পান্ডেয়া-পান্থে রান পাহাড়ে চড়ল ভারত
২৩ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৪ এএম
ভারতকে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন রোহিত শর্মা।তবে সাকিব নৈপুণ্যে বড় করতে পারেনি ইনিংস,কোহলি-পান্থের জুটি বিপদজনক হওয়ার আগে তানজিমের জোড়া ধাক্কা।৭৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের রানের গতি কমতে দেননি রিষাভ পান্থ।এই বাঁহাতির ফেরার দ্রুত রান তোলার দায়িত্ব দারুণ পালন করলেন। আর তাতে বাংলাদেশের বিপক্ষে রান পাহাড়ে ভারত।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রান তুলেছে ১৯৬।যেটি এই মাঠে এখন পর্যন্ত সর্বোচ্চ। অর্থাৎ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বুমরাহ-আর্শদীপদের বিরুদ্ধে অসাধারণ কিছু করতে হবে টাইগার ব্যাটসম্যানদের।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রান তুলেছে ১৯৬। অর্থাৎ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বুমরাহ-আর্শদীপদের বিরুদ্ধে অসাধারণ কিছু করতে হবে টাইগার ব্যাটসম্যানদের।
টসে জিতে বোলিংয়ে নেমে বাংলাদেশ শুরু করেছিল দুই স্পিনার দিয়ে। তবে রোহিত-কোহলির বিরুদ্ধে সে কৌশল পুরোপুরি কাজে লাগে নি। মেহেদীর কর প্রথম ওভারে ৮ রান নেওয়ার ওর সাকিব আল হাসানের ওভারে চার-ছক্কায় এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তুলেছেন ১৫ রান। দুজনে শুরু থেকে ছিলেন আগ্রাসী। তবে পাওয়াপ্লেতে সব থেকে বেশি মার খাওয়া সাকিব আল হাসনই ফেরান বিপদজনক হয়ে উঠা রোহিত শর্মাকে।ইনিংসের চতুর্থ ওভারে লফটেড শট হাকাতে গিয়ে হাওয়া বল তুলে দেন রোহিত। মিড অফে লাফিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন জাকের আলী।৩ চার ও ১ ছয়ে রোহিতের ব্যাট থেকে ১১ বলে আসে ২৩ রান।৩.৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান।
রোহিত ফেরার পর রানের প্রতি কিছুটা কমলেও কোহলি ও তিনে নামা রিষাভ পান্থ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলে ভারত।
৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭১ রান তুলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল ব্লজরা।তখনই জোড়া ধাক্কায় বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজিম।নবম ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড করে ভাঙেন ২৭ বলে ৩২ রানের দ্বিতীয় উইকেট জুটি।।বড় কিছুর ইঙ্গিত দেওয়া এই ভারতীয় ব্যাটসম্যান ফিরেন ২৮ বলে ৩৭ রান করে।নেমে প্রথম বলে হুক শটে ছক্কা হাকান সূর্যকুমার যাদব।তবে পরের বলে তানজিমের দুর্দান্ত প্রত্যাবর্তন। শর্ট লেংথের বল থার্ড ম্যান অঞ্চলে গাইড করতে গিয়ে ফিরেছেন লিটনের হাতে ক্যাচ দিয়ে।
তবে রিষাভ পান্থ এরপর নিয়মিত বাউন্ডারি তুলে চাপে পড়তে দেননি দলকে।মুস্তাফিজের করা ১১ তম ওভারে এক চার ও ছয়ে তুলেছেন ১৫ রান।দ্রুত রান তুলতে থাকা এ ভারতীয় ব্যাটসম্যানকে ভারতকে ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন।
এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৩৪ বলে ৫৩ রানের জুটি গড়েন শিবম দুবে। ১৭.২ ওভারে দলীয় ১৬১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শিবম দুবেকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তার আগে ২৪ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন দুবে।
তবে একপ্রান্ত আগলে রেখে বাউন্ডারি হাকিয়ে যান পান্ডেয়া।বিশেষ করে মুস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে তিন চারে তুলেছেন ১৮ রান। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ২৭ বলে তিন ছক্কা আর চারটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫০ রান করেন হার্দিক পান্ডিয়া। তার ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।মুস
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩ ওভারে ৪৩ রানের খরুচে বোলিং করলেও লেগ স্পিনার রিশাদ হোসেন পেয়েছেন দুটি উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান