জয়ে শুরু বাংলাদেশের
২৫ মার্চ ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

মার্চের ফিফা উইন্ডোতে পূর্ব আফ্রিকার দ্বীপ দেশ সিশেলসের বিপক্ষে জয়ে দ্বিপাক্ষিক ফুটবল সিরিজ শুরু হলো বাংলাদেশের। গতকাল বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ১-০ গোলে হারায় সিশেলসকে। লাল-সবুজদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী। আন্তর্জাতিক ফুটবলে এটিই তারিকের প্রথম গোল। সেই সঙ্গে ঘরের মাঠে দীর্ঘ ২৭ মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয় দল। যে কারণে র্যাঙ্কিংয়ে পেছনে থাকা দল সিশেলসের বিপক্ষে জয়ের আনন্দটাও ছিল বেশি। বাংলাদেশ দল সর্বশেষ ২০২০ সালের ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জিতেছিল। ওই ম্যাচে লাল-সবুজরা ২-০ গোলে হারিয়েছিল নেপালকে।
কালকের সিশেলসের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য স্মরনীয় হয়েই থাকবে। কারণ দুই বছরের বেশি সময় পরে ঘরের মাঠে জয়ের পাশাপাশি এ ম্যাচে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে প্রথম লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাঠে নেমে গোলের দুটি সুযোগও পেয়েছিলেন এলিটা। কিন্তু নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি সদ্য বাংলাদেশি হওয়া এই ফুটবলার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ ক’টি সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে সিশেলসের শক্ত রক্ষণে বাধা পেয়ে ফিরে আসে তাদের আক্রমণ। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ১৯ মিনিটে গোলের সুযোগ আসে অতিথি দলের সামনে। বক্সের বাইরে থেকে ব্রাডন লাবরশীর শট বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে বাংলাদেশের নিশ্চিত গোল রুখে দেন সিশেলস গোলরক্ষক আলভিন মাইকেল। এসময় ডানপ্রান্ত দিয়ে জামাল ভুইয়ার ক্রস পোস্টের খুব কাছে পেয়ে জোড়ালো হেড করেন ডিফেন্ডার তপু বর্মণ। দারুণ দক্ষতায় বল গ্রিপে নেন আলভিন। ৩৭ মিনিটে বল দখলের লড়াইয়ে ডেরিল লুইসকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের ৪২ মিনিটে দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলারের দক্ষতায় কাক্সিক্ষত গোলের দেখা পায় স্বাগতিকরা। এসময় ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার ফ্রি কিক হেড করেও ক্লিয়ার করতে পারেননি বক্সের ভেতরে থাকা সিশেলসের ডিফেন্ডার। উড়ে আসা বলে পোস্টের খুব কাছে দাঁড়িয়ে থাকা তারিক কাজী মাথা ছুইয়ে দেন। তাতেই বল জালে জড়িয়ে যায় (১-০)। বাংলাদেশের জার্সিতে ফিনল্যান্ড প্রবাসী তারিকের এটি প্রথম আন্তর্জাতিক গোল। ৭০ মিনিটে সোহেল রানার কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস করেছিলেন রাকিব হোসেন। সেখানে অপেক্ষায় ছিলেন এলিটা কিংসলে। তবে বল তার কাছে পর্যন্ত পৌছাতে পারেনি। হেডে ক্লিয়ার করেন সিশেলসের ডিফেন্ডার ওয়ারেন। বাকি সময় আর কোন গোল না হওয়ায় ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি

শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলামের ১৬৩ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদন

আদালত চলতো হাসিনার নির্দেশে, মামলার রায় আসতো গণভবন থেকে: নুর

সার্টিফিকেট ইস্যু না করায় রিট জুলাই-আগস্ট অভ্যুত্থানকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’

দোহারের কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড

কক্সবাজার শহরে উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ হাজারো নারী-পুরুষ ঘরবাড়ি ও জমি রক্ষায় মানববন্ধন

কর্পোরেট জবাবদিহিতা ও পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন প্রকাশ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

জ্বালানি সচিব-তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র!

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৪৯৪৫ টাকা

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক নিহত-জড়িতদের বসতঘরে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা