আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ: ডোনাল্ড
১৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ এএম
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুন ছন্দে আছেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তার ছন্দ দেখে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। তিনি জানান, বোলিংয়ে গতির পাশাপাশি, বৈচিত্র্য ও স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ।
এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন তিনি। এখন পর্যন্ত ৪ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন ফিজ। বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।
আইপিএলে মুস্তাফিজের বোলিং পারফরমেন্স দেখে মুগ্ধ ডোনাল্ড। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে, স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মুস্তাফিজ। শুধুমাত্র গতিই নয়, তার বোলিং বৈচিত্র্যও বেশ ভাল হচ্ছে। আমার মনে হয়, ছন্দের দিক থেকে সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত, বেশ সতেজ লাগছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।’
ডোনাল্ড আরও বলেন, ‘স্টক বোলিংয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল মুস্তাফিজের। পাশাপাশি ডান-হাতি ও বাঁ-হাতি ব্যাটারদের জন্য সুইং ও ধার কমেছিলো। সুইং বল যখন ব্যাটারদের খেলতে বাধ্য করা হয়, তখনই আত্মবিশ্বাস পাওয়া যায়। তাকে সেটাই করানোর চেষ্টা করেছিলাম। তার স্লোয়ার ও অফ-পেস বল সব সময়ই কঠিন ছিল।’
মুস্তাফিজের সাথে গতি ও সুইং নিয়ে কাজ করার কথা মনে করিয়ে দেন ডোনাল্ড, ‘মুস্তাফিজ যখন ভালো বোলিং করে তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে নিজের সেরাটা দেখাতে শুরু করেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। অনুশীলনে আমি ও ফিজ এটি নিয়ে অনেক কাজ করেছি। স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখতে কাজ করেছিলাম আমরা। তাকে দেখে মনে হচ্ছে চেন্নাই দলের হয়ে খুব আত্মবিশ্বাস পেয়েছে এবং এমনটা দেখে ভালো লাগছে।’
মুস্তাফিজকে অবশ্য পুরো আসরের জন্য পাবে না চেন্নাই। এই মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন মোস্তাফিজ। এরপর তাঁকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে হবে। তার মানে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচসহ চেন্নাইয়ের হয়ে আর চার ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ।
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই সিরিজের প্রথম ৩ ম্যাচের ভেন্যু চট্টগ্রাম যাবে দলটি। আগামী ৩ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে আগামী ১০ ও ১২ মে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২