অলরাউন্ডার মাহমুদউল্লায় জিতল মোহামেডান
০৭ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০০ এএম
প্রথমে ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বল হাতেও রেখেছেন কার্যকরী ভূমিকা। মূলত তার অলরাউন্ড নৈপুণ্যেই সুপার লিগে প্রথম জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জবাবে ৪৯ ওভারে ২২০ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপেই ছিল মোহামেডান। দলীয় ১৭ রানেই দুই ওপেনার অধিনায়ক ইমরুল কায়েস ও রুবেল মিয়াসহ মাহিদুল ইসলাম অঙ্কনকে হারায় দলটি। এরপর আব্দুল মজিদের সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। চাপ সামলে ১৩৩ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর আরিফুল হকের ফিফটিতে লড়াইয়ের পুঁজি মিলে তাদের। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ৯৫ বলে ৩টি করে চার ও ছক্কায় এ রান করেন তিনি। ৮৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন মজিদ। ৪৪ বলে ১টি চার ও ৬টি ছক্কায় ৫৫ রান করেন আরিফুল। গাজী গ্রুপের টিপু সুলতান ৩টি এবং মোহাম্মদ এনামুল ও জয়নুল ইসলাম ২টি করে উইকেট পান।
জবাবে এমএম মেহরবের ফিফটিতে লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি গাজী গ্রুপ। ৭৯ বলে ৬৩ রান করেন মেহরব। মেহেদী মারুফ করেন ৪২ রান। মোহামেডানের হয়ে নাজমুল ইসলাম অপু, এনামুল হক জুনিয়র, মুশফিক হাসান ও সৈয়দ খালেদ আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট পান মাহমুদউল্লাহ।
এদিনের অপর ম্যাচে সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে ৬০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে আবাহনী। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুর, চিরাগ জানি ও জাওয়াদ রোয়েনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় রূপগঞ্জ। শুক্কুর ৫২, চিরাগ ৫০ ও জাওয়াদ ৪৬ রানের ইনিংস খেলেন। ২২ বলে ২টি করে চার ও ছক্কায় ২৬ রান করেন মাশরাফি। আবাহনীর রিপন ম-ল ৪৫ রানের খরচায় পান ৪টি উইকেট।
লক্ষ্য তাড়ায় মোহাম্মদ নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে জয় তুলে নিতে তেমন কোনো বেগ পেতে হয়নি আবাহনীকে। জয় ৭৬ বলে ৬৭ রান করেন। ৫৬ রান করেন নাঈম। এছাড়া আফিফ হোসেন ও এনামুল হক দুইজনই করেন ৩৩ রান করে। রূপগঞ্জের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট নেন মুক্তার আলী।
এছাড়া, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে তারা। জবাবে ৪৯.২ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। মূলত সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিফটিতে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজি মেলে বর্তমান চ্যাম্পিয়নদের, ১০২ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৮৩ রান করেন সাইফ। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন সোহান। এছাড়া ফজলে মাহমুদ ৩৬ রান করেন। প্রাইম ব্যাংকের কাসিফ ভাট্টি ২৩ রানের বিনিময়ে পান ৩টি উইকেট।
জবাবে শাহাদাত হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিলের ফিফটিতে লড়াই করেছিল প্রাইম ব্যাংক। তবে সতীর্থদের ব্যর্থতায় হারতেই হয় তাদের। নাবিল ৯০ বলে ৭৫ রান করেন। শাহাদাত খেলেন ৬৬ রানের ইনিংস। এছাড়া আল-আমিন ৩৬ ও শেখ মেহেদী ৩৫ রান করেন। শেখ জামালের পক্ষে শফিকুল ৩টি এবং পারভেজ রসুল ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
বেরোবিতে নিয়োগকৃত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন
শ্রীলঙ্কায় বামপন্থী শাসক জোট নির্বাচনে বিপুল জয়ে এগিয়ে
মাহফুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয়!
বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে
সুন্দরবনে দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব শুরু
কুয়াকাটায় রাস লীলা উদযাপনে সৈকতে পূন্যার্থীদের ঢল
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট