শুরুর আগেই টপঅর্ডার শেষ, চাপে বাংলাদেশ
১৩ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৪, ০৭:২০ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং লক্ষ্যে শুরুতেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। ষষ্ঠ ওভারে এসে তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।
ক্যারিয়ারে ষষ্ঠ বার গোল্ডেন ডাক পেলেন লিটন। প্রথম বলেই বোল্ড হলেন কোনো রান না করে। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে গোল্ডেন ডাকে লিটনের ওপর আছেন শুধু হাবিবুল বাশার—৭ বার।
খানিক বাদেই উইকেট বিলিয়ে আসেন সৌম্য সরকার। টপ-এজে মিডউইকেটে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। দুজনই ফেরেন দিলশান মাদুশাঙ্কার শিকার হয়ে। শুরু ধাক্কা সামাল দিয়ে না উঠতেই প্রমাদ মাদুশানের বলে বোল্ড হয়ে যান তাওহিদ হৃদয়। ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
স্কোর: ৫.৩ ওভারে ২৩/৩
লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ
শুরুর হতাশা কাটিয়ে দলকে লড়াইয়ে ফেরালেন তানজিম হাসান সাকিব। শেষ দিকে কার্যকর বোলিং করলেন তাসকিন আহমেদ শরিফুল ইসলামরা। কুসল মেন্ডিস আর জানিথ লিয়ানাগেকে থামিয়ে লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশের দরকার ২৫৬ রান।
৪৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তানজিম। ৩টি করে শিকার ধরেছেন দুই পেসার তাসকিন ও শরিফুলও।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়ার সময় শ্রীলঙ্কার অধিনায়ক কুসল মেন্ডিস মন্তব্য করেছিলেন, এই উইকেটে ২৮০ থেকে ৩০০ রান যথেষ্ট স্কোর হবে। সেই হিসেবে খুশিই হওয়ার কথা বাংলাদেশের।
তাসকিন-শরিফুলকে হতাশ করে শুরু থেকে দারুণ খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার। ৫৯ বলে ৭১ রানের দুর্দান্ত জুটিও পেয়ে যায় তারা। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি বিচ্ছিন্ন করেই থামেননি তানচিম। নিজের টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে দলকে ফেরার লড়াইয়ে। বিনা উইকেটে ৭১ রান থেকে ৮৪ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা।
২৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৩৬ রান করা পাথুম নিশাঙ্কাকে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানানের পরের ওভারেই ৩৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করা আভিঙ্কা ফার্নান্ডোকে কট বিহাইন্ড করেন তানজিম। নিজের পরের ওভারে নতুন ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকেও (৫ বলে ৩) কট বিহাইন্ড করেন তিনি।
এরপর কুসল মেন্ডিসের সঙ্গে চারিথ আসালাঙ্কার ৪৪ রানের সতর্ক জুটি থামান মেহেদি হাসান মিরাজ। ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা। রাউন্ড দ্য উইকেট থেকে করা মিরাজের বল মিস করে গেছে আউটসাইড-এজ হয়ে বোল্ড হয়ে যান আসালাঙ্কা।
কুসল মেন্ডিসের সাথে এরপর যোগ দেন জানিথ লিয়ানাগে। দুজনে গড়েন ৬৮ বলে ৬৯ রানের জুটি। তাসকিনকে টেনে মারতে গিয়ে শান্তকে মিড অনে ক্যাচ দেন ৭৫ বলে ৫৯ রান করা কুসল মেন্ডিস।
মারকুটে ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মিাহিশ থিকসানাকে দ্রুত ফেরান তাসকিন। তবে অন্য প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন লিয়ানাগে। ৭ ম্যাচের ক্যারিয়ারে ৫০ বলে তৃতীয় ফিফটি পূর্ণ করেন এই মিডলঅর্ডার। শেষ পর্যন্ত এই ব্যাটারকে কট বিহাইন্ড করেন শরিফুল। ৬৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন লিয়ানাগে।
দুই দলের মধ্যকার আগের ৯টি ওয়ানডে সিরিজের মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। তবে সেই সিরিজই আবার অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের। দুই দলের মুখোমুখি হওয়া সবশেষ সিরিজ ছিল সেটি। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। ৯টি সিরিজের ২টি হয়েছে ড্র।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি