ভারতকে পেছনে ফেলে এশিয়ার সেরা দল বাংলাদেশ
১৩ মে ২০২৩, ০৩:৪৯ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ০৩:৪৯ পিএম

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে এশিয়ার সেরা দল এখন টাইগাররা। সবশেষ আইসিসির সুপার লিগের পয়েণ্ট তালিকায় বাংলাদেশ ছাড়িয়ে গেছে শক্তিশালী ভারতকে। শুক্রবার রাতে আইরিশদের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে এশিয়ার সেরা দল এখন টিম বাংলাদেশ।
শুক্রবার রাতে বিশ্বসেরা ইংল্যান্ডের মাটিতে ৪৫ ওভারের খেলায় আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষে লাল সবুজের দল। নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৩১৯ রান টপকে গেছে ৩ বল বাকি থাকতেই।
বাংলাদেশের রেকর্ড গড়া অবিশ্বাস্য এই জয়ে সবশেষ আইসিসির সুপার লিগের পয়েন্ট বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। আর ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ২৩ ম্যাচে ১৪ জয়ে ১৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে টাইগাররা। ১৩৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে ভারত।
ওয়ানডে সুপার লিগের নিয়ম অনুযায়ী একটি জয়ের জন্য ১০ এবং টাই, অমীমাংসিত কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে প্রতিটি দল ৫ পয়েন্ট করে পায়। আইরিশদের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের নামের পাশে ছিল ১৩০ পয়েন্ট, ভারত তখন ছিল তিন নম্বরে।
সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশের নামের পাশে যোগ হয় ৫ পয়েন্ট, সর্বমোট ১৩৫। রানরেটে এগিয়ে থাকায় ভারত তখনও তিন নম্বরে ছিল। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে ভারতকে পেছনে ঠেলে তিন নম্বরে উঠে এসেছে তামিম ইকবাল বাহিনী।
বাংলাদেশের পয়েন্ট ১৪৫ হলেও দুদলের রানরেটই এখন সমান (০.৭৮২)। বাংলাদেশের সামনে আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৬ জয়ে কিউইদের পয়েন্ট ১৭৫। সমানসংখ্যক ম্যাচে ইংলিশদের পয়েন্ট ১৫৫, রানরেট ০.৯১৪। অর্থাৎ সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে দুইয়ে চলে আসার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
এছাড়া আইসিসির পয়েন্ট তালিকায় পরের স্থানগুলোতে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এদের মধ্যে ১৩০ পয়েন্ট নিয়ে পাকিস্তান পাঁচে, ১২০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ছয়ে, ১১৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তান সাতে ও ৯৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আট নম্বরে আছে।
টেবিলের প্রথম ৮টি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসকে খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্বে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লামায় দ্রুতগামী পিকআপ থেঁতলে দিল শিশুর পা
আচমকাই ডাউন হোয়াটস অ্যাপ, গ্রুপে যাচ্ছে না মেসেজ!

কসবায় বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু!

সরিষার তেল ভেজাল না খাঁটি? জেনে নিন এই গোপন উপায়ে

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি