রানেরও রেকর্ড, জয়ও রেকর্ডে মোড়ানো
১৮ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪১ এএম

ওয়ানডে অভিষেকে টাইগার কোন ব্যাটার যে শতকের দেখা পায়নি। বহু দিনের সেই অপ্রাপ্তি ঘোচানোর খুব কাছে গিয়েও অতৃপ্ত থাকতে হল বাংলাদেশ ক্রিকেটকে। তৌহিদ হৃদয় আউট হয়েছেন নববইয়ের ঘরে, যাকে বলে নার্ভাস নাইন্টিজ। তাতে হৃদয় ভেঙেছে হৃদয়ের। তবে গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফেরার আগে ৯২ রানের এক ইনিংস খেলে জানান দিয়েছেন তার আগমনী বার্তা। একই দিনে ব্যক্তিগত রেকর্ডের বই আরও সমৃদ্ধ করা সাকিব আল হাসানের তৃতীয় ক্রিকেটার হিসেবে ‘৭ হাজার রান ও ৩০০ উইকেটের’ ডাবলও স্পর্ষ করেন। এতো সব কীর্তির দিনে বাংলাদেশ দলও গড়ল পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ৮উইকেটে ৩৩৮ রান। আগের রেকর্ডটি ছিল ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান। যে সিলেটে ওয়ানডেতে শতভাগ জয় বাংলাদেশের, সেখানে কি এমন রেকর্ডময় ম্যাচে হারতে পারে টাইগাররা? রানপাহাড়ে চাপা আয়ারল্যান্ডের বহু কষ্টের লড়াই থামে ১৫৫ রানে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ জেতে ১৮৩ রানে। এখানেও রেকর্ডের খাতা গেল পাল্টে। রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এখন এটিই। এরআগে একই ভেন্যুতে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় হৃদয়ের। টেস্ট অভিষেকে যেখানে বাংলাদেশের চারজন ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে, ওয়ানডে অভিষেকে বাংলাদেশের পক্ষে কোনো শতক নেই। সেই ম্যাজিক্যাল তিন অংকের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন হৃদয়। তবে আইরিশ পেসার গ্রাহাম হিউমের স্টাম্পের উপরের বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হলে, সেই মাইলফলক আর ছোঁয়া হয়নি এই ডানহাতি ব্যাটারের। সদ্য সমাপ্ত বিপিএলে ৪০৩ রান করে নিজের আগমনী বার্তা দিয়ে রাখা ২২ বছর বয়সী এই তরুনের।
তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদশের। অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়লেও বড় করতে পারেননি। দুজনই থিতু হয়েও ফিরেছেন। লিটন ২৬ ও শান্ত করেন ২৫ রান। ব্যাটিং বিপর্যয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই দলের হাল ধরেন সাকিব-হৃদয় জুটি। শুরুতে দেখে শুনে খেললেও পরে ব্যাট চালান তারা। চতুর্থ উইকেট গড়েন ১৩৫ রানের জুটি। সাকিব ৮৯ বলে ৯ চারে খেলেন ৯৩ রানের ঝড়ো ইনিংস। এই ইনিংস খেলতে নামার আগে ৭ হাজার থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। বিশতম ওভারের শেষ বলে কার্টিস ক্যাম্পারকে বলে ড্রাইভ করেই সেই মাইলফলকে পৌঁছে যান এই অলরাউন্ডার। শহীদ আফ্রিদি ও সনাৎ জয়সুরিয়ার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটেও স্পর্ষ করেন তিনি। যেখানে দ্রুততম সাকিবই।
শতকের কাছে গিয়ে ফিরেছেন হৃদয়ও। তবে চাপের মুখে যেভাবে খেললেন তিনি, তাতে কে বলবে ওয়ানডেতে এটাই তার প্রথম ইনিংস ছিল। মাত্র ৮ রানের জন্য ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পারলেন না হৃদয়। সাজগরে ফেরার আগে ৮টি চার ও ২টি ছয়ে ৮৫ বলে খেলেন ৯২ রানের ইনিংস। শতক পেয়ে গেলে ওয়ানডে অভিষেকেই ১৭তম ব্যাটার হিসেবে তিন অংকের রান স্পর্ষ করার কীর্তি গড়তেন। তার আগে এই আক্ষেপের মালিক ছিলেন স্টিফেন ফ্লেমিং, ফিল জ্যাকস, ইয়ান মরগান, ফন ডার ডাসেনদের ও শামার ব্রুকস। সেই কাতারে নাম লেখালেন এ হৃদয়। শতক না পেলেও একটা জায়গায় এখন বাংলাদেশের এক নম্বর হৃদয়। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি এখন তাঁর। আগের সর্বোচ্চ ছিল ৬৩ রানের। নাসির হোসেন যা করেছিলেন ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের আর একজন ব্যাটসম্যানেরই অর্ধশতক আছে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই যা করেছিলেন ফরহাদ রেজা।
সাকিব আউট হওয়ার পর, ছয়ে নেমে প্রায় স্ট্রাইক রেটে ১৭০ ব্যাট করে বাংলাদেশকে তিনশ রানের পথে রাখেন মুশফিক। ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় ২৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মুশি। গ্রাহাম হিউরেম শিকার চার বাংলাদেশি ব্যাটার।
বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদের বেঅলিং তোপে উড়ে যায় আইরিশরা। ঘরের মাঠে সিলেটে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৪ উইকেট নিলেন ইবাদত হোসেন। গতকাল নিজের গড়া এক মাইলফকে আবারও ভাগ বসালেন মুশফিক, ক্যাচ নিলেন ৫টি। বাংলাদেশের যৌথভাবে যেটি রেকর্ড। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষেও তিনি নিয়েছিলেন সমান সংখ্যক ক্যাচ। বিশ্ব রেকর্ড ৬টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রামগড়ে জুলাই আন্দোলনে শহীদ মজিদ পরিবার পেল সরকারি সহায়তা

সাভারে ভুল চিকিৎসায় পোশাক শ্রমিকের মৃত্যু, তালা ঝুলিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ

ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

ফুলপুরে তারেক রহমানের পক্ষে অসহায় দুঃস্থদের মাঝে যুবদলের ঈদ উপহার বিতরণ

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কোথায় হয়েছিল?

দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান: দুলু

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

বাংলাদেশেও ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা

কালিয়াকৈরে মহাসড়কে পরিবহনের সংকট, সহস্রাধিক যাত্রীরা ভোগান্তির স্বীকার

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে রাঙামাটিতে কুশপুত্তলিকা দাহ, প্রতিহতের ঘোষণা

ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন “ইয়েল বিশ্ব ফেলো”

শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ৯৬ কোটি টাকা ব্যয়: স্নিগ্ধ

ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

বরিশালের কৃষকগন মিষ্টি মরিচ-ক্যাপসিকাম’এর ন্যায্যদাম না পেয়ে হতাশ

নাটোরে ডিসি বাংলোয় মিলল বিপুল পরিমাণ সিলমারা ব্যালট

শেষ সময়ে জমে উঠেছে পর্তুগালের ঈদ বাজার

তাপপ্রবাহে পুড়ছে দেশের ৪০ জেলা, অব্যাহত থাকার আভাস আবহাওয়া অধিদপ্তরের

ঈদের ছুটিতে দেখুন ৯ টি নতুন সিনেমা-সিরিজ

বাড়ি ফিরে যা বললেন তামিম

১২ ঘণ্টায় দুই কোটি টাকা টোল আদায় হলো পদ্মা সেতুতে