কেবল সিরিজে মনোযোগ শ্রীলঙ্কা কোচের
০৪ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম
বাংলাদেশের সাথে অতীতের তিক্ততা ভুলে কেবল টি-টোয়েন্টি সিরিজে মনোনিবেশ করতে চান শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড। এই সিরিজ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির একটি ম্যাচে দু’দলের বেশ কিছু খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া এবং গত বছর ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে সাকিব আল হাসান ‘টাইম আউটে’ অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাজঘরে ফেরত পাঠানোর ঘটনায় দু’দলের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
সিলভারউড বলেন, ‘ দু’টি ভাল দলের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে বলেই আমি আশা করছি। অতীতে যা হয়েছে, সেগুলো আমার কাছে ইতিহাস, ঐসব শেষ হয়ে গেছে। আমি মনে করি, আমাদের যা করতে হবে সেটি হল- আমাদের সামনে যা আছে সেখানে মনোনিবেশ করা এবং মনে রাখতে হবে, আমাদের কি লক্ষ্য আছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, অবশ্যই বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য আমরা তৈরি হচ্ছি। আমি মনে করি, সব দলই এখন নিজেদের দল চূড়ান্তভাবে সাজাচ্ছে এবং দলগুলো শেষ পর্যন্ত অভিজ্ঞই হয়ে থাকে। আমরা একটি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি এবং এটি খুবই ভাল একটা বিষয় যে ,এ জন্য আমাদের সামনে ভালো সিরিজ আছে। এটি একটি দুর্দান্ত সিরিজ হতে যাচ্ছে। আমি যেমনটা বলেছি, আমি খুবই উত্তেজনাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। দুই দলেই ভালো মানের খেলোয়াড় আছে। আমি মনে করি, এখানে ভাল লড়াই হবে। কিন্তু আমি যেমনটা বলেছি, অতীতে যা হয়েছে সেগুলো ইতিহাস। এখন আমাদের সামনে যা আছে সেগুলোই গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক ধারাবাহিকতা বাংলাদেশের মাটিতেও ধরে রাখতে চান সিলভারউড।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি ও ভালো করছি। আশা করছি সেটা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলে বিশ্বকাপে যেতে পারবো। আমরা শ্রীলঙ্কা, আমরা শ্রীলঙ্কানদের মত খেলতে চাই এবং আমরা সেটাই করতে যাচ্ছি।’
দেরিতে হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলা বাংলাদেশকে ফেভারিট হিসেবে মনে করছেন সিলভারউড।
তিনি বলেন, ‘অবশ্যই আমি বলতে চাই, শ্রীলঙ্কাও ফেভারিট হতে পারে। আমি কিন্তু আগেই বলেছি, এই সিরিজ জিততে দু’টি ভালো দল লড়াই করবে। কারণ আমরা সবাই এখন বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। আমরা নিশ্চিত করতে চাই, আমরা সেরা ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি আগেই বলেছি, আমি আশা করি এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
নিষেধাজ্ঞার কারণে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভাকে ছাড়া খেলতে নামবে শ্রীলঙ্কা। সিলভারউড জানান, হাসারাঙ্গাকে ছাড়া মানিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘হাসারাঙ্গাকে ছাড়াই আমাদের দু’টি ম্যাচ খেলতে হবে। নিজের শাস্তি মেনে নিয়েছে হাসারাঙ্গা। আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা দলে থাকা অন্যান্যদের জন্য ভালো খেলার জন্য এটি বড় সুযোগ। পাশাপাশি বিশ্বকাপে সুযোগ করে নেওয়ারও বড় উপায় এবং এটি আমাদের এভাবেই দেখতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা