এক ম্যাচ হেরে দুই ধাপ নিচে পাকিস্তান
০৮ মে ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ পরাজয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ৫ ম্যাচের সিরিজের প্রথম চারটিতেই হার কিউইদের। শেষ ম্যাচটি টম লাথামের দলের জন্য ছিল হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার মিশন। সিরিজ নিশ্চিত করে ফেলা বাবর আজমদের জন্যও কেবল আনুষ্ঠানিকতা ছিল না পরশুর পঞ্চম ওয়ানডে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান পক্ত করতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিক পাকিস্তানের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের ৩ বল আগে ২৯৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৬.১ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৪৭ রানের জয়ের সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বাঁচলো কিউইরা। সিরিজ শেষ হলো ৪-১ ব্যবধানে।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উইল ইয়াংয়ের ৯১ বলে ৮৭, টম ল্যাথামের ৫৮ বলে ৫৯ ও মার্ক চ্যাপম্যানের ৩৩ বলে ৪৩ রানের ইনিংস নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়। তবে ৩৭তম ওভারে ৩ উইকেটে ২১৩ রান করে ফেলা সফরকারীরা শেষ ৫ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ৩ বল আগে ২৯৯ রানে থামে। শাহীন আফ্রিদি ৩টি উইকেট নেন। খরুচে দুই বোলার উসমান মির ও শাদাব খান শিকার করেন ২টি করে উইকেট।
এই সিরিজে সফরকারীরা ৩৩৬ রান তুলেও হেরেছিল, ১০ বল আগেই সে রান তাড়া করেছিল পাকিস্তান। তবে সে ম্যাচটি ছিল রাওয়ালপিন্ডিতে। করাচির উইকেটে ৩০০ রান বেশ কঠিন হয়ে গিয়েছিল স্বাগতিকদের জন্য। পাওয়ার প্লের মধ্যেই শান মাসুদ ও বাবর আজম সাজঘরে ফিরে যান। রিজোয়ানের ব্যর্থ হওয়ার দিনে ফখর জামান স্বভাব বিরোধী ৬৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। ৬৬ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের হয়ে, পঞ্চম উইকেট জুটিতে আগা সালমান ও ইফতিখার আহমেদ প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করছিলেন। তবে সালমান ৫৭ রান করে ফিরলে অন্য কেউ আর ইফতিখারকে সঙ্গ দিতে পারেননি। ২৩০ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান। ইফতিখার তবু চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু সর্বশেষ ব্যাটসম্যান হারিস রউফও রানআউট হয়ে যান। ইনিংসের তখনো বাকি ২৩ বল। ৭২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৪ রান তোলে অপরাজিত থাকা ইফতিখারকে দলের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়।
অন্যদিকে এই সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইতিহাস গড়েছিলেন বাবরের দল। ২০০২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ হওয়ার পর, সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ বসেছিল পাকিস্তান। তবে মাত্র ৪৮ ঘন্টা পরই সিরিজের শেষ ম্যাচে হেরে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে দলটি। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য শীর্ষে থাকার রেকর্ডটি এখন পাকিস্তানের। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত মাত্র ৪ দিনের জন্য শীর্ষে উঠেছিল। তবে সে রেকর্ডও ভেঙে গেছে এই বছরের শুরুতে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ৩ দিন পরই সেটা কেড়ে নিয়েছিল ভারত। পরশু মাত্র ২ দিনে পাকিস্তানের কাছ থেকে শীর্ষস্থান উদ্ধার করল অস্ট্রেলিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লামায় দ্রুতগামী পিকআপ থেঁতলে দিল শিশুর পা
আচমকাই ডাউন হোয়াটস অ্যাপ, গ্রুপে যাচ্ছে না মেসেজ!

কসবায় বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!

সরিষার তেল ভেজাল না খাঁটি? জেনে নিন এই গোপন উপায়ে

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি