কেবল সিরিজে মনোযোগ শ্রীলঙ্কা কোচের
০৪ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম
বাংলাদেশের সাথে অতীতের তিক্ততা ভুলে কেবল টি-টোয়েন্টি সিরিজে মনোনিবেশ করতে চান শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড। এই সিরিজ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির একটি ম্যাচে দু’দলের বেশ কিছু খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া এবং গত বছর ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে সাকিব আল হাসান ‘টাইম আউটে’ অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাজঘরে ফেরত পাঠানোর ঘটনায় দু’দলের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
সিলভারউড বলেন, ‘ দু’টি ভাল দলের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে বলেই আমি আশা করছি। অতীতে যা হয়েছে, সেগুলো আমার কাছে ইতিহাস, ঐসব শেষ হয়ে গেছে। আমি মনে করি, আমাদের যা করতে হবে সেটি হল- আমাদের সামনে যা আছে সেখানে মনোনিবেশ করা এবং মনে রাখতে হবে, আমাদের কি লক্ষ্য আছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, অবশ্যই বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য আমরা তৈরি হচ্ছি। আমি মনে করি, সব দলই এখন নিজেদের দল চূড়ান্তভাবে সাজাচ্ছে এবং দলগুলো শেষ পর্যন্ত অভিজ্ঞই হয়ে থাকে। আমরা একটি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি এবং এটি খুবই ভাল একটা বিষয় যে ,এ জন্য আমাদের সামনে ভালো সিরিজ আছে। এটি একটি দুর্দান্ত সিরিজ হতে যাচ্ছে। আমি যেমনটা বলেছি, আমি খুবই উত্তেজনাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। দুই দলেই ভালো মানের খেলোয়াড় আছে। আমি মনে করি, এখানে ভাল লড়াই হবে। কিন্তু আমি যেমনটা বলেছি, অতীতে যা হয়েছে সেগুলো ইতিহাস। এখন আমাদের সামনে যা আছে সেগুলোই গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক ধারাবাহিকতা বাংলাদেশের মাটিতেও ধরে রাখতে চান সিলভারউড।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি ও ভালো করছি। আশা করছি সেটা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলে বিশ্বকাপে যেতে পারবো। আমরা শ্রীলঙ্কা, আমরা শ্রীলঙ্কানদের মত খেলতে চাই এবং আমরা সেটাই করতে যাচ্ছি।’
দেরিতে হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলা বাংলাদেশকে ফেভারিট হিসেবে মনে করছেন সিলভারউড।
তিনি বলেন, ‘অবশ্যই আমি বলতে চাই, শ্রীলঙ্কাও ফেভারিট হতে পারে। আমি কিন্তু আগেই বলেছি, এই সিরিজ জিততে দু’টি ভালো দল লড়াই করবে। কারণ আমরা সবাই এখন বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। আমরা নিশ্চিত করতে চাই, আমরা সেরা ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি আগেই বলেছি, আমি আশা করি এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
নিষেধাজ্ঞার কারণে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভাকে ছাড়া খেলতে নামবে শ্রীলঙ্কা। সিলভারউড জানান, হাসারাঙ্গাকে ছাড়া মানিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘হাসারাঙ্গাকে ছাড়াই আমাদের দু’টি ম্যাচ খেলতে হবে। নিজের শাস্তি মেনে নিয়েছে হাসারাঙ্গা। আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা দলে থাকা অন্যান্যদের জন্য ভালো খেলার জন্য এটি বড় সুযোগ। পাশাপাশি বিশ্বকাপে সুযোগ করে নেওয়ারও বড় উপায় এবং এটি আমাদের এভাবেই দেখতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগের বার্তা: ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’
আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে উষা ভ্যান্সের অভিষেক
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -ব্যারিস্টার অমি
‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য 'আই কিউ টেস্ট' তৈরি খুবই গুরুত্বপূর্ণ’
গাজায় যুদ্ধবিরতির পর নিহতদের অবশিষ্টাংশ খুঁজছে পরিবারগুলো
নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে, শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
৪ ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট প্রায় ২ লাখ কোটি টাকা
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জন নিহত, উদ্ধার কাজ চলছে
গণহত্যার আসামী জিয়ার আবেদন ‘অপরিপক্ব’, খারিজ করলেন ট্রাইব্যুনাল
আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না
উইন্ডিজকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ
ঝিকরগাছায় বেপোরোয়া মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ
আইনপ্রণেতাদের গ্রেপ্তারের নির্দেশ অস্বীকার করলেন ইউন সুক-ইয়োল
সম্ভাবনাময় ফসল ক্যাপসিকামে কৃষকের ভাগ্য বদলের চেষ্টা
সিলেট জেলা বারের নির্বাচনে বিএনপির ভরাডুবি
নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নিবে ইবি কর্তৃপক্ষ