কুতুবউদ্দিন আইবেক : নতুন ভারতের রাজসড়ক-৩
১৯ মে ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ০৮:১৫ পিএম
আইবেকের অন্যতম কীর্তি দিল্লীতে মুসলমানদের প্রথম স্থাপত্য নিদর্শন কুওয়াতুল ইসলাম বা ইসলামের শক্তিকেন্দ্র নামের মসজিদ। এর নির্মাণকলায় যুক্ত হয়েছে আরব-তুর্কি ও ভারতীয় শিল্পরুচি। এ মিশ্রণের মধ্য দিয়ে আইবেক এমন এক বহুত্বের বার্তা দিতে চান, যা তার রাষ্ট্রনীতিতেও প্রতিফলিত ছিলো। স্থাপত্যশৈলীর সমবায় ছিলো সহাবস্থানের প্রতীক। মসজিদের উচ্চতা, সৌন্দর্য, বিশালত্ব প্রকাশে ভারতীয় প্রাচীন স্থাপত্যনিদর্শনের ঐতিহ্যকে প্রতিস্থাপন করা হয়েছে। স্তম্ভে, দেয়ালে আছে ভারতীয় চিত্রকলার নানা দিক। পদ্ম-শঙ্খ, ঘণ্টা-চক্র, চতুর্ভুজ নকশা ইত্যাদির প্রাণবন্ত অলংকরণ। সবকিছুর উপরে আছে পবিত্র কোরআনের আয়াতের বক্ররেখাঙ্কিত আরবি ক্যালিগ্রাফি। ইসলামী ঐতিহ্যে, নান্দনিকতা ও ছন্দবৈচিত্র্যের মুনশিয়ানায় ফুল, লতাপাতার নান্দনিক রূপায়ন। আরবী-তুর্কি রীতির বিন্যাস রয়েছে মসজিদের খিলানে, বহিরাবরণে, মেহরাবে। এর গঠনরীতিতে রয়েছে মুসলিম স্থাপত্যের লিয়ন প্রক্রিয়া, যাতে তিন পাশে থাকে বারান্দা, আলো ও হাওয়ার প্রশস্ত পরিসর, সারি সারি স্তম্ভের ওপর সমতল ছাদ। চিরায়ত মুসলিম রীতিতে পূর্ব প্রান্তের প্রবেশদ্বার হয়ে গম্বুজের ভেতর দিয়ে পশ্চিম প্রান্তে রয়েছে ইবাদতের মূল স্থান। এর কেন্দ্রীয় খিলানের উচ্চতা ১৩.৫ মিটার ও স্প্যান ৬.৬ মিটার এবং উত্তর-দক্ষিণে ১১৭ মিটার।
আইবেকের হাতে সূচিত আরেক বিস্ময়কর স্থাপত্য কর্ম হলো কুতুব মিনার। ১১৯২ সালে শুরু হয় এর নির্মাণ কাজ। ইট আর লাল বেলে পাথরে নির্মিত মিনার হিসেবে এটি বিশ্বে সর্বোচ্চ। কামরাঙ্গার ভাঁজের অনুরূপ গঠননৈপুণ্যের সাথে নির্মিত হয় এই মিনার। আচ্ছাদনের উপরে পবিত্র কোরআনের আয়াতের অনুপম ক্যালিগ্রাফি। এই মিনারের উচ্চতা ৭২.৫ মিটার (২৩৮ ফুট)। মিনারটির পাদদেশের ব্যাস ১৪.৩২ মিটার (৪৭ ফুট) এবং শীর্ষঅংশের ব্যাস ২.৭৫ মিটার (৯ ফুট)। মিনার প্রাঙ্গনে আছে আলাই দরজা (১৩১১), আলাই মিনার (এটি অসমাপ্ত মিনারের স্তূপ, এটা নির্মাণের কথা থাকলেও, নির্মাণকাজ সমাপ্ত হয়নি), ইলতুতমিশের সমাধি এবং একটি লৌহস্তম্ভ। প্রাঙ্গন কেন্দ্রস্থল ৭.০২ মিটার (২৩ ফুট) উচ্চতাবিশিষ্ট, যেখানে চকচকীয়া লৌহস্তম্ভ আছে, আজ প্রর্যন্ত তাতে মরিচা ধরেনি একটুও। এই লৌহস্তম্ভে সংস্কৃত ভাষায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা লেখা আছে। এটি নির্মিত হয় মূলত আফগানিস্তানের জাম মিনারের অনুকরণে। পাঁচ তলা বিশিষ্ট মিনারের প্রতিটি তলায় রয়েছে ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা। কুতুব মিনারের নামকরণ হয় মূলত মহান সুফি সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন বখতিয়ার কাকি (রহ.) (১১৭৩-১২৩৫ খ্রি.) এর সম্মানে ।
কুওয়াতুল ইসলাম মসজিদ বা কুতুব মিনার নির্মাণ আইবেকের আমলে সমাপ্ত হতে পারেনি। ইলতুতমিশের রাজত্বকালে (১২১১-৩৮) মিনারের কাজ শেষ হয়। আলাউদ্দিন খিলজীর রাজত্বকালে (১২৯৬-১৩১৬) প্রাঙ্গন এবং বহিরস্থ নির্মাণকাজ সম্পাদন হয়। শিল্পকৌশলের এক অনবদ্য প্রতিফলন হিসেবে এই কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আইবেকের অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে আজমিরে নির্মিত অনবদ্য স্থাপত্যনিদর্শন আড়াই দিন কা ঝোপড়া মসজিদ। ১১৯২ সালে যার নির্মাণ সূচিত হয়।
স্বল্প সময়ের শাসনকালে আইবেক বহুমাত্রিক কল্যাণ প্রয়াসের ধারা তৈরি করেন। গজনীর প্রভূত্ব থেকে ভারতকে মুক্ত করে বিদেশে অর্থ নির্গমনের পথকে রুদ্ধ করেন তিনি। দিল্লীর শাসনকে করে তোলেন সার্বভৌম। বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত আঞ্চলিক রাষ্ট্রসমূহকে নিয়ে আসেন একই ছাতার তলে। এর পরে যৌথতার সমান্তরাল এক প্রচ্ছদ তৈরি হয় ভারতবর্ষব্যাপী, যা মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্ম-সংস্কৃতির অনুসারীদের পারস্পরিকতায় বিকশিত। আইবেকের হাত দিয়ে স্থানীয় সম্পদে স্থানীয় উন্নয়ন ও স্বাধীনভাবে পথ চলার নবযুগ সূচিত হয়। ড. আর.পি. ত্রিপাঠী ঠিকই লিখেছেন, বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত করে তিনি ভারতবর্ষে স্বাধীন সাম্রাজ্যের নতুন এক রাজসড়ক নির্মাণ করেছিলেন। (সমাপ্ত)
বিভাগ : বিশেষ প্রতিবেদন
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড