ঈদোৎসব
২০ এপ্রিল ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৫:১৯ এএম
নবী করিম (সা.) একদিন আল্লাহর নির্দেশে মুসলিম জাতির ঈদোৎসবের ঘোষণা দিলেন। ঈদুল ফিতর সম্পর্কে বললেন, সব সম্প্রদায়েরই ঈদ (আনন্দ-উৎসব) আছে। এটি আমাদের ঈদ। অপরদিকে ১০ জিলহজ তারিখকে ঘোষণা করলেন কোরবানীর ঈদ হিসাবে। প্রতি বছর ঘুরে ঘুরে আসে বলে ঈদকে ঈদ বলা হয়। আরবী ঈদ শব্দটির অর্থ বার বার ফিরে আসা। পরিভাষায় ঈদ অর্থ উৎসব। একমাস রমজানের রোজা শেষে নতুন চান্দ্র মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর। ফিতর শব্দের অর্থ একমাসব্যাপী রোজা ছেড়ে দিনের বেলা প্রথম পানাহার করা। পানাহার ও স্বাভাবিক জীবনযাত্রা শুরুর দিন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে এ ঈদ পালিত হয়। জিলহজ মাসের ১০ তারিখেও দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহর দেওয়া হালাল পশু কোরবানীর মাধ্যমে ঈদুল আজহা উদযাপিত হয। এ দুই ঈদেরই উদ্দেশ্য আল্লাহর বড়ত্ব প্রচার করা এবং বান্দাদের রহমত, বরকত ও ক্ষমা লাভ।
একটি ভূখন্ডের সকল মানুষ সম্মিলিত জীবনে বিশেষভাবে যে কাজগুলো করে এসবই তাদের সংস্কৃতি। আরবী মৌল থেকে উৎসারিত এবং মধ্য এশিয়া থেকে আগত সংস্কৃত ভাষার শব্দ ‘সংস্কৃতি’ মূলত আরবী ‘সুন্নাতি’ শব্দের প্রতিবিম্ব। এ দুটি শব্দের ব্যবহারিক অর্থও খুবই কাছাকাছি।
বাংলাদেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান। তাদের জীবনে ইসলামী বোধ-বিশ্বাস ও চেতনার সাথে মিশে আছে বাঙালির জীবনযাত্রা। যেমন, বাঙালি মুসলমানের জীবনে আজান, নামাজ, মসজিদ, মাদরাসা, আলেম, পীর, মাশায়েখ, ওয়াজ, তাফসীর, সভা, মাহফিল, দাড়ি, টুপি, পর্দা, হিজাব, নেকাব, কিরাত, হামদ, নাত, জায়নামাজ, তাসবি, তারাবিহ ইত্যাদি দুধচিনির মিলনের মতো মিশে আছে। ইসলাম মানুষের ভাষা, সংস্কৃতি, সহজাত অভ্যাস, খাদ্য, দেশজ রীতি-পদ্ধতিকে আপন করে নিয়েই অতি অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
যে জন্য রোজা আল্লাহর ফরজ বিধান বাংলাদেশে ঘুরে ফিরে বছরের ১২ মাসেই এসে থাকে আর মানুষ সব ঋতুতেই রোজা রাখে। সাহরি ও ইফতারে নিজের দেশীয় খাদ্যসামগ্রী দিয়েই করে। আরবের সাথে এ দেশের খাদ্যাভ্যাসের মিল থাকা জরুরি নয়। চিন, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র, ইউরোপ বা আফ্রিকার মুসলমানরা এক নিয়মেই রোজা রাখে কিন্তু সাহরি-ইফতারির খাদ্য-পানীয় হয় নিজ নিজ অঞ্চলের খাদ্যাভ্যাস বা বৈচিত্র্যের সাথেই। এটি হচ্ছে ইসলামের সাংস্কৃতিক উদারতা ও সৌন্দর্য। ঈদুল ফিতরও সারাবিশ্বে ইসলামের বিধান হিসাবে পালিত হয়। কিন্তু এর সাজ পোশাক, ঈদগাহের আবহ, খাদ্য-পানীয়, আনন্দ-বিনোদন ইত্যাদি হয় দেশীয় সংস্কৃতিসহযোগে। পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন জামা কাপড় পরে নিজেকে পরিচ্ছন্ন ও সুরভিত করে ঈদগাহে যাওয়ার হুকুমটিই আর্থ-সামাজিক, সাংস্কৃতিক কারণে বাঙালির জীবনে একসময় নতুন জামা গায়ে দেয়ার রূপ পরিগ্রহ করে। যেটি ধর্মীয় বিধান নয় বলে অনেক সময় কেবল শিশু-কিশোরদের মাঝেই সীমাবদ্ধ থাকে। বড়রা নতুন জামার গুরুত্ব দেন না কিংবা অর্থসংকট, জামা কাপড় আছে, হাতে সময় নেই ইত্যাদি কারণে ঈদের কাপড় নেন না। কারণ, এটি ধর্মীয় বিধান কিংবা ঈদের জরুরি অনুসঙ্গ নয়।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এতে কোনো বিষয়ই পরিবর্তনীয় নাই। উৎসবেরও এখানে বিধান ও নৈতিক দর্শন রয়েছে। সাংস্কৃতিক রূপরেখা রয়েছে। এর আলোকে মানুষ সমাজ ও অর্থনীতির কারণে ব্যবহারিক বৈচিত্র্য থাকতেই পারে। তবে বিধান ও নৈতিক দর্শনে কোনো পরিবর্তন ইসলাম সমর্থন করে না। এ হিসাবে ঈদ অসংখ্য বিধান, নৈতিক ও মানবিক সৌন্দর্যের প্রকাশস্থল। যেমন, রমজান মানবতা, ধৈর্য, পরিশীলন, সহমর্মিতা, উদারতা, ক্ষমা, মাহাত্ম্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পূণ্যসাধনার মাস। এতে মানুষের প্রতি আল্লাহর নির্দেশনা, সান্ত¦না, প্রীতি ও কল্যাণ কামনার ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনের চর্চাই মুখ্য। কোরআনী চরিত্র অর্জন রমজানের প্রধান সাধনা। এরপরই আসে ঈদ। তো স্বাভাবিকভাবেই এতে ভ্রাতৃত্ব, মিলন, সম্প্রীতি, মানবিকতা, ক্ষমা, সৌজন্য ফুটে ওঠার কথা, যা মুসলিম সামাজে অবশ্যই পরিস্ফুট হয়। আর্থিক আদান-প্রদানও এসব বিধানের অনুসঙ্গ। ফিতরা সব মানুষকে সুখি-স্বচ্ছল ও সামাজিক করার বিধান। জাকাত অর্থ সম্পদের সুষম বণ্টনের ব্যাপক ব্যবস্থাপনা। ঈদ তখনই উৎসব হয়ে ওঠে যখন মানুষ আল্লাহর বিধান মেনে সুমানুষে পরিণত হয়।
ইসলামের কোনো বিনোদন বা উৎসবও অর্থহীন বিষয় নয়। এর প্রতিটি রীতি-পদ্ধতি বিধান ও সংস্কৃতি মানবসৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদতের সাথে সম্পৃক্ত। কোরবানীর ঈদও ইবাদত, সামাজিকতা, মানবিকতা ও অর্থনীতির সাথে জড়িত। রমজান ও ঈদুল ফিতর ইবাদত, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, মানবিকতা, নাগরিকদের নৈতিক উৎকর্ষের জন্য নিবেদিত। একটি জীবন ব্যবস্থার প্রতিটি বিধান, রীতি, নির্দেশনা, উপদেশ, প্রণোদনা মানুষের আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক জীবনের উৎকর্ষের জন্য হওয়াই স্বাভাবিক। এর কোনোটিই একটি অপরটি থেকে বিচ্ছিন্ন নয়। হাজার বছরের বাংলায় ঈদ উৎসব মুসলমানদের জীবনের চির প্রধান ও শ্রেষ্ঠ উৎসব। এটি ধর্মীয় সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জাতীয় উৎসব, যার বিকল্প বা বিবর্তন চিন্তা ইসলাম সমর্থন করে না। আল্লাহ ও তার রাসূল মনোনীত বিধান দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বাঙালি মুসলমানদের জন্য ঈদই আল্লাহ প্রদত্ত এবং ধর্ম, সমাজ ও সংস্কৃতির সমন্বিত মহোৎসব।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম