ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি
২৪ জুন ২০২৪, ০৫:১২ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ০৫:১৩ পিএম
আফগানিস্তানের বিপক্ষে হার অস্ট্রেলিয়াকে ঠেলে দিয়েছে খাদের কীনারে। সেমাবার ভারতের বিপক্ষে ম্যাচকে তাই সেমিফাইনালের আগে আরেক সেমিফাইনাল হিসেবে উল্লেখ করেছেন দলটির অধিনায়ক মিচেল মার্শ। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে কেবল জয় নয়, নেট রান রেটও বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ অজিদের সামনে।
তাদের এই পরিকল্পনায় পানি ঢেলে দিতে পারে বেরসিক বৃষ্টি। যে মাঠে তাদের খেলা হবে, সেই সেন্ট ভিনসেন্টের আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা চলাকালীন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের অবস্থাকে এটি প্রভাবিত করতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় ২৯.০৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে শতকরা ৭৭ শতাংশ। প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যেতে পারে।
ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এমনিতেই কথা বলে পেসারদের সুরে। মেঘলা আবহাওয়ার সম্ভাবনা থাকায় কন্ডিশন পেসারদের জন্য আরও বেশি সহায়ক হবে।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টায় শুরু হবে গ্রুপ-১’র মহারণটি। সেমিতে খেলার কাগজে-কলমের হিসাবে এই গ্রুপে চার দলেরই এখনো সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ২১ রানের জয় সুপার এইটের সমীকরণে এনেছে অনেক পরিবর্তন।
এই গ্রুপে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। নেট রানরেট ২.৪২৫। অন্যদিকে, ২ ম্যাচে ২ পয়েন্ট ও ০.২২৩ রানরেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে তিনে আফগানিস্তান, রানরেট -০.৬৫০। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে বাংলাদেশ, রানরেট -২.৪৮৯।
বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছাবে ভারত, আর ৩ পয়েন্ট নিয়ে বিপদে পড়বে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হার কামনা ছাড়া অজিদের কিছু করার থাকবে না।
নিজেদের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশকে হারালেই ভারতের সঙ্গী হয়ে সেমিতে যাবে আফগানিস্তান। আবার ভারত যদি অস্ট্রেলিয়া কাছে ১ রানে হারে, তাতে বাংলাদেশের বিপক্ষে রশিদ-নবিদের ৩৬ রানের বেশি ব্যবধানে জিততে হবে। তাতে রানরেটে অজিদের চেয়ে এগিয়ে রোহিত-কোহলিদের সঙ্গী হয়ে সেমিতে খেলতে পারবে রশিদের দল। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ ১৬০ রান ধরে নেয়া হয়েছে।
কাগজে-কলমে সেমির সুযোগ রয়েছে বাংলাদেশেরও। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে, ভারত ছাড়া গ্রুপের অন্য তিন দলেরই পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে হিসেবটা আসবে রানরেটের। ফলে সেমিতে যেতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি অজিদের বিপক্ষে ভারতকে বড় ব্যবধানে জেতার প্রত্যাশা পূরণ হতে হবে টাইগারদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান