তামিম-রিশাদ ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ
১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আর লোয়ার অর্ডার ব্যাটার রিশাদ হোসেন ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৮ বল হাতে রেখে লঙ্কানদের ৪ উইকেটে হারায় টাইগাররা। আগে ব্যাট করে জানিথ লিয়ানাগের হার না মানা সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে তানজিদ তামিমের হাফসেঞ্চুরি এবং রিশাদ ও মুশফিকুর রহিমের মারকুটে ব্যাটিংয়ে ৪০.২ ওভারে ৬ উইকেটে ২৩৭ রান তুলে সহজ জয়ের পাশাপাশি সিরিজও জিতে নেয় বাংলাদেশ।
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। সিরিজ জিততে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য। এমন সমীকরণে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই স্বাগতিক পেসার তাসকিন আহমেদের তোপে পড়ে খেই হারান শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা। ৮ বলে মাত্র ১ রান করে এলবিডব্লিউ হয়ে তাসকিনের প্রথম শিকার হন তিনি। ৩.৫ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন আভিষ্কা। উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরে পড়ে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ড্রেসিংরুমের ফেরার আগে আভিষ্কা ৬ বলে এক বাউন্ডারির মারে করেন ৪ রান। ১১তম ওভারের দ্বিতীয় বলে আউট হন সাদিরা সামারাবিক্রমা। মুস্তাফিজুর রহমানকে মারতে গিয়ে মুশফিককে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ২ চারের মারে ১৪ রান করে সাদিরা। দলীয় ৪১ রানে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। কুশল আউট হন ১৭.১ ওভারে দলীয় ৭৪ রানে। ৫১ বলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে মুশফিককে ক্যাচ দিয়ে রিশাদ হোসেনের শিকার হন তিনি। আসালাঙ্কা সাবধানে খেলে জানিথ লিয়ানাগেকে ভালো সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৫তম ওভারের শেষ বলে ছন্দপতন হয় তার। ৪৬ বল খেলে ৫ চারের মারে ৩৭ রান করে মুস্তাফিজের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন আসালাঙ্কা। ১১৭ রানে শ্রীলঙ্কা হারায় ৫ উইকেট। এরপর বাকি সময়টা একাই খেলে যান জানিথ লিয়ানাগে। দুর্দান্ত সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই লঙ্কান মিডল অর্ডার। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন তিনি। বাকিদের মধ্যে মহেশ থিকসানা ৪০ বলে ১৫ ও ওয়ানিন্দু হাসরাঙ্গা ৮ বলে এক ছক্কায় ১১ রান করলেও আড়াইশ’র কাছেও যেতে পারেনি শ্রীলঙ্কার ইনিংস। স্বাগতিক পেসার তাসকিন ৪২ রানে পান ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান ৩৯ ও মেহেদি হাসান মিরাজ ৩৮ রানে পান ২টি করে উইকেট।
লক্ষ্য খুব বড় ছিল না, ২৩৬ রানের। কনকাশন বদলি হিসেবে নেমে তানজিদ হাসান তামিম খেলেন ৮১ বলে ৮৪ রানের মারকুটে ইনিংস। তারপরও সিরিজ নির্ধারণী ম্যাচে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সহজ লক্ষ্যে রয়ে সয়ে খেলতে পারলে অনায়াসেই জয় তুলে নেয়া সম্ভব। ওপেনিংয়ে এনামুল হক বিজয় এবং তানজিদ তামিম মিলে জুটিটা ভালোই গড়ে তুলেছিলেন।
দু’জনের ৫০ রানের জুটি ভেঙে দেন লাহিরু কুমারা। তার বল অফসাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বিজয়। অনেক উঁচুতে লাফিয়ে উঠে ক্যাচটি ধরেন আভিস্কা ফার্নান্দো। ২২ বলে ১২ রান করেন বিজয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজও হতাশ করলেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর টানা দুই ম্যাচ ব্যর্থ হলেন। আজ মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন তিনি। মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক তাওহিদ হৃদয় জুটি বাধেন তানজিদ তামিমের সঙ্গে। ৪৯ রানের জুটি গড়েন তারা দু’জন। ২২তম ওভারের ৪র্থ বলে লাহিরু কুমারার বাউন্স হয়ে আসা বলে খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন হৃদয়। ৩৬ বলে ২২ রান করে আউট হন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের ওপর আস্থা ছিল সবার। কিন্তু লাহিরু কুমারার দুর্দান্ত একটি বলকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪ বলে মাত্র ১ রান করে বিদায় নেন বাংলাদেশ ব্যাটিংয়ের এই স্তম্ভ। সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে মাঠে নামা তানজিদ হাসান তামিমের ব্যাটে জয়ের স্বপ্নটাও বাংলাদেশের বেশ চওড়া হচ্ছিলো। কিন্তু অহেতুক ছক্কা মারতে গিয়ে সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। বাউন্ডারি লাইনে ক্যাচ দেওয়ার আগে ৮১ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৪ রান করেন এই ওপেনার। ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল টাইগাররা। সেখান থেকে মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের জুটি। কিন্তু মিরাজ আউট হওয়ার পর ফের শঙ্কা।
সেই শঙ্কা কাটে রিশাদ হোসেনের শেষ সময়ের টর্নেডো এক ইনিংসে। ১৮ বলে ৫টি চারের সঙ্গে ৪টি ছক্কায় ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দেন রিশাদ। মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ১৩০ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিক-মিরাজ ষষ্ঠ উইকেটে গড়েন ৬২ বলে ৪৮ রানের জুটি। ৪০ বলে ২৫ করে আউট হন মিরাজ। মুশফিকের সঙ্গে তখন বলতে গেলে স্বীকৃত ব্যাটার কেউ নেই। তাই শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু রিশাদ আরও একবার ব্যাট হাতে চমক দেখান। মাঠে নেমেই চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে থাকেন ডানহাতি এই ব্যাটার। ৩৬ বলে ৩ চার ও ১ ছয়ের মারে ৩৭ রানে অপরাজিত থাকেন মুশফিক। শ্রীলঙ্কার ডানহাতি পেসার লাহিরু কুমারা ৪৮ রান খরচায় নেন ৪টি উইকেট। ৬৪ রানে ২ উইকেট শিকার ওয়ানিন্দু হাসারাঙ্গার। ম্যাচ সেরা হন রিশাদ হোসেন আর সিরিজ সেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমি আসলে ডিরেক্টর ম্যাটেরিয়ালঃ জায়েদ খান
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি
আর কোনো ফ্যাসিবাদী সরকারকে দেশে জায়গা দেবেন না : মাহমুদুর রহমান
জিল বাংলা সুগার মিলে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮
আটঘরিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক : বার সভাপতি ব্যারিস্টার খোকন
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময়
ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে আবার বঞ্চিত হবে জনগণ: মির্জা ফখরুল
ইবির প্রধান ফটকে বাস ভাঙচুর, সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
বাউফলে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর ওপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামায়াত-শিবিরকে বস্তায় ভরে পাকিস্তানে পাঠানোর ঘোষণা দেওয়া সুন্দরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান জহুরুল কারাগারে
সখিপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক করেছে বিজিবি
‘জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ সংসদ নির্বাচন উপহার দিতে পারবো’
এবার টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ
ঘুষের টাকা প্রতিমাসে ব্যাংকের মাধ্যমে নিতেন আলাউদ্দিন নাসিম