বাংলাদেশ সফরে উইন্ডিজ ‘এ’ দলে চন্দরপল
০৬ মে ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি বোলারদের এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে শিবনারাইন চন্দরপলের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটা প্রায় একুশ হাজার রানের মালিক এই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশ সফরেও এসেছিলেন বহুবার। এবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিশিয়াল টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে আসছেন তারই পুত্র তেজনারাইন চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের জন্য যে ১৫ সদ্যসের দল ঘোষণা করেছে, সেখানে দলের নেতৃত্বে আছেন জশুয়া দা সিলভা। এই সফরের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। স্বাগতিক বাংলাদেশও দল ঘোষণা করেছে দুদিন আগে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন সফরকারীদের দলে। জশুয়া, তেজনারাইন ছাড়াও এই দলে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তিনজনের। তারা হচ্ছেন স্পিনার গুডাকেশ মোটি, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও পেস বোলিং অলরাউন্ডার রেমন রিফার। তাদের মধ্যে রেইফার, ফিলিপ ও মোতি তিনজনই গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে বাংলাদেশে খেলে গিয়েছেন। সেই সফরের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে চন্দরপলের।
পাঁচজন টেস্ট ক্রিকেটার ছাড়াও আরও চার জনের আছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। এদের মধ্যে বড় নাম সাদা বলের নিয়মিত মুখ ব্র্যান্ডন কিং। তবে এই দলে তেজনারাইনই সবচেয়ে আকর্ষণীয় নাম। বাবার মতই বাঁহাতি ব্যাটার তিনি। বেল ঠুকে গার্ড নেওয়া থেকে স্টান্স নিয়ে দাঁড়ানো এবং খেলার ধরণেও হুবহু মিল আছে। কেবল একটাই অমিল। চন্দরপল খেলতেন মিডল অর্ডারে, তেজনারাইন নামেন ওপেনে করতে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর ২৬ বছর বয়েসী তেজনারাইন খেলেছেন ৬ টেস্ট। ৪৫.৩০ গড়ে ৪৫৩ রান করে ফেলেছেন এক সেঞ্চুরি আর এক ফিফটিতে।
ক্যারিবীয় ‘এ’ দলে আছেন একাধিক তরুণ ক্রিকেটার। মূলত তাদের দেশের বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই সফরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স, ‘আমরা এমন একদল খেলোয়াড় বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হতে পারে। ক্যারিবিয়ানে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের বিষয়টিও আমাদের মাথায় আছে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তাদের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ১৬ মে। এরপর বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ৩০ মে থেকে। সবগুলো ম্যাচই আনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
"বিতর্কিত পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী"
শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে দুই খুন: আটক ৪
কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
বেরোবিতে নিয়োগকৃত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন
শ্রীলঙ্কায় বামপন্থী শাসক জোট নির্বাচনে বিপুল জয়ে এগিয়ে
মাহফুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয়!
বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে
সুন্দরবনে দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব শুরু
কুয়াকাটায় রাস লীলা উদযাপনে সৈকতে পূন্যার্থীদের ঢল
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত