নারী বিশ্বকাপ বাছাই

তিন ফিফটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম

নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে টানা দুই জয়ের পর গতকাল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে তিন ফিফটিতে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ সংগ্রহই পেয়েছে বাংলাদেশ দল। যথারীতি এই ম্যাচেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় টাইগ্রেসরা। গতকাল পাকিস্তানের লাহোরের অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে স্কটল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করলে ৩৪ রানের জয় পান জ্যোতিরা।
চলমান বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭১ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। কাল তারা নিজেদের সেই রেকর্ডটাকে আরেকটু সামনে নিয়ে গেল। মূলত জ্যোতির শেষের ঝড়েই টাইগ্রেসরা বড় সংগ্রহ গড়েছে। ৫৯ বলে তিনি সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত ছিলেন, এ ছাড়া সমান ৫৭ রান করে এসেছে পিংকী-শারমিনের ব্যাটে।
এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। দেখেশুনে শুরুর পরও দলীয় ৩৫ রানে বিদায় নেন ওপেনার ইশমা তানজিম। চলমান বাছাইপর্ব দিয়ে ওয়ানডেতে অভিষেক হওয়া এই ব্যাটার আগের দুই ম্যাচেও সুবিধা করতে পারেননি। যথাক্রমে ৮ ও ২ রানে আউট হওয়া এদিন দুই অঙ্কের (১৪) ঘরে পৌঁছাতে পেরেছেন ইশমা তানজিম। এরপর ১২৭ বলে ১০৩ রানের জুটি গড়েন ফারজানা ও সুপ্তা। দুজনেই ফিফটি করে বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে এই দুই ব্যাটারের ফিফটিই ছিল কিছুটা ধীরগতির। ফারজানা ৮৪ বলে ৬টি চারের বাউন্ডারিতে ৫৭ এবং শারমিন সুপ্তা ৭৪ বলে ৭ চারে ৫৭ রান করেন। দুই ব্যাটারই আউট হয়েছেন কিছু সময়ের ব্যবধানে। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সোবহানা মোস্তারি পরের ম্যাচে করেন ৭ রান। আজ স্কটিশদের বিপক্ষেও ফেরেন মাত্র ৯ রান করে। মাঝে রিতু মণি আউট হয়েছেন ১২ রানে। দ্রুত কয়েকটি আউটের বিপরীতে একপ্রান্ত আগলে রাখেন জ্যোতি। ফাহিমা খাতুনের সঙ্গে তিনি ৬১ রানের একটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।
ফাহিমা ২৬ রানে আউট হলেও, জ্যোতি মাঠ ছাড়েন ওভার শেষ করে। ৫৯ বলে ১১টি চারে তিনি ৮৩ রানে অপরাজিত ছিলেন। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস। এ ছাড়া একটি করে শিকার ধরেন ৪ বোলার। এই ম্যাচে ৬টি ক্যাচ নিয়ে ওয়ানডেতে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন ক্যাথরিন ফ্রেজার।
জয়ের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। তারা তারা ৩১ রানে ৩ উইকেট হারায়। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ তুলতে পারে স্কটিশরা। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। দলের হয়ে রাচেল স্লেচার ৭৩ বলে সর্বোচ্চ ৬১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৪০ রানে ৪টি এবং জান্নাতুল ফেরদৌস ৪৩ রানে ২টি উইকেট পান। ম্যাচ সেরা হন বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল
হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড
আর্সেনালের বড় জয়ে অপেক্ষা বাড়ল লিভারপুলের
দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করবে দল: সালাহউদ্দিন
টিভিতে দেখুন
আরও
X

আরও পড়ুন

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার