সাকিবদের ড্রেসিং রুমের বাইরে রামান লাম্বা!
০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ড্রেসিং রুমের দরজায় সাঁটানো বাংলাদেশের পতাকা। ঠিক পাশেই ফুটিয়ে তোলা হয়েছে একজনের মুখায়ব। যার প্রতিকৃতি, সেই মানুষটির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক অনেক গভীর। প্রচণ্ড আবেগের। ভীষণ হাহাকারের। ছবির নিচেই নামফলক, যেখানে লেখা, ‘রমন লাম্বা ড্রেসিং রুম।’ দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামের ‘হোম’ ড্রেসিং রুম এটি। বাংলাদেশ ক্রিকেটের যারা একনিষ্ঠ অনুসারী, অজানা থাকার কথা নয় এই দেশের সঙ্গে রমন লাম্বার সংযোগ কতটা গৌরবের এবং একই সঙ্গে বেদনার। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের ঠিকানা রমন লাম্বার নামে নামকরণ হওয়া এই ড্রেসিং রুমই।
দিনটি ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। রমন লাম্বা তখন বলা যায় আবাহনীর ঘরের ছেলে। ফিল্ডিং করছিলেন তারা। আবাহনীর নিয়মিত অধিনায়ক আকরাম খান তখন একটু সময়ের জন্য ছিলেন মাঠের বাইরে। ভারপ্রাপ্ত অধিনায়ক খালেদ মাসুদ প্রতিপক্ষ ব্যাটসম্যানকে চাপে ফেলতে ফিল্ডিং একটু আঁটসাঁট করে সাজালেন। রামান লাম্বা দাঁড়ালেন ফরোয়ার্ড শর্ট লেগে। বোলার সাইফুল্লাহ খান জেম, কিপার খালেদ মাসুদরা বলেছিলেন রমনকে হেলমেট পরতে। কিন্তু তিনি বলেছিলেন, ‘আরে মাত্র একটি বলেরই ব্যাপার...।’ ওভারের শেষ বল ছিল সেটি। বাঁহাতি স্পিনার জেমের শর্ট অব লেংথ বলটিতে সজোরে পুল করলেন মেহরাব হোসেন অপি। বল রামান লাম্বার মাথার বাঁপাশে, কানের কাছাকাছি জায়গায় লেগে ওপরে উঠে যায়। কিপার খালেদ মাসুদ ক্যাচ নেন সেটি। নতুন ব্যাটসম্যান আমিনুল ইসলাম যখন ক্রিজে যান, রমন লাম্বা তখন ব্যাথায় কাতর। আমিনুল তাকে জিজ্ঞেস করেন অবস্থা কেমন। রমন উত্তর দেন, ‘আমি তো শেষ...।’
যদিও তখনও পর্যন্ত চোট অতটা গুরুতর বলে মনে করেননি কেউই। দলীয় চিকিৎসকের কাঁধে ভর দিয়ে হেঁটেই মাঠ ছেড়ে যান রামান। কিন্তু মাঠের বাইরে গিয়েই বমি করে ফেলেন। তখনই স্পষ্ট হতে থাকে যে, আঘাত গুরুতর। দ্রুত তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে নেওয়া হয় পিজি হাসপাতালে। তখন তিনি চলে গেছেন কোমায়। জীবনের গতি চলছে নাকি নয়, বোঝাই কঠিন। অবশেষে ঘুম থেকেই চলে যান চিরঘুমে। ২৩ ফেব্রুয়ারি খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট। তার বোন ভিকি ও আইরিশ স্ত্রী কিমের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আবাহনী ক্লাব তথা দেশের ক্রিকেট আঙিনাতেও নেমে আসে শোকের ছায়া।
ভারতীয় ক্রিকেটে রামান লাম্বা খুব বড় কোনো নাম নন। জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও ৩২টি ওয়ানডে খেলেছেন আশির দশকে। তবে দিল্লির ক্রিকেটে তিনি কিংবদন্তি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১২১ ম্যাচে ৩১ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ৭৭৬ রান। ব্যাটিং গড় ৫৩.৮৪, ট্রিপল সেঞ্চুরি করেছেন দুটি। দিল্লির হয়েই সেঞ্চুরি ২৩টি, ফিফটি ২২টি। দিল্লির হয়ে এতসব কীর্তির আবেদন তো আর বাংলাদেশের ক্রিকেটে নেই। বাংলাদেশ মনে রেখেছে ঢাকার ক্লাব ক্রিকেটের রমন লাম্বাকে। জিএমসিসি, আবাহনীর হয়ে দুর্দান্ত সব ইনিংস উপহার দেওয়া সেই আগ্রাসী ব্যাটসম্যানকে। এই দেশে ক্রিকেট খেলতে এসে বলের আঘাতে অকালে প্রাণ হারানো এক নায়ককে। সেই শোক হয়ত একটু হলেও ছুঁয়ে যাবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশের ক্রিকটারদের। সূত্র : বিডিনিউজ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নিষিদ্ধ পল্লীতে কেমন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী রুনা খানের
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার