শান্তর প্রথম ওয়ানডে সেঞ্চুরি

নতুনের কেতন উড়িয়ে বাংলাদেশের জয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৩ মে ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম

টার্নিং পয়েন্ট হওয়ার মত বড় ঘটনা ছিল বেশ কিছুই। ইনিংসের শুরুতেই সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টরের ক্যাচ ছেড়ে দেওয়া, মেহেদী হাসান মিরাজের বোলিং দক্ষতা সঠিকভাবে ব্যবহার না করা, নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম শতক বা জয় থেকে ২৬ রান দূরে থাকার সময় মুশফিকুর রহিম বেনিফিট অব ডাউটে রান আউট থেকে বেঁচে যাওয়া। তবে সবকিছু ছাপিয়ে সত্যিকারের টার্নিং পয়েন্ট হচ্ছে ৪৫তম ওভারে তৃতীয় বলটা। ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়ে মিড উইকেটে মুশির ক্যাচ দেওয়া। রুদ্ধশ্বাস অপেক্ষার পর আম্পায়ার নো বলের সঙ্কেত দিলেন। ঠিক তার পরের বলেই ৪ হাঁকিয়ে মুশি বাংলাদেশকে পৌঁছে দিলেন জয়ের বন্দরে। পরশু বৃষ্টির কারণে ৫ ওভার কমে আসা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়রল্যান্ডের দেওয়া ৬ উইকেটে ৩১৯ রানের জবাবে ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। তিন শতাধিক রান তাড়া করে ওয়ানডেতে এটি টাইগারদের পঞ্চম বিজয়।

চেমসফোর্ডের ক্লাউডেফেম কাউন্টির মাঠ এদিনও পরিপুর্ণ ছিল বাংলাদেশি সমর্থকে। আইরিশদের হোম সিরিজ হলেও চেনা কন্ডিশন ব্যতিত সবকিছুই তাদের প্রতিকূলে। গ্যালিরিতে থাকা সাড়ে ৬ হাজার বাংলাদেশির গর্জনে পাহাড় সমান লক্ষ্যও কঠিন মনে হচ্ছিল না। তবে তামিম ইকবাল, লিটন দাস ও সাকিব আল হাসানের নির্ভরতার ছায়া সরে গেলে, চোখরাঙানি দিচ্ছিল পরাজয়। তবে গত কিছুদিন ধরে যে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের পথিকরা আলো ছড়াতে শুরু করেছে, এই ম্যাচে সেটা আরও একবার প্রমাণিত হলো। এই সংস্করণে নিজেদের দেড়শ’তম জয়টিও এলো রাজসিক স্টাইলেই।

তামিম ৭ করে আউট হওয়ার পরই ক্রিজে আসেন শান্ত। তার শুরুটা হয় বেশ ঢিমেতালে। অন্য পাশে থাকা আরেক ওপেনার লিটনও পাওয়ার প্লে­র ঠিক পরপরই বিদায় নেনে ২১ রান করে। বাংলাদেশের দলীয় সংগ্রহ তখন ৪০ রান। তামিম বাহিনী এমনিতেই একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলছিল, একই সঙ্গে জয়ের বন্দর বহু দূরে। এর আগে টাইগাররা ৩২০ রানের লক্ষ্য তাড়া করে ¯্রফে একবারই জিততে পেরেছিল। ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ৩২২ রানের লক্ষ্যে ব্যাটিং করে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের নায়ক সাকিব ব্যাটিংয়ে নেমে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে টানা তিন চারমেরে রানের চাকা সচল করে দিয়ে যান।

সাকিবকে সঙ্গী হিসেবে পেয়ে অবশ্য তার আগেই গ্রাহাম হিউমের উপর চড়াও হন আত্মবিশ্বাস পিরে পাওয়া শান্ত। সেই যে মোমেন্টাম পায় এই বাঁহাতি ব্যাটার, তা টেনে নিয়ে যান বহুদূর। মাঝে সাকিব দলীয় ১০১ রানে ফিরে গেলে ভাঙে ৬১ রানের জুটি। সাকিবের সংগ্রহ ছিল ২৬ রান। নতুন ব্যাটার হিসেবে আগমন হয় পঞ্চম ওয়ানডে খেলতে নামা তাওহিদ হৃদয়ের। এরপরই দুই নতুন শান্ত-হৃদয়ে ভর করে বাংলাদেশের এগিয়ে চলা। স্বাগতিক পেসারদের সামনের পায়ে খেলতে থাকেন দুইজনই। মাত্র ৮০ বলে এই দুইজন ১০০ রানের জুটি গড়ে ফেলেন। ৪৯ বলে ফিফটি করা শান্ত ক্যারিয়ারের প্রথম শতকে পৌঁছান পরের ৩৪ বলে। হৃদয়ও ৪৯ বলেই অর্ধশতকের দেখা পান। তবে জর্জ ডকরেলের শর্ট লেংথের বলে ছক্কা হাঁকাতে গিয়ে মিস-টাইমিংয়ে সাজঘরে ফেরেন, ৫৮ বলে ৫ চার ও ৩ ছয়ে সাজানো ৬৮ রানের ইনিংস খেলে। সেই সাথে ভাঙে নাজমুলের সঙ্গে তার ১০২ বলে ১৩১ রানের জুটি।

৯৩ বলে ১১৭ রানের এক রাজরসিক ইনিংস খেলে ক্যাম্ফারের বলে থামতে হয় শান্তকে। ১২ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল বাংলাদেশের জয়ের ভিত এনে দেওয়া এই ইনিংস। শান্ত সাজঘরে যাওয়ার সময় নতুন ব্যাটসম্যান হিসেবে নামা মিরাজকে বলেন, ‘মুশি ভাইয়ের সাথে ব্যাটিং করতে থাক।’ জয়ের জন্য ৪৯ বলে তখনও প্রয়োজন ৬৩ রান। মিরাজ ১২ বলে ১৯ করে ডকরেলের বলে কাটা পড়ার পরও জেতার জন্য ৩৪ রান প্রয়োজন ছিল। তবে নির্ভরতার প্রতীক মুশি ২৮ বলে মাঠা ঠান্ডা রাখা ৩৬ রানের ইনিংস খেলে ওয়ানডেতে বাংলাদেশের ১৫০তম জয়ের বন্দরে পৌঁছে দেন। তাইজুল ইসালামের ৯ ও শরীফুল ইসলামের ৪ রানের ইনিংসগুলো খুব ছোট হলেও দারুন কার্যকরী ছিল।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। হাসান মাহমুদের জোড়া শিকারে ১৬ রানেই দুই ওপেনারকে হারায় আইরিশরা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৯৮ রানের জুটি গড়েন টেক্টর আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ৪২ রান করে অর্ধশতকের দোরগোড়ায় থাকা বালবির্নিকে মুশফিকের ক্যাচে পরিণত করেন শরীফুল। এরপর তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের শিকার হন ক্যাম্ফার । তবে ২৩ রানের সময় শরীফুলকে ক্যাচ দিয়ে জীবন পাওয়া টেক্টরকে আটকানো যায়নি। মারকুটে ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

বিধ্বংসী এই সেঞ্চুরিয়ান অবশেষে থেমেছেন ৪২তম ওভারে এবাদত হোসেনের বলে। তবে তার আগে ১১৩ বলে ৭ চার আর ১০ ছক্কায় ১৪০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন। শেষদিকে নেমে ঝড় তুলেছেন ডকরেলও। ৪৭ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসলামি ব্যাংকের একাউন্ট থেকে ১০ লক্ষ টাকা উধাও

ইসলামি ব্যাংকের একাউন্ট থেকে ১০ লক্ষ টাকা উধাও

নোয়াখালীতে আইসিটি মামলা: দু' সপ্তাহ বিদ্যালয়ে আসছেন না ৪ শিক্ষক

নোয়াখালীতে আইসিটি মামলা: দু' সপ্তাহ বিদ্যালয়ে আসছেন না ৪ শিক্ষক

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

জেলা প্রশাসক ও পুলিশ কর্তৃক অগ্রিম নির্বাচন কেন্দ্র পরিদর্শন

জেলা প্রশাসক ও পুলিশ কর্তৃক অগ্রিম নির্বাচন কেন্দ্র পরিদর্শন

নোবিপ্রবিতে অ্যাকাডেমিক মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে অ্যাকাডেমিক মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে পৌনে এক লক্ষাধিক উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন

কুমিল্লা শিক্ষাবোর্ডে পৌনে এক লক্ষাধিক উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় দুই পুলিশকে পেটালেন যুবক

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় দুই পুলিশকে পেটালেন যুবক

সখিপুরে উপজেলা নির্বাচনী কর্মী সভায় দলীয় এমপির ছবি, কারণ দর্শানোর নোটিশ পেলেন শওকত শিকদার

সখিপুরে উপজেলা নির্বাচনী কর্মী সভায় দলীয় এমপির ছবি, কারণ দর্শানোর নোটিশ পেলেন শওকত শিকদার

বিশ্বকাপে আমাদের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারানো উচিত: মাশরাফি

বিশ্বকাপে আমাদের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারানো উচিত: মাশরাফি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নতুন নতুন শ্রমবাজার সবার জন্য উন্মোচন করতে হবে

নতুন নতুন শ্রমবাজার সবার জন্য উন্মোচন করতে হবে

কাজী আজিজুর রহমান সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

কাজী আজিজুর রহমান সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে জাইকা ও বিদ্যুৎ বিভাগের কর্মশালা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে জাইকা ও বিদ্যুৎ বিভাগের কর্মশালা

কুষ্টিয়ায় গোরস্থান-মাদরাসার দান বাক্স ভেঙে টাকা ও সাইকেল চুরি

কুষ্টিয়ায় গোরস্থান-মাদরাসার দান বাক্স ভেঙে টাকা ও সাইকেল চুরি

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা পাকিস্তানের

কুষ্টিয়ায় জাহাবুল হত্যা মামলায় সামসুলের যাবজ্জীবন

কুষ্টিয়ায় জাহাবুল হত্যা মামলায় সামসুলের যাবজ্জীবন

ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

ব্র্যাক ব্যাংকের লক্ষ্যণীয় সাফল্য

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন

হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা খতিয়ে দেখা প্রয়োজন

আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন

আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ জন