প্রস্তুতির ঘাটতি নিয়েই হোয়াইটওয়াশে চোখ
০৮ মে ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম

একমাত্র প্রস্তুতি ম্যাচটির পুরোটাই গেল বৃষ্টির পেটে। মাঠে গড়ায়নি এক বলও। এমনকি ইংল্যান্ডে যাওয়ার পর পর্যাপ্ত অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। তাই কিছুটা হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতির ঘাটতি ভোগাবে টাইগারদের। কিন্তু এসব নিয়ে না ভেবে মানসিক প্রস্তুতি নেওয়ার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। জয় ছাড়া ভাবছেন না কিছুই।
আজ আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি টাইগাররা খেলবে চেমসফোর্ডে। এখানেই বাকি ম্যাচ দুটো হবে ১২ ও ১৪ মে। তবে এখনও কন্ডিশন আর আবহাওয়া নিয়ে নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ। তাইতো ম্যাচের আগের দিন অনুশীলনের ঘাটতি নিয়ে টাইগার অধিনায়ক তামিম বললেন, ‘এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারি নাই। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যতটুকু তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করবো।’
এখনও চেমসফোর্ডের উইকেট দেখেননি তামিমরা। এমনকি আগে খেলার কোনো অভিজ্ঞতাও নেই। তবে গতকাল সেখানে অনুশীলন করার কথা ছিল তাদের। রিপোর্টটি লেখা পর্যন্ত (গতকাল রাত সাড়ে ৮টা) ইনডোরেই ঘাম ঝড়িয়েছেন সাকিব-মুশফিকরা। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই টাইগার অধিনায়কের, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কারণ ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমি একজন ক্রিকেটার কিংবা অধিনায়ক বা আমাদের কোনো প্লেয়ারের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি, সবাই কম-বেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হবে, ওটাই আমাদের সহায়তা করবে।’
ইংল্যান্ডে পৌঁছে মূলত টাইগাররা অনুশীলন করতে পেরেছেন একটি সেশন। আর বাকি দিনগুলোতে ছিল বৃষ্টির দাপট। তবে রোববার ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। চেমসফোর্ডে আগে না খেললেও ইংল্যান্ডে খেলার কিছু অভিজ্ঞতাও রয়েছে তাদের। এছাড়া অন্যান্য দলের খেলার তথ্য নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তামিমরা, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নাই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারনা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত এবং বর্তমানের খেলাগুলো দেখে ওইটুক তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’
কিছু দিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডকে তিন সিরিজেই হারিয়েছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ছাড়া সীমিত ওভারের বাকি সব ম্যাচে দাপটের সঙ্গেই জিতেছে টাইগাররা। কিন্তু তারপরও নিজেদের ফেবারিট ভাবছেন না তামিম। প্রত্যাশা করছেন ভালো একটি সিরিজের, ‘ফেবারিট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। অবশ্যই আমরা এখানে আসছি ভালো খেলার জন্য এবং জেতার জন্য। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেটা আপনি আগে থেকে বলতে পারবেন না কী হবে। তারাও খেলবে এবং এই কন্ডিশনে তারাও ভালো দল। এই কন্ডিশনে তারা অভ্যস্ত। আশা করি ভালো একটা সিরিজ হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লামায় দ্রুতগামী পিকআপ থেঁতলে দিল শিশুর পা
আচমকাই ডাউন হোয়াটস অ্যাপ, গ্রুপে যাচ্ছে না মেসেজ!

কসবায় বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!

সরিষার তেল ভেজাল না খাঁটি? জেনে নিন এই গোপন উপায়ে

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি