ব্যবধানটা বুঝিয়ে দিল শ্রীলঙ্কা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৫ মার্চ ২০২৪, ০২:৩১ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০২:৩৯ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক। ছবি: আইসিসি

মঞ্চ প্রস্তুতই ছিল। অপেক্ষাটা বাড়িয়েছেন কেবল মুমিনুল হক। শেষ পর্যন্ত সিলেট টেস্টে বড় পরাজয়ই বরণ করতে হলো বাংলাদেশকে। টেস্ট ম্যাচে কীভাবে খেলতে হয় সেটাই যেন নাজমুল সোহেন শান্ত, লিটন দাসদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা। বুঝিয়ে দিল দুই দলের ব্যবধানও।

৫ উইকেটে ৪৭ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৮২ রানে। হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। রানের ব্যবধানে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় বৃহত্তম জয়।

দলের প্রায় অর্ধেক রান আসে মুমিনুলের ব্যাট থেকে। লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করে সেঞ্চুরির আশাও জাগিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তাতে জয়ের অপেক্ষা বাড়ে লঙ্কানদের। মুমিনুল শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৮৭ রানে। তার ১৪৮ বলের ইনিংসটি সাজানো ১২টি চার ও ১ ছক্কায়।

দুই ইনিংসেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে জোড়া সেঞ্চুরি উপহার দিয়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ১০২ ও ১০৮ রান করে ম্যান অব দা ম্যাচ লঙ্কান দলপতি ধনাঞ্জয়া। প্রথম ইনিংসে ১০২ রান করা কামিন্দু দ্বিতীয় ইনিংসে করেন ১৬৪ রান।

দুই ইনিংস মিলিয়ে ধনাঞ্জয়া আর কামিন্দু মিলেই করেন ৪৭৬ রান, সেখানে পুরো বাংলাদেশ তুলতে পেরেছে ৩৭০ রান। বড় জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

যে পিচে সফরকারীরা রান তুলেছে বানের জলের মতো, সেই একই পিচে চিরচেনা কন্ডিশনে শান্ত-লিটনরা করেছেন ব্যাখ্যাতীত ব্যাটিং। বোলিংয়ের শুরুটা ভালো হলেও শেষটা হয়েছে বাজে। ফিল্ডিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি শান্তর দল।

ম্যাচে ৮ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫টি। টেস্টে আগে একবারই ৫ উইকেটের স্বাদ পেয়েছিলেন তিনি। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই, ২০২১ সালে মিরপুরে ৬৪ রানে ৫ উইকেট।

ভিশ্ব ফার্নান্ডে ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

সব মিলিয়ে বাংলাদেশের ২০ উইকেটই গেছে লঙ্কান পেসারদের ঝুলিতে। আর চার ইনিংস মিলিয়ে ৩১টি শিকার ধরেছেন পেসাররা। বাংলাদেশে যা এক টেস্টে রেকর্ড। ২০০২ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পেসাররা মিলে নিয়েছিলেন ৩০ উইকেট।

চতুর্থ দিনের প্রথম সেশনে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রান যোগ করে স্বাগতিকরা। দিনের তৃতীয় ওভারে স্ট্রাইক পেয়ে প্রথম বলেই আউট হন দলের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা তাইজুল। ৪৭ রানে ৫ উইকেট নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ৫১ রানে হারায় ষষ্ঠ উইকেট।

রাজিথার অফ স্টাম্পের বাইরের বল জাগায় দাঁড়িয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ৬ চারে ৫০ বলে তার সংগ্রহ ৩৩ রান। তার বিদায়ে ভাঙে ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৬৬ রানের জুটি।

এরপর শরিফুল কিছুটা সময় দেন মুমিনুলকে। অষ্টম উইকেটে দুজন গড়েন ৮১ বলে ৪৭ রানের জুটি। শেষ উইকেটে নাহিদ রানার সাথে ১৮ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে সেঞ্চুরি অধরা থেকে যায় মুমিনুলের।

সিরিজের শেষ টেস্ট চট্টগ্রামে শুরু শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০

বাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৪১৮

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১১, আগের দিন ৪৭/৫) (মুমিনুল ৮৭*, তাইজুল ৬, মিরাজ ৩৩, শরিফুল ১২, খালেদ ০, নাহিদ ০; ভিশ্ব ১৫-৫-৩৬-৩, রাজিথা ১৪-১-৫৬-৫, কুমারা ১১.২-১-৩৯-২, জায়াসুরিয়া ৯-১-৩৭-০)।

ফল: শ্রীলঙ্কা ৩২৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: ধানাঞ্জায়া ডি সিলভা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
কোনোমতে স্মিথকে টপকালো ভারত
টিভিতে দেখুন
আবরার-সুহার স্বর্ণজয়
এবার শিরোপার স্বপ্ন সালাহর
আরও

আরও পড়ুন

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া

১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া