চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিতের ম্যাচ বাংলাদেশের
০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সাকিব আল হাসানদের হতশ্রী পারফরম্যান্সের কারণে সেমিতো দূরের কথা, দশ দলের টুর্নামেন্টে এখন অষ্টম স্থানে থাকতেই ধুঁকছে বাংলাদেশ। ইতোমধ্যে সাত ম্যাচ খেলে এক জয় ও টানা ছয় হারে ২ পয়েন্ট পেয়ে নবম স্থানে থেকে খাদের কিনারায় পৌঁছে গেছে টাইগাররা। নিজেদের অষ্টম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে জিতলে ২০২৫ চ্যািম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। আর হারলে সেই আশাও শেষ! একই অবস্থা লঙ্কানদেরও। বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে পরের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপর নিজেদের ষষ্ঠ ও সপ্তম ম্যাচে বড় হারের লজ্জা পেয়ে শেষ চারের লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে তারা।
যদিও তালিকায় লঙ্কানদের অবস্থান এখন সাতে। তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য লড়াই করতে হবে তাদের। কারণ সাত ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে থেকে শ্রীলঙ্কার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। ডাচরা পরের দুই ম্যাচ খেলবে যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। এর মধ্যে একটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। তখন নেদারল্যান্ডসের জায়গা হবে সাতে। অন্যদিকে বাংলাদেশকে মোকাবেলা করার পর শ্রীলঙ্কা নিজেদের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। লঙ্কানরা যদি টানা দুই ম্যাচে হেরে যায় তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নভঙ্গ হবে। সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও অষ্টম স্থানে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে।
এতো যদি-কিন্তুর সমীকরণ মাথায় নিয়ে দিল্লিতে বায়ুদূষণের মধ্যে পরস্পরের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। যদিও বায়ুদূষণের কারণে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় হুমকির মুখে পড়েছে ম্যাচটি। ম্যাচের আগের দিন গতকাল দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬৫। এ অবস্থায় মাস্ক পড়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ৪শ’র উপর একিউআইকে অনেক বেশি বিপজ্জনক বলে বিবেচিত হয়। জানা গেছে, আজ ম্যাচের দিন একিউআই পরিমাপ করার পর ম্যাচ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেবে আয়োজকরা।
প্রায় এক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় দিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। শুরুটা তাদের দারুণ হলেও ম্যাচ বাই ম্যাচ ব্যর্থতার ডালি সাজিয়েছেন তানজিদ হাসান তামিম-লিটন কুমার দাসরা। আসরে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়ে জাতিকে লজ্জায় ফেলেন তারা। নেদারল্যান্ডসের মতো ছোট দলের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে! টানা হার বিধ্বস্ত ও বিষন্ন করে ফেলেছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। এই মুহূর্তে কোনো ম্যাচ জেতার মতো দল মনে হচ্ছে না বাংলাদেশকে। তারপরও আশাবাদী টিম বাংলাদেশ। কারণ ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য উন্মুখ হয়ে আছেন সাকিবরা। আইসিসির নিয়ম অনুসারে, আয়োজক পাকিস্তান এবং চলমান বিশ্বকাপের শীর্ষ সাত দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ দলের কাছে সমর্থকদের প্রত্যাশা ব্যাটে-বলে যথার্থ পারফরম্যান্স। যা এবারের বিশ্বকাপে এখনো দেখা যায়নি। বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন ব্যাটারদের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের বোলিং, বিশেষভাবে পেস বোলিং আক্রমণ পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদিও বাংলাদেশের পেস বোলারদের পারফরম্যান্স বিশ্বকাপের আগে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু স্পোর্টিং উইকেটে বোলারদের ভুলগুলো ফুটে উঠেছে প্রকটভাবে। এর পাশাপাশি নিজের সেরা রূপে ছিলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। তাকে ক্লান্ত ও উদাসীন মনে হয়েছে প্রতি ম্যাচেই। টুর্নামেন্টে ব্যাটিং বা বোলিং দিয়েও দলকে অনুপ্রাণিত করতে পারেননি তিনি। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকির নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বাজে অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বাংলাদেশ দল।
অন্যদিকে বিশ^কাপে দুই ম্যাচ জিতলেও লঙ্কানদের পারফরম্যান্স মোটেই আহামরি হচ্ছে না। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের লজ্জাজনক হার মেনে নেয় শ্রীলঙ্কা। বিশ্বকাপে দ্বিতীয় এবং ওয়ানডে ইতিহাসে তৃতীয় বড় ব্যবধানে হারের রেকর্ড এখন লঙ্কানদেরই। টেস্ট দল হিসেবে বিশ^কাপে সর্বনিম্ন রানের লজ্জা থেকে বাংলাদেশের নামও মুছে ফেলেছে শ্রীলঙ্কা। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুুরি চাপে ফেলেছে লঙ্কানদের। ইনজুরিতে জর্জরিত দলটির দুরাবস্থা, হারের বৃত্ত থেকে বের হতে অনুপ্রাণিত করবে বাংলাদেশকে। যদিও বিশ্বকাপে কখনই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হেরেছে টিম বাংলাদেশ। গত বিশ্বকাপে মাঠে নামার আগে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানরা ৪২ ম্যাচে এবং বাংলাদেশ ৯টি ম্যাচ জিতেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্দরের অন্ধকার কেটে যাবে, দ্রুত আলো ফিরবে- এইচ এম শফিকুজ্জামান
নিষিদ্ধ পল্লীতে কেমন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী রুনা খানের
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর