অস্ট্রেলিয়ার বাঁচা-মরার লড়াই
২৪ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ১২:০০ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বাঁচা-মরার লড়াই আজ। সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গ্রæপ-১ এ নিজেদের শেষ ম্যাচে এদিন শক্তিশালী ভারতের মুখোমুখি অজিরা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি।
সুপার এইটে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ভারত। কিন্তু তারপরও সেমিফাইনাল নিশ্চিত হয়নি ভারতের। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত হবে তাদের। অবশ্য হেরে গেলেও সেমির সুযোগ থাকবে ভারতের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারলে, অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিফাইনালে যাবে ভারত। আর যদি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তখন রান রেট বিবেচনা করতে হবে। তবে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিতে খেলবে আফগানিস্তান। আবার ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও, সেমির আশা টিকে থাকবে অজিদের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে হারতেই হবে আফগানিস্তানকে। তখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ করে হবে। এরপর রান রেট বিবেচনা করা হবে তিন দলের। যারা এগিয়ে থাকবে তারাই টিকিট পাবে সেমির। রান রেটের সমীকরণ নিয়ে না ভেবে ভারতের বিপক্ষে যেকোন মূল্যে জয় চায় অস্ট্রেলিয়া। এ প্রসঙ্গে অজি অধিনায়ক মিচেল মার্শ গতকাল বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়াটা হতাশার। তবে যোগ্য দল হিসেবে জিতেছে আফগানরা। এখন আমরা ভারতের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলতে চাই আমরা। বলা যায় এটা আমাদের বাঁচা-মরার লড়াই। বিশ্বকাপে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।’
প্রথম দুই ম্যাচ জিতেও সেমিফাইনালে নিশ্চিত না হওয়ায় চিন্তা আছে ভারতেরও। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে টিম ইন্ডিয়া বলে জানান মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে, ‘আমরা গ্রæপ পর্ব ও সুপাই এইটে ভালো ক্রিকেট খেলেছি। জয়ের ধারা অব্যহত রাখতে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩১বার পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারত ১৯টিতে এবং অস্ট্রেলিয়া ১১ ম্যাচ জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি বিশ^কাপে জয়ের দিক দিয়ে এগিয়ে আছে ভারতই। পাঁচবারের মোকাবেলা ৩ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর দুই ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান