আম্পায়ারের উপর ক্ষোভ ঝাড়লেন হৃদয়
১১ জুন ২০২৪, ০৮:০৩ এএম | আপডেট: ১১ জুন ২০২৪, ০৮:০৩ এএম
লো স্কোরিং ম্যাচে যেখানে প্রতিটা রানই মহামূল্যবান সেখানে আম্পায়ারের ভূলে একটি বাউন্ডারি হাতছাড়া হওয়া কারো পক্ষেই কাম্য নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ার পর এমনই এক বাউন্ডারি না পাওয়ার আক্ষেপ ফুটে উঠল বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের কণ্ঠে। আম্পায়ারের সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে তিনি বললেন, লেগ বাই থেকে বাউন্ডারিটি পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
ঘটনাটি সপ্তদশ ওভারের। ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। তবে প্রোটিয়াদের এলবিডব্লিউর আবেদনে দ্রুতই আঙুল তুলে দেন আম্পায়ার। সাথে সাথে রিভিউ নেন মাহমুদউল্লাহ। রিভিউয়ে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার আউট দেওয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউয়ে বদলে গেলেও কোনো রান যোগ হয় না।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সেই চার রানেই হেরে যায় বাংলাদেশ। হৃদয়ের মতে, একটি বাউন্ডারি বাংলাদেশের প্রাপ্য ছিল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য ওই চার নিয়ে প্রশ্ন করা হলে সরাসরিই আম্পায়ারের দিকে আঙুল তুললেন হৃদয়।
“সত্যি বলতে, সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। আঁটসাট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে… আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। আর কিছু বলার নেই…।”
কেবল সম্ভাব্য ওই লেগ বাই নয়, তার নিজের আউট ও আরও কিছু সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ দল। ক্রিকেটের এই নিয়মটা অন্যায্য কি না, এমসিসি ও আইসিসি ক্রিকেটের নিয়মটা পাল্টানোর কথা বিবেচনা করতে পারে কি না, সেই প্রশ্নের উত্তরে গভীরে না গিয়ে তোপ দাগালেন আম্পায়ারের দিকে।
“নিয়ম তো… আইসিসি কী করেছে, এটা তো আমার হাতে নেই। কিন্তু ওই সময় ওই চারটি রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমি মনে করি যে, আম্পায়ার কল দিয়েছেন, আম্পায়ার কল দিতেই পারে। ওরাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও দু-একটি ওয়াইড ছিল, যেগুলো ওয়াইড দেয়নি। এখানে এরকম ভেন্যুতে খেলা, যেখানে রান হচ্ছে না, লো-স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় একটি-দুটি রানও অনেক বড় ব্যাপার।”
“তো আমি মনে করি, ওই চারটি রান বা দুটি ওয়াইড, খুব ক্লোজ কল ছিল। এমনকি আমার আউটও আম্পায়ার্স কল ছিল। আমার কাছে মনে হয়, এই জায়গাগুলোয় উন্নতির সুযোগ আছে। আইসিসি যে নিয়ম করেছে, এটায় তো আমাদের হাত নেই। আমার মনে হয়… যেটা হয়েছে, হয়ে গেছে।”
ওই চার রান পেলে বাংলাদেশের প্রয়োজন পড়ত ২২ বলে ২২ রান। কিন্তু চার না পাওয়ায় তা হয়ে যায় ২২ বলে ২৬। এত কিছুর পরও ম্যাচ ছিল বাংলাদেশের একদম মুঠোয়। শেষ ১৮ বলে দরকার ছিল স্রেফ ২০ রান। উইকেট তখনও বাকি ৬টি। ক্রিজে টিকে ছিলেন থিতু হওয়া দুই ব্যাটসম্যান হৃদয় ও মাহমুদউল্লাহ। কিন্তু ৩৭ রান করে অষ্টাদশ ওভারের প্রথম বলে আউট হয়ে যান হৃদয়। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।
জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১১ রানে। শেষ দুই বলে যখন প্রয়োজন ছয়, বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজের ফুল টস ডেলিভারি ছক্কায় উড়াতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মাহমুদউল্লাহ। বাংলাদেশের আশার সমাধী বলতে গেলে সেখানেই। শেষ বলেও দারুণ ফুলটস পেয়েও তা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ। জিততে জিততেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া