভয় জগতে) সম্মান ও মর্যাদার অধিকারী হবে এবং আল্লাহর খাস নৈকট্যপ্রাপ্ত বান্দাহদের অন্তর্ভুক্ত হবে। (চলবে)


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ইসলামি অর্থনীতির স্বরূপইসলামি অর্থনীতির স্বরূপ
হাজারো পীর-আউলিয়ার শিরোভূষণ সৈয়দ সুফি ফতেহ আলী ওয়াইসি (র.)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ঘুষ : দেয়া-নেয়া দুটিই অপরাধ
আরও

আরও পড়ুন

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন