রোহিতের ১ রানের হতাশা, হার এড়িয়ে খুশি আসালাঙ্কা
০৩ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে ২ উইকেট হাতে নিয়ে ১৫ বলে ১ রান দরকার ছিলো ভারতের। কিন্তু ৪৮তম ওভারে পরপর দুই বলে শেষ দুই উইকেট হারিয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে ভারত। ম্যাচটি টাই হওয়ায় হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। পক্ষান্তরে, ২৩০ রানের পুঁজি নিয়েও দলের লড়াকু মনোভাবে খুশি শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চারিথ আসালঙ্কা।
কলম্বোয় শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৭ দশমিক ৩ ওভারে ৮ উইকেটে লঙ্কানদের সমান ২৩০ রানে পৌঁছে ভারত। শেষ ১৫ বলে ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১ রান দরকার ছিলো তাদের।
কিন্তু ৪৮তম ওভারের চতুর্থ বলে ভারতের শিবম দুবেকে এবং পঞ্চম বলে অর্শদীপ সিংকে লেগ বিফোর আউট করে শ্রীলঙ্কাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দলের অধিনায়ক ও স্পিনার আসালঙ্কা। ১৩ বল বাকী থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার শ্বাসরুদ্ধকর প্রথম ওয়ানডে ম্যাচটি টাই হয়। ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম টাই ।
হাতের মুঠোয় থাকা ম্যাচে জয় না পাওয়ায় হতাশ ভারত অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘টার্গেট স্পর্শ করা যেতো। এজন্য ভালো ব্যাটিং করতে হবে। আমরা ভালো ব্যাটিং করেছি কিন্তু ধারাবাহিক ছিলো না। ভালো শুরু করলেও, আমরা জানতাম স্পিনাররা আক্রমনে এলে খেলার চিত্র বদলে যাবে। কিছু উইকেট হারিয়ে আমরা পিছিয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের জুটিতে আমরা ম্যাচে ফিরেছিলাম। কিন্তু ১৪ বলে এক রান করতে না পারাটা হতাশার। ম্যাচটি এমন অবস্থায় ছিল না যে, আপনাকে শট খেলতে হবে। নিজের স্বাভাবিক খেলাটা খেলা উচিত ছিলো। আমরা যেভাবে লড়াই করেছি তাতে গর্বিত। আমাদের এক্সাইটমেন্ট ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল।’
স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পরও ওপেনার পাথুম নিশাঙ্কা ও দুনিথ ওয়েলালাগের হাফ-সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। নিশাঙ্কা ৫৬ ও সাত নম্বরে নেমে অপরাজিত ৬৭ রান করেন ওয়েলালাগে। এরপর শ্রীলঙ্কার চার স্পিনারের দারুন বোলিংয়ে জয় বঞ্চিত হয় ভারত। হাসারাঙ্গা-আসালঙ্কা ৩টি করে, ওয়েলালাগে ২টি ও আকিলা ধনাঞ্জয়া ১টি উইকেট নেন।
দলের পারফরমেন্সে খুশি শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা। তিনি বলেন, ‘আমরা মনে করি লড়াই করার জন্য ২৩০ রান যথেষ্ট ছিল। ভারতকে আরও আগে আটকে দিতে আমাদের আরও ভাল করা উচিত ছিল। বিকেলে বোলিং করা সহজ ছিলো না। কিন্তু যখন লাইট জ্বলে উঠলো, তখন ব্যাটিং সহজ হয়ে যায়। বাঁ-হাতি ব্যাটার থাকায় আমি ভেবেছিলাম পরিস্থিতির সুবিধা নিতে আমি বোলিং করতে পারি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। বিশেষভাবে ওয়েলালাগে এবং নিশাঙ্কার ভালো ব্যাটিং করেছে।’
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান