টাইগারদের ১৫৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড

Daily Inqilab Shaik Shadi

০৯ মার্চ ২০২৩, ০৪:৪০ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:০৩ এএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের ১৫৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড। বৃহস্পতিবার চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে ইংলিশরা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়। এছাড়া আট বছর পর জাতীয় দলে ফিরলেন রনি তালুকদার।


ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যাপ্টেন জজ বাটলার। এছাড়া ওপেনার ফিল স্টল করেন ৩৮ রান। ওপেনিংয়ে তার ৮০ রানের জুটি গড়েন। এছাড়া মার্ক উড করেন ২০ রান।

বল হাতে পেসার হাসান ৪ ওভারে ২৬ রানে নেন দুটি উইকেট। এছাড়া সাকিব,নাসুম,মোস্তাফিজ ও তাসকিন একটি করে উইকেট নেন।


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন