ঢাকায় এসে রংপুরকে জেতালেন বাবর
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকা এসেই রংপুর রাইডার্সকে জেতালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সকে ৪ উইকেটে হারায় রংপুর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান তোলে সিলেট। জবাবে বাবর আজমের হার না মানা হাফসেঞ্চুরি ও আফগান ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইয়ের মারকুটে ব্যাটিংয়ে ১৮.২ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলে জয় নিশ্চিত করে রংপুর। টুর্নামেন্টের ঢাকা পর্বে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স দু’টি করে ম্যাচ খেলেছে। রংপুর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেও সিলেট হারের বৃত্তেই আছে।
টস জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক নূরুল হাসান সোহান প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেট স্টাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অনেকটাই অসহায় ছিলেন সিলেটের ব্যাটাররা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফির দল। এক পর্যায়ে মাত্র ৩৯ রানে সিলেট হারায় ৫টি উইকেট। দলের দুই বিদেশি বেনি হাওয়েল ও বেন কাটিং ছাড়া অন্য কেউই রানের দেখা পাননি। হাওয়েল ৩২ বলে ৩ চার ও ১ ছয়ের মারে ৩৭ এবং কাটিং ৩৫ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৩৭ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন ব্যর্থ। এ দুই ব্যাটার যদি জ্বলে না উঠতেন তাহলে একশ’র আগেই হয়তো গুটিয়ে যেত সিলেট স্টাইকার্সের ইনিংস। সিলেটের বাকি ব্যাটারদের মধ্যে কেবল ওপেনার নাজমুল হোসেন শান্ত দুই অঙ্কের ঘরে (২৪ বলে এক বাউন্ডারিতে ১৪) পৌঁছাতে পেরেছেন। অন্যদের সংগ্রহ ছিল এক অংকের ঘরেই। ব্যাটিং অর্ডার বদলে অধিনায়ক মাশরাফি তিন নম্বরে নামলেও সফল হননি। ৭ বল খেলে তিনি ১ চারের মারে করেন মাত্র ৬ রান। মাশরাফির পজিশনে ব্যাটিং করে তানজিম হাসান সাকিব ৬ বল খেলে ২ রানে অপরাজিত ছিলেন। রংপুরের বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ১৮ ও রিপন মন্ডল ১৯ রানে নেন ২টি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও রংপুরকে খাদের কিনারা থেকে টেনে তোলার পাশাপাশি জয়ের বন্দরে নিয়ে যায় বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই জুটি। তাদের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে ভর করেই টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখেছে নূরুল হাসান সোহানের দল। জবাব দিতে নেমে ভূতুড়ে সূচনা ছিল রংপুরের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি সবচেয়ে বড় তোপের মুখে পড়ে শ্রীলঙ্কান লেগ স্পিনার দুশন হেমন্তর করা সপ্তম ওভারে। ওই ওভারে চার বলের ব্যবধানে রংপুরের তিন উইকেট তুলে নিয়ে সিলেটকে ম্যাচে ফিরিয়েছিলেন এই লঙ্কান লেগস্পিনার। আগের দিন ঢাকায় পা রাখা বাবর আজম একপ্রান্তে দাঁড়িয়ে শুধু সঙ্গীদের আশা যাওয়া দেখছিলেন। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর ক্রিজে নামেন রংপুরের আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই। এরপর বাবর-ওমরজাই খেলেন দারুণ এক ইনিংস। গড়েন ম্যাচজয়ী জুটি। এই দু’জনের ৬৮ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০ বল হাতে রেখেই প্রথম জয়ের দেখা পায় রংপুর। বাবর প্রথম ম্যাচেই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। তিনি ৪৯ বলে ৬ চারের মারে ৫৬ রানে এবং ওমরজাই ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকলেও বাকি ব্যাটারদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। সিলেটের বোলারদের মধ্যে হেমন্ত ২০ রান খরচায় নেন সর্বোচ্চ ৩টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান রংপুর রাইডার্সের আজমতউল্লাহ ওমরজাই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক