‘ইয়ো ইয়ো’ টেস্টে ঘাম ঝরিয়ে স্কিল ট্রেনিংয়ের অপেক্ষা

ফিটনেসেও সবাইকে ছাড়িয়ে শান্ত

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম

ঠিক যেন কোনো পরীক্ষার কেন্দ্র মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সকাল সকাল ক্রিকেটারদের একটা দল চলে এলো গেল হোম অব ক্রিকেটের ইনডোরে। সেখানে পরীক্ষকের ভূমিকায় আগে থেকেই হাজির নিক লি। এশিয়া কাপকে সামনে রেখে চলা ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন জাতীয় দলের এই ট্রেনার। দুপুরে আরও এক দল ক্রিকেটার ইনডোরে একই পরীক্ষা দিয়েছেন। প্রায় ২১-২২ জন ক্রিকেটার গতকাল এ পরীক্ষায় অংশ নেন। এর ফাঁকে ইনডোরে যাওয়ার আগে অগ্রজ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে এক চোট মজা করে নিলেন মেহেদী হাসান মিরাজ। ‘ইয়ো ইয়ো’ টেস্ট দিয়ে ফেরা ক্লান্ত-শ্রান্ত মাহমুদউল্লাহকে ইঙ্গিত করে এক পা বাঁকিয়ে হাঁটার ভঙ্গি করলেন তিনি। মাহমুদউল্লাহও ছাড় দেওয়ার পাত্র নন। দুই পা বাঁকিয়ে পাল্টা কিছু একটা বললেন তিনি। কাছে থাকা রনি তালুকদার মিটিমিটি হাসলেন থাকেন দুজনের কা- দেখে। এমন খুনসুটি আবহটাকে করে তুলল আনন্দময়। এমনিতে ঘাম তো কম ঝরাতে হয়নি! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কঠিন পরীক্ষাই দিতে হলো জাতীয় ক্রিকেটারদের।
এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা জানার জন্য গতকাল হয় এই ‘ইয়ো ইয়ো’ টেস্ট। জাতীয় দলের ট্রেনার নিক লির সমন্বয়ে তিন ধাপে হয়েছে এই প্রক্রিয়া। সকালে প্রথম ধাপে পরীক্ষা দেন মাহমুদউল্লাহ, রনি, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, আফিফ হোসেন, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়রা। প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ হয় তাদের এই ফিটনেস পরীক্ষা। ফিটনেস পরীক্ষার জন্য ইয়ো ইয়ো স্কোরের মানদ- ধরা হয়েছিল ১৮.৬। জানা গেছে, ফিটনেসের এ পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে, যা পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন। ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান, মিরাজের স্কোর ১৯.২। বাকিরাও খুব একটা খারাপ করেননি। বেশির ভাগ ক্রিকেটারই ১৭ থেকে ১৮-এর মতো পেয়েছেন। ১৭ পেয়েছেন আলোচনায় থাকা অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। আর সবচেয়ে কম পেয়েছেন শামী হোসেন পাটোয়ারি (১৬.৫)। বিসিবি সূত্র জানিয়েছে, ক্রিকেটাররা কোন অবস্থায় আছেন তা দেখতেই এই ফিটনেস পরীক্ষা। এ পরীক্ষায় উতরাতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই।
ক্লান্তিকর পরীক্ষা শেষে ঘেমে একাকার আফিফ ইনডোর থেকে বের হন খালি গায়ে। মাহমুদউল্লাহ, রনিরা ইনডোর থেকে বেরিয়ে মূল মাঠ পেরিয়ে আসেন মাঠে। যেখানে তাদের দেখা হয় পরের ধাপে টেস্ট দিতে যাওয়ার পথে থাকা মিরাজ, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেনদের সঙ্গে। মিরাজ-শামীমদের পরীক্ষার পর বিরতি ছিল ঘণ্টাখানেকের। সবশেষে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যান মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদরা। মূল মাঠ পেরিয়ে ইনডোরে যাওয়ার আগে উইকেটের কাছে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হাসি বিনিময় করতে দেখা যায় তাদের। পরে ঘণ্টাখানেকের ইয়ো ইয়ো পরীক্ষার পর অবশ্য স্বাভাবিকভাবেই তাদের চেহারায় সেই হাসির জায়গা দখল করে নেয় ক্লান্তি ও ঘাম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেন জাতীয় দলের ট্রেনার, ‘তথ্য-উপাত্তের দিকে না তাকিয়ে, আমার মাথায় যা আছে তা থেকে বলতে পারি, সবার পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না বা ইনজুরিতে ছিল অথবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল (স্কোর)। তবে সব মিলিয়ে কারও গতিই কম ছিল না। সবাই মোটামুটি একই বন্ধনীতে ছিল।’
দল নির্বাচনে যে ইয়ো ইয়ো টেস্টের ফলের কোনো প্রভাব থাকবে না, তা আগেই বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এবার একই কথা মনে করিয়ে দিয়ে এই পরীক্ষার মূল লক্ষ্য তুলে ধরলেন জাতীয় দলের ট্রেনার, ‘এই পরীক্ষা আসলে দলে সুযোগ পাওয়া বা বাদ পড়ার কোনো অংশ নয়। এটি ¯্রফে আমার, ফিজিও, মেডিকেল টিম, নির্বাচক, প্রধান কোচের বোঝার জন্য যে ক্রিকেটাররা কোন অবস্থায় আছে এবং আগামী দুই মাসের মধ্যে তাদের নিয়ে কেমন কাজ করতে হবে। কারও হয়তো অনেক ভালো স্কিল থাকতে পারে, তবে ফিটনেসের দিক থেকে কিছু ঘাটতি থাকতে পারে। এক্ষেত্রে তারা স্কিল ট্রেনিং কিছুটা কমিয়ে ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারে। যারা শারীরিক দিক থেকে অনেক ফিট, তারা বেশি স্কিলের কাজ করতে পারে। এটি মূলত আমাদের তথ্য দেবে যে, আমরা আগামী ৬ থেকে ৮ সপ্তাহের অনুশীলন কীভাবে সাজাব।’
সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর এখনও শারীরিক দুর্বলতা রয়েছে হাসান মাহমুদের। তরুন এই পেসার এদিন ছিলেন না ইয়ো ইয়ো টেস্টে। এছাড়া জিম্বাবুয়ের টি-টেন লিগ খেলে আসা তাসকিন আহমেদ, মুশফিকুর রহিমকে ক্লান্তি কাটিয়ে উঠতে সময় দিচ্ছে বিসিবি। আগামী রোববার তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে নিক লির। এছাড়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে লিটন দাস কানাডায় এবং লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য শ্রীলঙ্কায় সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। আগামী রোববার শেষ হবে গ্লোবাল টি-টোয়েন্টি। দেশে ফেরার পর আলাদাভাবে ইয়ো ইয়ো পরীক্ষা দিতে হবে লিটনকে।
এলপিএল শেষ করে সাকিব, শরিফুল, হৃদয়দের দেশে ফিরতে ফিরতে ঘনিয়ে আসবে এশিয়া কাপ। তাই ওই টুর্নামেন্টে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে তাদের ফিটনেস টেস্ট নিতে চান নিক লি। ওই সময় অন্যান্য ক্রিকেটারদেরও পুনরায় পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে। ফিটনেস টেস্টের পর স্কিল ট্রেনিংয়ে নামবেন দেশে থাকা ক্রিকেটাররা। আগামী মঙ্গলবার শুরু হওয়ার কথা এশিয়া কাপের আগে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেওয়ার অভিযান। অবশ্য ফিটনেস পরীক্ষার জন্য প্রাথমিকভাবে প্রায় ৩২ জনকে ডাকা হলেও, স্কিল ট্রেনিংয়ে এই সংখ্যা কমিয়ে আনা হবে ২১-২২ জনে। সেটিই হবে মূলত এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড। তাদের নিয়েই আগামী ৮ আগস্ট শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। জাতীয় দলের কোচদের এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছানোর কথা। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
আরও

আরও পড়ুন

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা

আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা

নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা

নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো

খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো

কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু

কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত- ১

সড়ক দুর্ঘটনায় নিহত- ১

কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা

কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা

মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা

মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা

বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার

যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার

আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়

গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়