সাতের ছোবলে রনির রেকর্ডঝড়
০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
আবু হায়দার রনির আগুনে বোলিংয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজ জয় তুলে নিয়েছে ঢাকা মোহামেডান। গাজী টায়ার্সকে গুড়িয়ে দিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন মোহামেডানের এই ক্রিকেটার। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে মোহামেডান ৯ উইকেটে হারিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমীকে। দুই দলের ইনিংসের দৈর্ঘ্য ছিলো মাত্র ১৮ ওভার দুই বল। টস জিতে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই আবু হায়দার রনির আঘাত। গাজী টায়ার্সের ওপেনার আশিকুর রহমান শিবলিকে শুন্য রানে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর গাজী টায়ার্সের ব্যাটারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে মোহামেডানের দুই বোলার আবু হায়দার রনি ও নাসুম আহমেদ। দশ উইকেট দুজনে ভাগাভাগি করে নেন। ৬ ওভার বল করে ২০ রান খরচায় ৭ উইকেট নেন আবু হায়দার রনি। সমান ৬ ওভারে সমান রান খরচায় ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মাত্র ৪১ রানের টার্গেটে পৌছাতে ৬.২ ওভার খেলেছে মোহামেডান। মেহেদী হাসান মিরাজের উইকেট হারানোর লক্ষ্যে পৌছে দেন ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অংকন।এক ম্যাচে ৭ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে নিজের নাম লেখালেন আবু হায়দার রনি। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। এছাড়া ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০১৬ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নেন আবাহনীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব।
ঘরোয়া আসরের লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে দুইটি। ২০০২ সালের জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিলো চট্টগ্রাম বিভাগ। ২০১৩ সালে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীর কাছে ৩৫ রানে অলআউট হয়েছিলো ক্রিকেট কোচিং স্কুল।
এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে তানজীম হাসান সাকিবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে টানা নবম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। লিগের নবম রাউন্ডে ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জকে ট উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে লিজেন্ড অব রূপগঞ্জ। জাতীয় দলের তিন পেসারের দাপুটে বোলিংয়ে ২৮.৩ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ৭.৩ ওভার বল করে ২৩ রানে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইনে ধস নামান তানজীম হাসান। বাকি ৫ উইকেট ভাগাভাগি করে নেন শরিফুল ও তাসকিন। ছোটো স্কোর তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আবাহনীর। ম্রাত ১০.৪ ওভার খেলেই লক্ষ্যে পৌছে যায় তারা। মোসাদ্দেক ৪৮ আর এনামুল হক বিজয় অপরাজিত থাকেন ৩৭ রানে। ৯ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের এক নম্বরে আবাহনী। সমান ম্যাচে চতুর্থ পরাজয়ে সাত নম্বরে নেমে গেছে রূপগঞ্জ।
দিনের আরেক ম্যাচে সাইফ হাসানের অলরাউন্ড পারফরমেন্সে প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসানের অসাধারণ সেঞ্চুরিতে ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৯২ রান করে শেখ জামাল। ১২০ বলে ১১৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন সাইফ হাসান। তার শতরানে ভর করে বড় পুঁজি নিয়ে হেসে খেলেই ম্যাচ জেতে তারা। ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৯ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ ৬৯ এবং মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৪২ রান। শেখ জামালের টিপু সুলতান ৫৩ রানে নেন চার উইকেট। এছাড়া নাইফ হাসান, রবিউল ইসলাম ও তাইবুর রহমান প্রত্যেই দুটি করে উইকেট পান। এই জয়ে নয় ম্যাচ শেষে মোহামেডানের সাথে ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দুইয়ে শেখ জামাল। সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে তামিম ইকবালের প্রাইম ব্যাংক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত