অভিষেকেই হৃদয়ের হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি বঞ্চিত সাকিব

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০২৩, ০৫:০৬ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৪:৪৩ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই বাট হাতে রাঙাচ্ছেন তৌহিত হৃদয়। শনিবার প্রথম ওয়ানডেতে দারুন হাফসেঞ্চুরি করেছেন ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। হাফ সেঞ্চুরি পূর্ণ করে করেন ৮১ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন হৃদয়। এরপর থেকে সাকিবের সঙ্গে জুটি বেধে দলকে টানছেন হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে বাংলাদেশ। হৃদয় ৬৬ ও মুশফিক ১৬ রান নিয়ে ক্রিজে আছেন।


তবে সেঞ্চুরির খুব কাছেই গিয়ে আউট হন সাকিব আল হাসান। অসাধারণ ব্যাট করে ৮৯ বলে ৯ বাউন্ডারিতে ৯৩ রান করে বিদায় নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেকে ৫ নম্বরে নেমে ফিফটি করা প্রথম ব্যাটার হৃদয়। ওয়ানডেতে অভিষেকে হাফ সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার তিনি। নাসির হোসেন ও ফরহাদ রেজার আগে এমন কীর্তি ছিল। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করেন হৃদয়। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম এই রেকর্ড করেন ফরহাদ রেজা।

 


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন