ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শারমিন-নিগার-রাবেয়া
১৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিগার সুলতানা, শারমিন আক্তার ও রাবেয়া খান। আইসিসি নারী ওয়ানডে খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তারা।
মঙ্গলবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নিগার ও শারমিন। ১৭ নম্বরে আছেন নিগার। বাংলাদেশের কেউ নেই তার উপরে। শারমিনের অবস্থান ২৯তম।
গত বৃহস্পতিবার থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারানো নিগার করেন ১০১ রান। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। পরে রোববার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এই পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার।
থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করা শারমিন এগিয়েছেন ১১ ধাপ। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটার।
রেকর্ড রান তাড়ায় আয়ারল্যান্ডকে হারানোর পথে বলতে গেলে একাই দলকে জেতান রিতু মনি। রান তাড়ায় ৬৭ রান করে দলের জয়ে নিয়ে ফেরেন তিনি। ম্যাচ সেরা হওয়া এই ক্রিকেটার ১৬ ধাপ এগিয়ে এখন ৮৮তম স্থানে। রিতু ২০১৩ সালে সর্বোচ্চ ৫৭ নম্বরে উঠেছিলেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আগের মতোই দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
আর বোলিংয়ে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন রাবেয়া খান। লেগ স্পিনে আইরিশ ম্যাচে ৩ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে এখন তিনি ২৩ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার উপরে।
থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি সেটি।
পরে আয়ারল্যান্ড ম্যাচে দুই শিকার ধরেন লেগ স্পিনার ফাহিমা। র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে আছেন তিনি। ওই ম্যাচে এক উইকেট নেওয়া সুমনা এখনও র্যাঙ্কিংয়ের প্রথম একশ জনের মধ্যে ঢুকতে পারেননি।
দুই ম্যাচেই কোনো উইকেট না পেলেও পেসার মারুফা আক্তারের ৬ ধাপ উন্নতি হয়েছে, আছেন ৬০তম স্থানে।
বোলারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারও দুই ম্যাচে পাননি কোনো উইকেট। ২ ধাপ নিচে নেমে এখন তার অবস্থান ১২তম।
বোলারদের মধ্যে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার যথারীতি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার