সাকিবের কাঠগড়ায় শান্ত-হাথুরু
২৪ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ১২:০০ এএম
টসের পর থেকেই প্রশ্নটা উঠেছিল। বোলিং নিয়ে দুই প্রান্তে স্পিনার দিয়ে শুরু করে সেটিকে আরো মোটা দাগে সামনে নিয়ে এল বাংলাদেশ। পরে লড়াই করার নিদেন রসদ জোগাতে না পেরে অসহায় এক আত্মসমর্পণের গল্প লিখে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বার প্রান্তে নাজমুল হোসেন শান্তর দল। যদিও ক্ষীণ আশা প্রদীপ জ্বলছে যদি-কিন্তুর বারুদে। তবে তার আগে ভারতের কাছে হারের ময়নাতদন্তে অধিনায়কের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন। সেই একই সুরে সুর মিলিয়ে সাকিব আল হাসানও কাঠগড়ায় দ্বার করালেন টাইগার দলপতি শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহকে।
ম্যাচের শুরুতে শান্ত বলেছিলেন ১৪০-১৫০ রান হবে এই মাঠে যথেষ্ঠ। তবে সেটিকে ভুল প্রমাণ করে ১৯৬ রান তোলা ভারতের বোলিংয়ে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশ। ঠিক উল্টো চিত্র বাংলাদেশ শিবিরে। ব্যাটিংয়ে পান্ডিয়া-রোহিত-কোহলি-পান্ত-দুবেরা যেখানে সাবলীয়, লিটন-হৃদয়-সাকিবদের নাভিশ্বাস উঠেছে রান তুলতে। আর যে বোলিং এবারের বিশ্বকাপে বাংলাদেশের শক্তি তাদেরকেও ‘রাখা হয়েছে’ নিষ্ক্রিয় করে! এমন দিনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। টসে জিতে ফিল্ডিং করার শান্ত সিদ্ধান্তের সঙ্গে সাকিব যে একমত নন, সেটি বুঝতে সমস্যা হলো না তার কথায়, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে)... ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’
দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনি, ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব কটিই খেলেছেন। কিছুদিন আগেও ছিলেন অধিনায়ক। টসে জিতলে কী করা হবে, তার কোনো মতামত কি নেওয়া হয়েছিল? নেওয়া হয়নি বলে জানালেন সাকিব। সেটি অভিযোগের সুরে নয়। নিজেই ব্যাখ্যা করলেন, ‘এসব সিদ্ধান্ত অধিনায়ক ও কোচ মিলেই নেয়। ভালো হলে তারা কৃতিত্ব পান, খারাপ হলে সমালোচনা। এটাই নিয়ম।’ এরপর হেসে বললেন, ‘প্রথম দুই ওভারে যখন উইকেট পড়েনি, তখন হয়তো সবার মনে হয়েছে, আগে ব্যাটিং করলেই ভালো হতো। আবার প্রথম দুই ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো।’
ভারতের মতো দলের বিপক্ষে নতুন বলে দুই প্রান্তেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। এক প্রান্তে ছিলেন সাকিবই। যাঁর প্রথম ওভারে এসেছে ১৫ রান। রোহিত শর্মাকে আউট করার আগে সেই ওভারের প্রথম তিন বলেও একটি চার ও একটি ছয় খেয়েছেন। প্রথম ৯ বলে দিয়েছেন মোট ২৫ রান। দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করার ধারণাটাও সাকিবের পছন্দ হয়নি, তা বোঝা গেল পরিষ্কার। ‘আমার জন্য এটা ব্যাখ্যা করা কঠিন’ বলে শুরু করলেও এরপরই বললেন, ‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমার মনে হয়, ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা সহজ। কারণ নতুন বলে সব দলই দ্রæত রান করতে চায়। বল পুরোনো হয়ে গেলে তখন রান করা একটু কঠিন হয়ে যায়।’
সাকিবের নিজের পারফরম্যান্সও এদিন ছিলো বিবর্ণ। বল হাতে ৩ ওভারে ৩৭ রান দেওয়া সাকিব ব্যাট করতে নেমে ৭ বলে করেন ১১ রান। তবে সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে ৩ জয়কে ‘ভালো’ই বলেছেন দেশসেরা অলরাউন্ডার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান