৮০০০ রুপিতে ‘কেনা’ ফখরের প্রতিটি রান
০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ফেরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭৪ বলে ৮১ রান। গতপরশু নিউজিল্যান্ডের বিপক্ষে আরও বিস্ফোরক—৮১ বলে অপরাজিত ১২৬। দুটি ইনিংসই আবার রান তাড়া করতে নেমে। এর মধ্যে পরশুরটা ছিল পাকিস্তানকে বিশ্বকাপে টিকিয়ে রাখার লড়াই। এত চাপের মধ্যেও ফখর জামান যে ইনিংস উপহার দিয়েছেন, প্রত্যাশিতভাবে তিনিই ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। কিন্তু পাকিস্তানকে যে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন, সেটার জন্য বোর্ডের কাছ থেকে আরও বড় পুরস্কার যেন তার পাওনা হয়ে উঠেছিল। ম্যাচ শেষে সেই ঘোষণাই দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।
ফখরকে ফোন করে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত ইনিংসের প্রশংসা করেছেন। সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছেন, পিসিবি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ টাকা) অর্থপুরস্কার দেওয়া হবে। পিসিবি নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। এর মানে, নিউজিল্যান্ডের বিপক্ষে করা প্রতিটি রানের জন্য ফখর পাচ্ছেন ৭৯৩৬ (প্রায় ৮ হাজার) পাকিস্তানি রুপি।
প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান ছিল বিশ্বকাপে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড। ব্যাট হাতে আলো ছড়াচ্ছিলেন ফখরও। এরপর হঠাৎই ছন্দপতন। টানা চার হারে দেয়ালে পিঠ ঠেকে যায় বাবর আজমের দলের। চারদিক থেকে সমালোচনার তির ধেয়ে আসে। ফর্ম হারিয়ে ওপেনার ফখর জামানও দল থেকে বাদ পড়েন। তবে ফখরের পরিবর্তে দলে সুযোগ পাওয়া আবদুল্লাহ শফিক ভালো করলেও এবার ফর্ম হারিয়ে ফেলেন আরেক ওপেনার ইমাম উল হক। ইমামের জায়গায় দলে ফেরানো হয় ফখরকে। অনেক কষ্টে পাওয়া সুযোগটা এবার হেলায় হারাতে দেননি ফখর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানকে জয়ে ফেরানোর দিনে ৮১ রান করে হন ম্যাচসেরা। ওই ম্যাচে পুরো বাংলাদেশ দল মারে ৩ ছক্কা, ফখর একাই ছক্কা মারেন ৭টি। ছক্কার ‘নেশা’ জারি ছিল গতপরশুর ম্যাচেও। নিউজিল্যান্ডের করা ৪০১ রানের পর্বত টপকাতে গিয়ে শুরুতে শফিককে হারালেও অধিনায়ক বাবরের সঙ্গে ফখর গড়েন অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটি। এর মধ্যে ফখরই করেন ১২৬। ৮টি চারের সঙ্গে ছিল ১১টি ছক্কা।
ব্যাঙ্গালুরুতে এদিন পাকিস্তান ইনিংসের ২১.৩ ওভার শেষে বৃষ্টি নামে। তখন তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৬০। বৃষ্টি নামার আগেই শতক পূরণ করেন ফখর। দেড় ঘণ্টা পর খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২। কিন্তু ৪ ওভার খেলা হতেই আবারও মুষলধারে বৃষ্টি নামে। তবে ওই ৪ ওভারে ফখর-বাবর মিলে যোগ করেন আরও ৪০ রান। দুজন দলকে যেভাবে এগিয়ে নিচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল ৪০২ রানও তাড়া করে ফেলত পাকিস্তান। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত পাকিস্তানকে ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল