ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শারমিন-নিগার-রাবেয়া
১৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিগার সুলতানা, শারমিন আক্তার ও রাবেয়া খান। আইসিসি নারী ওয়ানডে খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তারা।
মঙ্গলবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নিগার ও শারমিন। ১৭ নম্বরে আছেন নিগার। বাংলাদেশের কেউ নেই তার উপরে। শারমিনের অবস্থান ২৯তম।
গত বৃহস্পতিবার থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারানো নিগার করেন ১০১ রান। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। পরে রোববার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এই পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার।
থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করা শারমিন এগিয়েছেন ১১ ধাপ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটার।
রেকর্ড রান তাড়ায় আয়ারল্যান্ডকে হারানোর পথে বলতে গেলে একাই দলকে জেতান রিতু মনি। রান তাড়ায় ৬৭ রান করে দলের জয়ে নিয়ে ফেরেন তিনি। ম্যাচ সেরা হওয়া এই ক্রিকেটার ১৬ ধাপ এগিয়ে এখন ৮৮তম স্থানে। রিতু ২০১৩ সালে সর্বোচ্চ ৫৭ নম্বরে উঠেছিলেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আগের মতোই দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
আর বোলিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন রাবেয়া খান। লেগ স্পিনে আইরিশ ম্যাচে ৩ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে এখন তিনি ২৩ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার উপরে।
থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি সেটি।
পরে আয়ারল্যান্ড ম্যাচে দুই শিকার ধরেন লেগ স্পিনার ফাহিমা। র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে আছেন তিনি। ওই ম্যাচে এক উইকেট নেওয়া সুমনা এখনও র্যাঙ্কিংয়ের প্রথম একশ জনের মধ্যে ঢুকতে পারেননি।
দুই ম্যাচেই কোনো উইকেট না পেলেও পেসার মারুফা আক্তারের ৬ ধাপ উন্নতি হয়েছে, আছেন ৬০তম স্থানে।
বোলারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারও দুই ম্যাচে পাননি কোনো উইকেট। ২ ধাপ নিচে নেমে এখন তার অবস্থান ১২তম।
বোলারদের মধ্যে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার যথারীতি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লক্ষ্মীপুরে চালের বস্তা বদল করে প্রতারণা করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

ভিনগ্রহে প্রাণের ইঙ্গিত, নাসার টেলিস্কোপে বিস্ময়কর আবিষ্কার

আজ মার্কিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বরবাদ'

আমাকে ডেসটিনির এমডি করলে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়া হবে

গুলি করে হত্যার পর নিহত হাসিবুলের লাশ ফেরত দিলো বিএসএফ

ভারতে ওয়াক্ফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ স্থগিত করলো সুপ্রিম কোর্ট

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮, আহত শতাধিক

সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি মন্ত্রী

ইতি টানছে 'গঙ্গাবুড়ি' রিভার হেরিটেজ প্রকল্প

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২, আহত অন্তত ৫

গাজায় ফের ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪০

গফরগাঁওয়ে এক সপ্তাহে প্রতিকেজি ৩৫টাকার স্থলে ৬০ দরে বিক্রি হচ্ছে পেয়াজ

ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা বেগমের আত্মহত্যা

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস

ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ভারত বলল নজরে রয়েছে

অর্ধেক মূল্যে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বিশ্বকাপের টিকেট পেল পাকিস্তান

৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে শেষ চারে ম্যান ইউ

সমাবর্তন, আবাসন, জকসু নির্বাচনে গড়িমসি জবি প্রশাসনের