বিপিএলে খেলার জন্য আমি আদর্শ অবস্থায় নেই: মাশরাফি
২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ এএম
পুরোপুরি ফিট না থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে শুরু হয় সমালোচনা। এর মাঝেই সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক নিজেই স্বীকার করলেন, খেলার মতো আদর্শ অবস্থায় নেই তিনি।
আট মাস পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পর থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছিলেন তিনি। যদিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেই প্রথম বলেই উইকেট নেন মাশরাফি। ছোট রান আপে বোলিং করার কারণে সমালোচিত হন এই পেসার। এতেই স্পষ্ট হয়ে যায়, ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ফিট নন ম্যাশ।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর মাশরাফি বলেন, ‘প্রতিবার সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। হ্যাঁ, আমার দিক থেকে ক্রিকেটের প্রতি আবেগ আছে, তবে আমি মনে করি এটি আমার জন্য আদর্শ পরিস্থিতি নয় (বিপিএল খেলা)।’
রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসরে টানা দ্বিতীয় হারের লজ্জা পায় মাশরাফির সিলেট।
এর আগে, মাশরাফিকে একাদশে রাখায় সিলেট স্ট্রাইকার্সের সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্বান্ত টুর্নামেন্টকে ছোট করছে।
তার মতে, যেহেতু পুরো বিশ্ব টুর্নামেন্টটি দেখছে সেহেতু এটি ভুল বার্তা দিচ্ছে।
আশরাফুল বলেন, ‘সে (মাশরাফি) আসলে খেলতে চায়নি কিন্তু ফ্র্যাঞ্চাইজি চায় সে খেলুক, মাঠে থাকুক। এই ধরনের ভাবনা টুর্নামেন্টকে ছোট করছে। কারণ এটি আমাদের প্রধান টুর্নামেন্ট এবং এটি বিশ্বের সবাই দেখছে।’
আশরাফুল আরও বলেন, একাদশে মাশরাফি থাকায় রেজাউর রহমান রাজার মতো তরুণ খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, ‘সে ছোট রান আপ নিয়ে খেলছে। যদিও প্রথম বলে উইকেট পেয়েছে, কিন্তু (এটি তার দলে থাকাকে সমর্থন করে না)। মাশরাফি খেলার কারণে রাজা প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা পাচ্ছে না। রাজা একজন প্রশ্রিুতিশীল খেলোয়াড় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছাকাছি চলে আসায়, তাকে ম্যাচ খেলতে হবে।’
মাশরাফি এ বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘কে একাদশে খেলবে, তা নির্ভর করে দলের উপর। তবে আদর্শ পরিস্থিতিতে এটি হওয়া উচিত (একজন তরুণ খেলোয়াড়ের খেলা উচিত)।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা
নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক
‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’
শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
খালেদা জিয়া: রাজনীতির লাইমলাইটে বেগম জিয়ার প্রত্যাবর্তন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ইউরোপকে আরেকটি জ্বালানি সংকটে ফেলেছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র: হাঙ্গেরি
নোবিপ্রবি তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি দ্রুত অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবীতে মানববন্ধন