বসুন্ধরার প্রথম, হেরেছে আবাহনীও

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১২ মে ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষোলতম রাউন্ডে এসে প্রথম হারের মুখ দেখলো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে এই রাউন্ডের প্রথম দিন হেরেছে ঢাকা আবাহনী লিমিটেডও এবং পয়েন্ট খুঁইয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

গতকাল বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশি বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। লিগে এটাই কিংসের প্রথম হার। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড অ্যাডওয়ার্ড মরিললো। বসুন্ধরার পক্ষে এক গোল শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন।

গত মঙ্গলবার ফেডারেশন কাপের সেমিফাইনালে ঢাকা মোহামেডানের কাছে হেরে লিগের ম্যাচে পুলিশের বিপক্ষে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল কিংসের। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পুলিশ। ফেডারেশন কাপের ম্যাচে বসুন্ধরার গুরুত্বপূর্ণ ফুটবলার রবসন রবিনহোর অভাবটা স্পষ্ট হয়ে ওঠেছিল। তবে কাল ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেন এই ফুটবলার। ম্যাচের শুরু থেকেই কৌশলী ফুটবল খেলেন পুলিশের খেলোয়াড়রা। যার ফলও পান তারা। তবে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর এক সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪ মিনিটে ডান প্রান্ত থেকে কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল দামাসেনা কর্ণার করলে বক্সে জটলাতে বল পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন তার সতীর্থরা। ১২ মিনিটে রাকিবকে পেছন থেকে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন পুলিশের মোনায়েম খান রাজু। পরের মিনিটে সুযোগ এসেছিল পুলিশেরও। আম্বুইয়ার ক্রস বক্সে ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। পেছনে দাড়ানো এম এস বাবলু অবশ্য প্রত্যাশা করেননি হঠাৎ এভাবে বল পেয়ে যাবেন। যে কারণে বল পেয়ে তড়িঘরি করে শট নেন তিনি। তবে তা হয় লক্ষ্যভ্রষ্ট। এরপরই যেন জ্বলে ওঠেন পুলিশের ফরোয়ার্ডরা। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলেন বসুন্ধরার ডিফেন্ডারদের। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না বিজয়ীরা। অবশেষে সবাইকে অবাক করে গোল পায় পুলিশ। ম্যাচের ৩২ মিনিটে বসুন্ধরার ডিফেন্ডার তারিক কাজীকে ফাকি দিয়ে ডান প্রান্ত ধরে বক্সে বল নিয়ে ঢুকে পড়েন অ্যাডওয়ার্ড মরিললো। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার (১-০)। পিছিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফিরতে মরিয়া ছিল তারা। ৪৭ মিনিটেই সমতায় ফেরে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। এসময় ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে জালে বল ঠেলে দেন রাকিব (১-১)। গোল হজম করেও দমে যায়নি পুলিশ ফুটবল ক্লাব। আক্রমণের ধারা অব্যহত রেখে ফের এগিয়ে যায় তারা। ম্যাচের ৬৩ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে কিংসের বক্সে ঢুকে বাঁ পায়ের শটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন সেই অ্যাডওয়ার্ড (২-১)। শেষ পর্যন্ত তার এ গোলেই প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ম্যাচ জিতে ১৫ খেলায় পাঁচটি করে জয়, ড্র ও হারে ২০ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চম স্থানে উঠলো পুলিশ। সমান ম্যাচে ১৩ জয় এবং একটি করে ড্র ও হারে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বসুন্ধরা।

এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে তলানীর দল চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে আরেক চমক উপহার দেয়। চট্টগ্রামের পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুখো ডেভিড দুইটি এবং স্থানীয় মিডফিল্ডার ইকবাল হোসেন একটি গোল করেন। ঢাকা আবাহনীর পক্ষে একাই দু’গোল শোধ দেন সিরিয়ার ডিফেন্ডার ইউসেফ মোহাম্মদ। ঢাকা আবাহনীকে হারিয়ে ১৪ খেলায় দুই জয়, সাত ড্র ও পাঁচ হারে ১৩ পয়েন্ট পেয়ে নবম স্থানে উঠলো চট্টগ্রাম আবাহনী। ১৫ ম্যাচে নয় জয় এবং তিনটি করে ড্র ও হারে ৩০ পয়েন্ট পাওয়া ঢাকা আবাহনী রয়েছে দ্বিতীয় স্থানেই। এছাড়া কাল অন্য ম্যাচে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ১৪ ম্যাচ শেষে ছয় জয় এবং চারটি করে ড্র ও হারে ২২ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান তিনে। এক ম্যাচ বেশি খেলে চার জয়, নয় ড্র ও দুই হারে ২১ পয়েন্ট পেয়ে চারে অবস্থান শেখ জামালের।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার
উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে রিয়াল
রিশাদের মাথায় ফাজাল মেহমুদ ক্যাপ
২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যু চূড়ান্ত
আরও
X

আরও পড়ুন

লামায় দ্রুতগামী পিকআপ থেঁতলে দিল শিশুর পা

লামায় দ্রুতগামী পিকআপ থেঁতলে দিল শিশুর পা

আচমকাই ডাউন হোয়াটস অ্যাপ, গ্রুপে যাচ্ছে না মেসেজ!

আচমকাই ডাউন হোয়াটস অ্যাপ, গ্রুপে যাচ্ছে না মেসেজ!

কসবায় বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!

কসবায় বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!

সরিষার তেল ভেজাল না খাঁটি? জেনে নিন এই গোপন উপায়ে

সরিষার তেল ভেজাল না খাঁটি? জেনে নিন এই গোপন উপায়ে

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

নোয়াখালীতে ব্রা‌ন্ডের নকল বস্তায় চাউল প‌্যা‌কেট ক‌রে বি‌ক্রি ;ভোক্তা অ‌ধিকা‌রের ১ লক্ষ টাকা জরিমানা

নোয়াখালীতে ব্রা‌ন্ডের নকল বস্তায় চাউল প‌্যা‌কেট ক‌রে বি‌ক্রি ;ভোক্তা অ‌ধিকা‌রের ১ লক্ষ টাকা জরিমানা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ‌ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

কূট-কৌশলে ‌ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি  নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে  -মিজান চৌধুরী

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি  নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে  -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক,  সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক,  সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি