তামিম-রিশাদ ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ

Daily Inqilab জাহেদ খোকন

১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ১২:০৩ এএম

তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম আর লোয়ার অর্ডার ব্যাটার রিশাদ হোসেন ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৮ বল হাতে রেখে লঙ্কানদের ৪ উইকেটে হারায় টাইগাররা। আগে ব্যাট করে জানিথ লিয়ানাগের হার না মানা সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে তানজিদ তামিমের হাফসেঞ্চুরি এবং রিশাদ ও মুশফিকুর রহিমের মারকুটে ব্যাটিংয়ে ৪০.২ ওভারে ৬ উইকেটে ২৩৭ রান তুলে সহজ জয়ের পাশাপাশি সিরিজও জিতে নেয় বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। সিরিজ জিততে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য। এমন সমীকরণে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই স্বাগতিক পেসার তাসকিন আহমেদের তোপে পড়ে খেই হারান শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা। ৮ বলে মাত্র ১ রান করে এলবিডব্লিউ হয়ে তাসকিনের প্রথম শিকার হন তিনি। ৩.৫ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন আভিষ্কা। উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরে পড়ে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ড্রেসিংরুমের ফেরার আগে আভিষ্কা ৬ বলে এক বাউন্ডারির মারে করেন ৪ রান। ১১তম ওভারের দ্বিতীয় বলে আউট হন সাদিরা সামারাবিক্রমা। মুস্তাফিজুর রহমানকে মারতে গিয়ে মুশফিককে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ২ চারের মারে ১৪ রান করে সাদিরা। দলীয় ৪১ রানে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। কুশল আউট হন ১৭.১ ওভারে দলীয় ৭৪ রানে। ৫১ বলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে মুশফিককে ক্যাচ দিয়ে রিশাদ হোসেনের শিকার হন তিনি। আসালাঙ্কা সাবধানে খেলে জানিথ লিয়ানাগেকে ভালো সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৫তম ওভারের শেষ বলে ছন্দপতন হয় তার। ৪৬ বল খেলে ৫ চারের মারে ৩৭ রান করে মুস্তাফিজের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন আসালাঙ্কা। ১১৭ রানে শ্রীলঙ্কা হারায় ৫ উইকেট। এরপর বাকি সময়টা একাই খেলে যান জানিথ লিয়ানাগে। দুর্দান্ত সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই লঙ্কান মিডল অর্ডার। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন তিনি। বাকিদের মধ্যে মহেশ থিকসানা ৪০ বলে ১৫ ও ওয়ানিন্দু হাসরাঙ্গা ৮ বলে এক ছক্কায় ১১ রান করলেও আড়াইশ’র কাছেও যেতে পারেনি শ্রীলঙ্কার ইনিংস। স্বাগতিক পেসার তাসকিন ৪২ রানে পান ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান ৩৯ ও মেহেদি হাসান মিরাজ ৩৮ রানে পান ২টি করে উইকেট।

লক্ষ্য খুব বড় ছিল না, ২৩৬ রানের। কনকাশন বদলি হিসেবে নেমে তানজিদ হাসান তামিম খেলেন ৮১ বলে ৮৪ রানের মারকুটে ইনিংস। তারপরও সিরিজ নির্ধারণী ম্যাচে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সহজ লক্ষ্যে রয়ে সয়ে খেলতে পারলে অনায়াসেই জয় তুলে নেয়া সম্ভব। ওপেনিংয়ে এনামুল হক বিজয় এবং তানজিদ তামিম মিলে জুটিটা ভালোই গড়ে তুলেছিলেন।

দু’জনের ৫০ রানের জুটি ভেঙে দেন লাহিরু কুমারা। তার বল অফসাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বিজয়। অনেক উঁচুতে লাফিয়ে উঠে ক্যাচটি ধরেন আভিস্কা ফার্নান্দো। ২২ বলে ১২ রান করেন বিজয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজও হতাশ করলেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর টানা দুই ম্যাচ ব্যর্থ হলেন। আজ মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন তিনি। মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক তাওহিদ হৃদয় জুটি বাধেন তানজিদ তামিমের সঙ্গে। ৪৯ রানের জুটি গড়েন তারা দু’জন। ২২তম ওভারের ৪র্থ বলে লাহিরু কুমারার বাউন্স হয়ে আসা বলে খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন হৃদয়। ৩৬ বলে ২২ রান করে আউট হন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের ওপর আস্থা ছিল সবার। কিন্তু লাহিরু কুমারার দুর্দান্ত একটি বলকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪ বলে মাত্র ১ রান করে বিদায় নেন বাংলাদেশ ব্যাটিংয়ের এই স্তম্ভ। সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে মাঠে নামা তানজিদ হাসান তামিমের ব্যাটে জয়ের স্বপ্নটাও বাংলাদেশের বেশ চওড়া হচ্ছিলো। কিন্তু অহেতুক ছক্কা মারতে গিয়ে সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। বাউন্ডারি লাইনে ক্যাচ দেওয়ার আগে ৮১ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৪ রান করেন এই ওপেনার। ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল টাইগাররা। সেখান থেকে মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের জুটি। কিন্তু মিরাজ আউট হওয়ার পর ফের শঙ্কা।

সেই শঙ্কা কাটে রিশাদ হোসেনের শেষ সময়ের টর্নেডো এক ইনিংসে। ১৮ বলে ৫টি চারের সঙ্গে ৪টি ছক্কায় ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দেন রিশাদ। মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ১৩০ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিক-মিরাজ ষষ্ঠ উইকেটে গড়েন ৬২ বলে ৪৮ রানের জুটি। ৪০ বলে ২৫ করে আউট হন মিরাজ। মুশফিকের সঙ্গে তখন বলতে গেলে স্বীকৃত ব্যাটার কেউ নেই। তাই শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু রিশাদ আরও একবার ব্যাট হাতে চমক দেখান। মাঠে নেমেই চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে থাকেন ডানহাতি এই ব্যাটার। ৩৬ বলে ৩ চার ও ১ ছয়ের মারে ৩৭ রানে অপরাজিত থাকেন মুশফিক। শ্রীলঙ্কার ডানহাতি পেসার লাহিরু কুমারা ৪৮ রান খরচায় নেন ৪টি উইকেট। ৬৪ রানে ২ উইকেট শিকার ওয়ানিন্দু হাসারাঙ্গার। ম্যাচ সেরা হন রিশাদ হোসেন আর সিরিজ সেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

“মধুখালীতে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে আসামি ধরতে পুরস্কার ঘোষণায় কাজ হয়নি”

“মধুখালীতে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে আসামি ধরতে পুরস্কার ঘোষণায় কাজ হয়নি”

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল : হামাস

শেরপুর ৬ বিএনপির প্রার্থীকে বহিষ্কার!

শেরপুর ৬ বিএনপির প্রার্থীকে বহিষ্কার!

পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায়!

পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায়!

যানজটে ছবি কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি

যানজটে ছবি কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি

কোটি টাকার মাদক আইসসহ সংগীত শিল্পী রিবেল গ্রেপ্তার

কোটি টাকার মাদক আইসসহ সংগীত শিল্পী রিবেল গ্রেপ্তার

মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ বাড়ছে বিশ্বজুড়ে

মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ বাড়ছে বিশ্বজুড়ে

কটিয়াদীতে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে নাম নেই অনেক নিহতের

কটিয়াদীতে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে নাম নেই অনেক নিহতের

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে দুর্ধর্ষ ২ অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

বৃষ্টি নিয়ে যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল, বন্ধ দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল, দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল, বন্ধ দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল, দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ‘অকাস’

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে ‘অকাস’

দুমকিতে মাহফিল কমিটি নিয়ে সংঘর্ষ আহত ১৫

দুমকিতে মাহফিল কমিটি নিয়ে সংঘর্ষ আহত ১৫

বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার: রিজভী

বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার: রিজভী

মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন শেনচৌ-১৮ নভোচারীরা

মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন শেনচৌ-১৮ নভোচারীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি নীতিতে অটল থাকবে চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি নীতিতে অটল থাকবে চীন

চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফসলী জমির ফসল;ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে

চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফসলী জমির ফসল;ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে

ইসরায়েলবিরোধী বিক্ষোভে নারী অধ্যাপককে মাটিতে ফেলে যেভাবে হাতকড়া পড়াল মার্কিন পুলিশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে নারী অধ্যাপককে মাটিতে ফেলে যেভাবে হাতকড়া পড়াল মার্কিন পুলিশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী যুক্তরাষ্ট্রের পুলিশ

ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী যুক্তরাষ্ট্রের পুলিশ

অবৈধ প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ এনে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জুয়েল

অবৈধ প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ এনে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জুয়েল