হালাল রিজিকের গুরুত্ব
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

হালাল রিজিকের সংজ্ঞা : হালাল অর্থ হলো বৈধ বা অনুমোদিত, আর রিজিক অর্থ জীবিকা বা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ। হালাল রিজিক মানে এমন উপার্জন যা ইসলামিক বিধান অনুযায়ী বৈধ উপায়ে অর্জিত এবং যার মধ্যে হারাম বা অবৈধ কিছু নেই। এর অর্থ হচ্ছে এমন কোনো উপার্জন গ্রহণ করা যাবে না যা আল্লাহ এবং তার রাসূল (সা.) নিষিদ্ধ করেছেন।
হালাল রিজিকের গুরুত্ব : ইসলামে হালাল রিজিক বা বৈধ উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু তায়ালা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল এবং হারাম পার্থক্য করে দিয়েছেন। রিজিক তথা জীবনযাপনের উপকরণে হালাল এবং পবিত্র উপায় অবলম্বনের গুরুত্ব দিয়ে ইসলাম আমাদের শিখিয়েছে। হালাল রিজিক গ্রহণ এবং হারাম থেকে বিরত থাকা ইসলামের মৌলিক নীতির অন্তর্ভুক্ত।
১. আল্লাহর নির্দেশ পালন: কুরআন এবং হাদিসে বহুবার হালাল রিজিকের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তায়ালা নিজে আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন শুধু হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করতে।
কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জন থেকে এবং আমি যা তোমাদের জন্য পৃথিবী থেকে হালাল ও পবিত্র করেছি তা থেকে আহার করো” (সূরা আল-বাকারা, আয়াত ১৬৮) ।
২. ইবাদত কবুল হওয়ার শর্ত: হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হিসেবে গণ্য করা হয়। ইসলামে হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন না করলে ইবাদত কবুল হওয়ার সুযোগ কমে যায়।
রাসূল (সা.) বলেছেন, হালাল রিজিক খাও এবং তোমার দোয়া কবুল হবে। যদি কেউ হারাম উপার্জন করে তবে আল্লাহ তার দোয়া ও ইবাদত কবুল করেন না।
৩. আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাকওয়ার বিকাশ: ইসলামে হালাল রিজিক গ্রহণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ হয়। আল্লাহর ভয়ে নিজের উপার্জন বৈধ পন্থায় সীমাবদ্ধ রাখা তাকওয়ার পরিচায়ক, যা একজন মুসলিমের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।
তাকওয়া বা আল্লাহভীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, বিশেষ করে রিজিকের ক্ষেত্রে। হালাল রিজিক গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি এবং এর মাধ্যমে ঈমান আরও শক্তিশালী হয়।
৪. পারিবারিক ও সামাজিক জীবনে বরকত আনা: হালাল উপার্জনের কারণে পরিবারে বরকত হয় এবং আল্লাহ তায়ালা পরিবারে শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন। হালাল রিজিকের ফলে পরিবারের সদস্যরা ভালো কাজের প্রতি আগ্রহী হয় এবং তাদের মন ও মনের ভাব আল্লাহর পথে থাকে।
হারাম উপার্জন, বিপরীতে, সংসারে অশান্তি এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটায়। হালাল উপার্জন শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের জন্যও উপকারজনক।
৫. নৈতিক ও নৈতিকতার উন্নয়ন: ইসলামে হালাল রিজিক গ্রহণের গুরুত্ব হচ্ছে এটি আমাদের নৈতিকতা ও চরিত্র গঠনে সহায়ক হয়। একজন সৎ ব্যক্তি হালাল উপায়ে উপার্জন করে সমাজে মর্যাদা পায় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। সৎ উপার্জনের মাধ্যমে মানুষের মাঝে সৎ গুণাবলীর উন্নয়ন হয় এবং সমাজে সুনাম অর্জন করা যায়।
ইসলামে ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, সেবামূলক পেশা ইত্যাদি বৈধ উপায়ে উপার্জন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এতে একজন মুসলিমের নৈতিকতা দৃঢ় হয় এবং এর মাধ্যমে তাদের ব্যক্তি ও পেশাগত জীবনে শুদ্ধাচারিতা প্রতিষ্ঠিত হয়।
৬. হারাম রিজিকের প্রভাব থেকে মুক্তি: হারাম উপার্জনের কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায় এবং তারা সহজেই পাপের দিকে ঝুঁকে পড়ে। হারাম উপার্জন থেকে বিরত থাকার ফলে একজন মুসলিমের মন ও মনন বিশুদ্ধ থাকে এবং তার আত্মা আল্লাহর পথে স্থির থাকে। ইসলামে হারাম রিজিককে শয়তানের পথ বলা হয়েছে, যা একজন মুসলিমের জীবন ও ঈমানের জন্য ক্ষতিকর।
হারাম উপার্জন মানুষের অন্তরে দুঃশ্চিন্তা, অস্থিরতা এবং পাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। এ কারণে ইসলামে হারাম উপার্জন থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৭. আখিরাতে পুরস্কার লাভের প্রতিশ্রুতি: ইসলামে বলা হয়েছে যে, যারা সৎপথে হালাল উপার্জন করে এবং আল্লাহর বিধান মেনে চলে, তাদের জন্য জান্নাতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে। তাদের জন্য আখিরাতে আল্লাহর কাছে মর্যাদা ও সম্মানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হালাল রিজিক উপার্জনের জন্য চেষ্টা করা একপ্রকার ইবাদত।” অতএব, হালাল রিজিক আখিরাতে সফলতা লাভের মাধ্যম এবং এর দ্বারা একজন মুসলিম আল্লাহর কাছ থেকে মাগফিরাত ও রহমত অর্জন করতে পারে। (চলবে)
লেখক: প্রভাষক, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে কলেজ টেক্সটাইল কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, র্যাবের হাতে গ্রেপ্তার-২

মির্জাপুরে নারী ক্রেতাদের ছবি তুলে নগ্ন ছবিতে ব্যবহারের অভিযোগে দোকানী গ্রেপ্তার

২৫৯ বছরেও ঠাঁই দাঁড়িয়ে আওকরা মসজিদ

গণমাধ্যমে ঘাপটি মেরে আছে হাসিনার দোসররা, অসাবধানতায় ঝলক দেখালেন বর্ণা

ধর্ষণের ঘটনায় জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের তীব্র নিন্দা ও ক্ষোভ

ধর্ষনের বিচার নিশ্চিত করতে ট্রাইবুনাল গঠন করুন : বাংলাদেশ ন্যাপ

থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে জখম, আটক ২

রমজান মু’মিনের জন্য গনিমতের মাস- জুমার খুৎবা পূর্ব বয়ান

রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আছিয়ার বাড়িতে গেলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

গফরগাঁওয়ে ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হওয়া উচিত: ট্রাম্প

কন্যা হারালেন জাজাই

ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত, ধর্ষকদের ফাঁসি দাবি

আলভারেসের সেই গোল নিয়ে যা বলল উয়েফা

শরীয়তপুরে উপ-সহকারী প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা, থানায় অভিযোগ

জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন

সিরিয়ার অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে