রানেরও রেকর্ড, জয়ও রেকর্ডে মোড়ানো
১৮ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩, ০১:৪৩ পিএম

ওয়ানডে অভিষেকে টাইগার কোন ব্যাটার যে শতকের দেখা পায়নি। বহু দিনের সেই অপ্রাপ্তি ঘোচানোর খুব কাছে গিয়েও অতৃপ্ত থাকতে হল বাংলাদেশ ক্রিকেটকে। তৌহিদ হৃদয় আউট হয়েছেন নববইয়ের ঘরে, যাকে বলে নার্ভাস নাইন্টিজ। তাতে হৃদয় ভেঙেছে হৃদয়ের। তবে গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফেরার আগে ৯২ রানের এক ইনিংস খেলে জানান দিয়েছেন তার আগমনী বার্তা। একই দিনে ব্যক্তিগত রেকর্ডের বই আরও সমৃদ্ধ করা সাকিব আল হাসানের তৃতীয় ক্রিকেটার হিসেবে ‘৭ হাজার রান ও ৩০০ উইকেটের’ ডাবলও স্পর্ষ করেন। এতো সব কীর্তির দিনে বাংলাদেশ দলও গড়ল পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ৮উইকেটে ৩৩৮ রান। আগের রেকর্ডটি ছিল ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান। যে সিলেটে ওয়ানডেতে শতভাগ জয় বাংলাদেশের, সেখানে কি এমন রেকর্ডময় ম্যাচে হারতে পারে টাইগাররা? রানপাহাড়ে চাপা আয়ারল্যান্ডের বহু কষ্টের লড়াই থামে ১৫৫ রানে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ জেতে ১৮৩ রানে। এখানেও রেকর্ডের খাতা গেল পাল্টে। রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এখন এটিই। এরআগে একই ভেন্যুতে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশের ১৪০তম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় হৃদয়ের। টেস্ট অভিষেকে যেখানে বাংলাদেশের চারজন ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে, ওয়ানডে অভিষেকে বাংলাদেশের পক্ষে কোনো শতক নেই। সেই ম্যাজিক্যাল তিন অংকের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন হৃদয়। তবে আইরিশ পেসার গ্রাহাম হিউমের স্টাম্পের উপরের বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হলে, সেই মাইলফলক আর ছোঁয়া হয়নি এই ডানহাতি ব্যাটারের। সদ্য সমাপ্ত বিপিএলে ৪০৩ রান করে নিজের আগমনী বার্তা দিয়ে রাখা ২২ বছর বয়সী এই তরুনের।
তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদশের। অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়লেও বড় করতে পারেননি। দুজনই থিতু হয়েও ফিরেছেন। লিটন ২৬ ও শান্ত করেন ২৫ রান। ব্যাটিং বিপর্যয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই দলের হাল ধরেন সাকিব-হৃদয় জুটি। শুরুতে দেখে শুনে খেললেও পরে ব্যাট চালান তারা। চতুর্থ উইকেট গড়েন ১৩৫ রানের জুটি। সাকিব ৮৯ বলে ৯ চারে খেলেন ৯৩ রানের ঝড়ো ইনিংস। এই ইনিংস খেলতে নামার আগে ৭ হাজার থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। বিশতম ওভারের শেষ বলে কার্টিস ক্যাম্পারকে বলে ড্রাইভ করেই সেই মাইলফলকে পৌঁছে যান এই অলরাউন্ডার। শহীদ আফ্রিদি ও সনাৎ জয়সুরিয়ার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটেও স্পর্ষ করেন তিনি। যেখানে দ্রুততম সাকিবই।
শতকের কাছে গিয়ে ফিরেছেন হৃদয়ও। তবে চাপের মুখে যেভাবে খেললেন তিনি, তাতে কে বলবে ওয়ানডেতে এটাই তার প্রথম ইনিংস ছিল। মাত্র ৮ রানের জন্য ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পারলেন না হৃদয়। সাজগরে ফেরার আগে ৮টি চার ও ২টি ছয়ে ৮৫ বলে খেলেন ৯২ রানের ইনিংস। শতক পেয়ে গেলে ওয়ানডে অভিষেকেই ১৭তম ব্যাটার হিসেবে তিন অংকের রান স্পর্ষ করার কীর্তি গড়তেন। তার আগে এই আক্ষেপের মালিক ছিলেন স্টিফেন ফ্লেমিং, ফিল জ্যাকস, ইয়ান মরগান, ফন ডার ডাসেনদের ও শামার ব্রুকস। সেই কাতারে নাম লেখালেন এ হৃদয়। শতক না পেলেও একটা জায়গায় এখন বাংলাদেশের এক নম্বর হৃদয়। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি এখন তাঁর। আগের সর্বোচ্চ ছিল ৬৩ রানের। নাসির হোসেন যা করেছিলেন ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের আর একজন ব্যাটসম্যানেরই অর্ধশতক আছে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই যা করেছিলেন ফরহাদ রেজা।
সাকিব আউট হওয়ার পর, ছয়ে নেমে প্রায় স্ট্রাইক রেটে ১৭০ ব্যাট করে বাংলাদেশকে তিনশ রানের পথে রাখেন মুশফিক। ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় ২৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মুশি। গ্রাহাম হিউরেম শিকার চার বাংলাদেশি ব্যাটার।
বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদের বেঅলিং তোপে উড়ে যায় আইরিশরা। ঘরের মাঠে সিলেটে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৪ উইকেট নিলেন ইবাদত হোসেন। গতকাল নিজের গড়া এক মাইলফকে আবারও ভাগ বসালেন মুশফিক, ক্যাচ নিলেন ৫টি। বাংলাদেশের যৌথভাবে যেটি রেকর্ড। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষেও তিনি নিয়েছিলেন সমান সংখ্যক ক্যাচ। বিশ্ব রেকর্ড ৬টি।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন

মার্কিন পররাষ্ট্র নীতি বদলেযেতে পারে ২০২৪ সালে

মেক্সিকোতে শরণার্থী শিবিরে বিধ্বংসী অগ্নিকা-ে মৃত অন্তত ৪০

বিতর্কে নারী ডিসি-ইউএনও

মামলার আগেই র্যাব গ্রেফতার করতে পারে কি না -প্রশ্ন হাইকোর্টের

সুলতানার মৃত্যুতে তদন্ত কমিটি করেছে র্যাব

ওলী আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে

রমজানে গোশত নিম্নবিত্তের নাগালে নেই

বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমছে না তেলের দাম

তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শুরু হচ্ছে

বিএনপিকে সংলাপ নয়, আলোচনার জন্য ডেকেছি

সৌদিতে নিহত ৮ বাংলাদেশীর মধ্যে ২ জনের বাড়ী কুমিল্লা

নগরবাসীর ভোগান্তি চরমে

আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি-চক্ষুলজ্জা হারিয়ে গেছে

ঢাবি ছাত্রীদের মুখম-ল খোলা রাখার নোটিশ হাইকোর্টে স্থগিত

লেপার্ড ট্যাঙ্কের প্রথম চালান পেল ইউক্রেন

আফগান শরণার্থীদের হোটেল থেকে উচ্ছেদ করবে ব্রিটেন!

এই তাসকিন দেখেন শীর্ষ দল হওয়ার স্বপ্ন

চীনের পাশেই থাকছে পাকিস্তান

পেলে, ম্যারাডোনার পাশে মেসিও