বাংলাদেশ সফরে উইন্ডিজ ‘এ’ দলে চন্দরপল
০৬ মে ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি বোলারদের এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে শিবনারাইন চন্দরপলের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটা প্রায় একুশ হাজার রানের মালিক এই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশ সফরেও এসেছিলেন বহুবার। এবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিশিয়াল টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে আসছেন তারই পুত্র তেজনারাইন চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের জন্য যে ১৫ সদ্যসের দল ঘোষণা করেছে, সেখানে দলের নেতৃত্বে আছেন জশুয়া দা সিলভা। এই সফরের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। স্বাগতিক বাংলাদেশও দল ঘোষণা করেছে দুদিন আগে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন সফরকারীদের দলে। জশুয়া, তেজনারাইন ছাড়াও এই দলে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তিনজনের। তারা হচ্ছেন স্পিনার গুডাকেশ মোটি, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও পেস বোলিং অলরাউন্ডার রেমন রিফার। তাদের মধ্যে রেইফার, ফিলিপ ও মোতি তিনজনই গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে বাংলাদেশে খেলে গিয়েছেন। সেই সফরের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে চন্দরপলের।
পাঁচজন টেস্ট ক্রিকেটার ছাড়াও আরও চার জনের আছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। এদের মধ্যে বড় নাম সাদা বলের নিয়মিত মুখ ব্র্যান্ডন কিং। তবে এই দলে তেজনারাইনই সবচেয়ে আকর্ষণীয় নাম। বাবার মতই বাঁহাতি ব্যাটার তিনি। বেল ঠুকে গার্ড নেওয়া থেকে স্টান্স নিয়ে দাঁড়ানো এবং খেলার ধরণেও হুবহু মিল আছে। কেবল একটাই অমিল। চন্দরপল খেলতেন মিডল অর্ডারে, তেজনারাইন নামেন ওপেনে করতে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর ২৬ বছর বয়েসী তেজনারাইন খেলেছেন ৬ টেস্ট। ৪৫.৩০ গড়ে ৪৫৩ রান করে ফেলেছেন এক সেঞ্চুরি আর এক ফিফটিতে।
ক্যারিবীয় ‘এ’ দলে আছেন একাধিক তরুণ ক্রিকেটার। মূলত তাদের দেশের বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই সফরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স, ‘আমরা এমন একদল খেলোয়াড় বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টিও আমাদের মাথায় আছে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তাদের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ১৬ মে। এরপর বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ৩০ মে থেকে। সবগুলো ম্যাচই আনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট ,অভিশংসিত প্রেসিডেন্ট ইউন আদালতে হাজির হননি
সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর
শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ
নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১
জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত
অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত
চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র্যাব
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি