অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম
টানা ম্যাচ জিতে অপরাজিত থেকেই নারী প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা পুনরুদ্ধার করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মেয়েদের লিগের শেষ রাউন্ডে গত আসরের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। তৃতীয় উইকেট জুটিতে ১১৪ রান যোগ করেন আয়েশা রহমান ও সোবহানা। ৮ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৭২ রান করেন আয়েশা। ৯১ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ২ ছক্কায় সোবহানা করেন ৬৮ রান। পরে রুমানা আহমেদের ৪০ বলে ৪০ রানের সুবাদে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৪৯ রানের পুঁজি পায় মোহামেডান। রান তাড়ায় রূপালী ব্যাংকের শুরুটা মন্দ ছিল না। ৩ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৪ রান করেন ওপেনার ইশমা তানজিম। অভিজ্ঞ ফারজাহা হক পিংকি খেলেন ১০৯ বলে ৬৫ রানের ইনিংস।
ছয় নম্বরে নামা ফারজানা আক্তার লিসার ব্যাট থেকে আসে ৫১ বলে ৪৮ রানের ইনিংস। আর কেউ তেমন কিছু করতে না পারায় ১৯ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ২০৩ রানে গুটিয়ে যায় রূপালী ব্যাংক। পুরো আসরের মতো শেষ ম্যাচেও হতাশ করেন রূপালী ব্যাংক অধিনায়ক নিগার সুলতানা। ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০৫ রান। মোহামেডানের হয়ে বল হাতে ৪৪ রানে ৫ উইকেট নেন দিশা কাসাত। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া লেগ স্পিনে ৩ উইকেট নেন রুমানা। লিগে টানা ৯ ম্যাচ জিতে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে মোহামেডানের মেয়েরা। ৯ ম্যাচে ৭ জয়ে এবার তৃতীয় হয়ে লিগ শেষ করল রূপালী ব্যাংক।
দিনের অন্য ম্যাচে, গুলশান ইয়ুথ ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে রানার্স-আপ হয় আবাহনী লিমিটেড। বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে ১১৪ রানে থামিয়ে ২০.১ ওভারে ম্যাচ জিতে নেয় আবাহনী।পুরো লিগেই দারুণ বোলিং করেন বেশ কিছু দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা জাহানারা। ৯ ইনিংসে ২৫ উইকেট নিয়ে তিনিই লিগের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৯ উইকেট নিয়ে দুইয়ে একই দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। শেষ রাউন্ডে গুলশানের ছয় ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেও কেউ ২৫ পেরোতে পারেননি। সর্বোচ্চ ২২ রান করেন ববিতা মিনা। ১৭ রানে ৪ উইকেট নেন নাহিদা। জাহানারার শিকার ২ উইকেট।
ছোট লক্ষ্যে ঝড়ো সূচনা করেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা দিলারা আক্তার। ৩ চার ও ২ ছক্কায় ১৬ বলে তিনি খেলেন ২৮ রানের ইনিংস। আরেক ওপেনার শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ৪৩ রান। ২১ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন স্বর্ণা আক্তার। ৯ ম্যাচে ৮ জয়ে রানার্সআপ হয়েই লিগ শেষ করে আবাহনী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া