ইনিংস ব্যবধানেই হারল ভারত
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানেই হারল ভারত। গতকাল সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ম্যাচের তৃতীয় দিনেই মুখ থুবরে পড়লো ভারতীয়রা। ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা লিড নিয়েছিল ১৬৩ রানের। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা লোকেশ রাহুলের মত বিশ্বসেরা ব্যাটাররা এই ১৬৩ রানও টপকাতে পারলেন না। দক্ষিণ আফ্রিকান বোলারদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে এক ইনিংস ও ৩২ রানের লজ্জার হার
বরণ করে মাঠ ছাড়লেন রোহিত-কোহলিরা।
ম্যাচে প্রোটিয়া বোলারদের বিপক্ষে একাই লড়লেন বিরাট কোহলি। কিন্তু দক্ষিণ আফ্রিকার তিন পেসার কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও মার্কো জানসেনের আগুনঝরা বোলিংয়ের সামে যেন কিছুই টিকলো না। খড়-কুটোর মতই উড়ে গেলো ভারতের ব্যাটিং।
রাবাদার বলে শেষ ব্যাটার হিসেবে যখন কোহলি আউট হলেন, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিলো ৭৬ রান। পুরো দল যেখানে ১৩১ রানে অলআউট হলো, তখন সেখানে কোহলির একার অবদানই ৭৬। দ্বিতীয় ইনিংসে কোহলি ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অংকের ঘর স্পর্শ করেছেন কেবল শুভমান গিল। তিনি করেন ২৬ রান। বাকি ব্যাটারদের রান পাশাপাশি বসালে ফোন নাম্বার হয়ে যাবে। অর্থাৎ বাকি ৯ জন আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। এর মধ্যে রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ শূন্য রানে আউট হন।
প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে ২৪৫ রান করেছিলো ভারত। জবাবে ডিন এলগার অসাধারণ ব্যাটিংয়ে খেললেন ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস। মার্কো জানসেন অপরাজিত থাকেন ৮৪ রানে। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৪০৮ রানে। প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই রাবাদার বলে বোল্ড হন রোহিত শর্মা। ৮ বলে কোনো রানই করতে পারেননি তিনি। জসস্বি জয়সওয়াল করেন ৫ রান। নান্দ্রে বার্গারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জসস্বি। শুভমান গিল এবং বিরাট কোহলির ৩৯ রানের জুটি কিছুটা আশা দেখায়। কিন্তু ২৬ রান করে গিল মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ভারতের আশা সব শেষ হয়ে যায়। এরপর বাকিরা শুধু আসা যাওয়ার মিছিলে ছিলেন। স্রেয়াশ আয়ার ৬, লোকেশ রাহুল ৪, অশ্বিন ০, শার্দুল ঠাকুর ২, বুমরাহ ০, মোহাম্মদ সিরাজ আউট হন ৪ রানে। সর্বশেষ ব্যাটার হিসেবে আউট হন বিরাট কোহলি। কাগিসো রাবাদা নেন ২ উইকেট। ৪ উইকেট নেন নান্দ্রে বার্গার এবং ৩ উইকেট নেন মার্কো জানসেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ডিন এলগার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন