মুহম্মদ ঘুরী : ভারতে মুসলিম রাজত্বের প্রতিষ্ঠাতা-৩
১১ মে ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ০৮:১৫ পিএম
তরাইনের দ্বিতীয় যুদ্ধ ইতিহাসে মোড় পরিবর্তনকারী যুদ্ধ হিসেবে খ্যাত হয়ে আছে। এই যুদ্ধে মুহম্মদ ঘুরী পরাজিত হলে ভারতে মুসলিম অভিযান অব্যাহত কিংবা মুসলিম রাজত্ব প্রতিষ্ঠা সম্ভবপর হতো কিনা তা নিয়ে সংশয় আছে।
এ যুদ্ধে কার্যত রাজপুত শক্তি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। মুসলিম শক্তির চরম উত্থান ঘটে। ঐতিহাসিক ভি এ স্মিথ এ যুদ্ধ সম্পর্কে বলেছেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। এ যুদ্ধ হিন্দুদের পরাভব হিন্দুস্তানে পরবর্তী মুসলিম আক্রমণের সাফল্যকে নিশ্চিত করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরও মুহম্মদ ঘুরী ভারতে অভিযান পরিচালনা করেন। এ প্রসঙ্গে কনৌজ ও বেনারসের রাজা জয়চাঁদের বিরুদ্ধে অভিযানের কথা বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। হস্তি ও অশ্বরোহীসহ বিশাল বাহিনী নিয়ে জয়চাঁদ মুহম্মদ ঘুরীর মুখোমুখি হন এবং শোচনীয়ভাবে পরাজয়বরণ করেন। এ বিজয়ের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় রাজধানী দুই-ই মুহম্মদ ঘুরীর হস্তগত হয়। অশ্বিনী দুর্গে, যেখানে জয়চাঁদ বিপুল ধন-রতœ মজুদ রেখেছিলেন, মুহম্মদ ঘুরী তা অধিকার করেন। তিনি কোল দুর্গে এসে কুতুবউদ্দিন আইবেককে ভারতে তার আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন। এ সময় আজমীরে তার মনোনীত পৃথ্বিরাজপুত্রকে তার এক আত্মীয় হেমরাজ বহিষ্কার করেন।
এ সংবাদে তিনি দিল্লি থেকে আজমীরে অভিযান চালান এবং যুদ্ধে হেমরাজ পরাজিত ও নিহত হন। পরবর্তীতে মুহম্মদ ঘুরী ভারতে এসেছেন এবং বিভিন্ন এলাকা অধিকার করেছেন।
মুহম্মদ ঘুরী সহযোগী শাসক হিসেবে তার ভাই গিয়াসউদ্দিনের সঙ্গে ৩২ বছর দায়িত্ব পালন করেন। ১২০৩ খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মারা গেলে তিনি হন একক সুলতান। সুলতান হিসেবে তিনি ৩ বছর দায়িত্ব পালন করেন। ১২০৬ খ্রিস্টাব্দে সিন্ধুনদের তীরে রোহটক নামক গ্রামে শিবিরে অবস্থানকালে আততায়ীর হাতে নিহত হন তিনি। একজন মহান বিজেতা, দক্ষ শাসক, সর্বোপরি ভারতে মুসলিম রাজত্বের প্রতিষ্ঠাতা এভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। মৃত্যুর আগে অবশ্য তিনি ভারতে তার যোগ্য প্রতিনিধি মনোনীত করে তাদের ওপর দায়িত্ব বণ্টন করে দেন। তার পুত্রতুল্য দাস কুতুবউদ্দিন আইবেক ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠা করে ইতিহাসে নন্দিত ও স্মরণীয় হয়ে আছেন।
মুহম্মদ ঘুরী বিজেতা ও শাসক হিসেবেই নন, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। তিনি তার ভাইয়ের সহযোগী শাসক হিসেবে তিন দশকের বেশি সময় পার করেন। কিন্তু, তাকে সরিয়ে সুলতান হওয়ার অপচেষ্টা করেননি। তিনি ছিলেন তার ভাইয়ের অনুগত ও তার প্রতি পরম শ্রদ্ধাশীল। তার কোনো পুত্র সন্তান ছিল না। ছিল একটি মাত্র কন্যা। কিন্তু তার অনেক দাস ছিল। তিনি তাদের পুত্রস্নেহ, ভালোবাসা ও উপযুক্ত শিক্ষা দিয়ে প্রতিপালন করেন। তারাও তার প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল ও অনুগত। তারা তাকে পিতৃতুল্য শ্রদ্ধাভক্তি করতেন। তার প্রমাণও তারা দিয়ে গেছেন। মুহম্মদ ঘুরী ছিলেন প্রাজ্ঞ রাজনীতিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ভারতে তার প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেককে মনোনীত করার মধ্যে দিয়ে এই প্রাজ্ঞতা ও দূরদর্শিতার পরিচয় দেন। আইবেক দিল্লিতে কথিত দাস বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন। মুহম্মদ ঘুরী ছিলেন অত্যন্ত মানবিক এবং কোনো বিচারেই হিন্দুবিদ্বেষী ছিলেন না। তিনি হিন্দু-মুসলিম সবাইকে সমদৃষ্টিতে দেখতেন। বিজিত রাজ্যে বিশেষত আজমীর ও দিল্লিতে তিনি পূর্ববর্তী রাজাদের উত্তরাধিকারীদের কাছেই শাসনভার অর্পণ করেন। ভারতের অন্যান্য মুসলিম শাসকদের মতো মুহম্মদ ঘুরীও শিক্ষা, শিল্পকলা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। (সমাপ্ত)
বিভাগ : বিশেষ প্রতিবেদন
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
সুন্দরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজবাড়ীতে জমকালো আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যশোরের গদখালীতে ৩৫ বছরের ফুল ব্যবসা কেড়ে নিয়েছে বিএনপি
গাবতলীতে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওলামা পরিষদের স্মারকলিপি
গাবতলীতে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর
বরগুনায় যুবদল নেতা নাসিরকে কুপিয়ে হত্যা করলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা
সৈয়দপুরে শীতে জনজীবন স্থবির ফ্লাইট চলাচলে বিঘ্ন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মাঝে গাড়িচাপায় নিহত ১০
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, ভাইদের হামলায় নিহত
বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া!
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত
বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো- তাকে যত্ন নিতে হবে : ইউএনও নাহিদুর রহমান
খসড়া ভোটার তালিকা প্রকাশ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্তি
খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি
আশ্বিনের রেকর্ড ভাঙলেন বুমরাহ