টানা ২ জয়ে চারে শাইনপুকুর
০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম
ঘরোয়া ক্রিকেট লিগের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চারে উঠেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিআইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮০ রানে হারিয়েছে আকবর আলীর দল। মেঘলা আবহাৗযার কারনে ৫০ ওভারের ম্যাচ নির্ধারণ করা হয় ৪৩ ওভারে। টস জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে পাঠায় গাজী ক্রিকেটার্স। শুরুটা ভালো করতে পারেনি দুই ওপেনার তানজীদ হাসান ও জিশান আলম। দলের খাতায় ২০ রান সযোগ করতেই তানজীদ হাসানের উইকেট হারায় শাইনপুকুর। ৭ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেনে এই ওপেনার। বেশীদূর যেতে পারেনিন জিশান আলম। দলীয় ৪৮ রানের মাথায় ব্যাক্তিগত ২০ রান করে সাজঘরে ফেরেন জিশান। দলের খাতায় শতরান যোগ করার আগেই চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শাইনপুকুর। পরে ইরফান শুকুর ও খালিদ হাসানের হিসেবি ব্যাটিংয়ে ৪৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ইরফান শুকুর। এছাড়া খালিদ হাসানের ব্যাট থেকে আসে ৬৩ রান। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলিং তোপে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রিশাদ হোসেন আর নাহিদ রানার বিধংসী বোলিংয়ে ৩৫ ওভারে ১৬১ রানে থামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সাব্বির হোসেন করেন ৩৩ রান। রিশাদ হোসেন ৩০ রানে ও নাহিদ রানা ৫৪ রানে চারটি করে উইকেট পান। এই জয়ে ৯ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে প্রাইম ব্যাংককে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে চারে উঠে এলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
এদিকে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয়ের মুখ দেখলো রূপগঞ্জ টাইগার্স। সাভারে অনুষ্ঠিত ম্যাচে ব্রদার্স ইউনিয়নকে ৩১ রানে হারিয়েছে তারা। বেঁধে দেয়া ৪৩ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৯ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। অধিনায়ক শামসুর রহমান করেন ৫৭ রান। ব্রাদার্সের মনির হোসেন ১৯ রানে নেন তিন উইকেট। ১৫০ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় ব্রাদার্স। এরপর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হয় গোপীবাগের দলটির। আবু হাশিমের দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে ব্রাদাসের ইনিংস। শেষ পর্যন্ত ৩৯ ওভার দুই বল খেলে ১১৬ থামে ব্রাদার্স। আবু হাশিম ২৬ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের জয় নিশ্চিত করে দেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বৃষ্টিআইনে ২ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। খারাপ আবহাওয়ার কারনে নির্ধারিত ৪২ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২০৮ রান করে পারটেক্স। ৬৬ বলে ৬৯ রান করেন তানবির হায়দার। এছাড়া ওপেনার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে আসে ৩২ রান। সিটি ক্লাবের নাইমুর রোহমান ৪৩ রানে পান তিন উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই ৮ উইকেট হারিয়ে ২১০ রান করে জয় তুলে নেয় সিটি ক্লাব। আশিকুল আলম সবোচ্চ ৪৪ এবং ওপেনার সাদিকুর রহমান করেন ৩৯ রান। পারটেক্সের রকিবুল আতিক ৩৬ রানে তিন উইকেট পান। এই ম্যাচ জিতে ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সিটির অবস্থান ৯ এ। সমান ম্যাচে ২ পয়েন্ট পাওয়া পারটেক্স আছে ১১তম স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত