মিরাজের পরপরই ফিরলেন জাকেরও
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
রিয়ান পরাগকে হাঁকাতে গিয়ে লং-অফে ক্যাচ দিয়ে ফিরলেন মিরাজ। পরের ওভারে মায়াঙ্ক যাদবের বলে বাউন্ডারিতে ধরা পড়লেন নতুন আসা জাকের আলি। বাংলাদেশ হারাল ষষ্ঠ উইকেট। সফরকারীদের বড় ব্যবধানে হারও স্পষ্ট হচ্ছে সময়ের সাথে সাথে।
১৬ বলে ১ চারে ১৬ করে ফিরলেন মিরাজ। মাহমুদউল্লাহর (১৯ বলে ২১) নতুন সঙ্গী রিশাদ।
স্কোর: বাংলাদেশ ১২.২ ওভারে ৮৮/৬। ৪৬ বলে দরকার ১৩৪ রান।
৪৬ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
কঠিন লক্ষ্য তাড়ায় দরকার ছিল উড়ন্ত শুরু। বাংলাদেশের হলো উল্টোটা। দলীয় পঞ্চাশ ছোঁয়ার আগেই চার উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারী দলটি।
অর্শদীপ সিংয়ের প্রথম ওভারে তিন চার মেরেছিলেন পারভেজ হোসেন ইমন। একই বোলারের পরের ওভারে বোল্ড হলেন এই বাঁহাতি ওপেনার। অফ স্টাম্পের বাইরের বল তাঁর ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হানে (১২ বলে ১৬)। সিরিজের প্রথম ম্যাচেও অর্শদীপের বলে একইভাবে বোল্ড হয়েছিলেন পারভেজ।
ওয়াশিংটন সুন্দরের বলে লং অনে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭ বলে ১১)। উইকেট–পতনের মিছিলে যোগ দিয়েছেন লিটন দাসও। বরুণ চক্রবর্তীর প্রথম বলেই বোল্ড হয়েছেন এই ডানহাতি ওপেনার (১১ বলে ১৪)।
নিজের প্রথম ওভারে হৃদয়কে বোল্ড করেছেন অভিষেক শর্মা।
৪২ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ব্যাটে আছেন মিরাজ।
স্কোর: বাংলাদেশ ২২২ রানের লক্ষ্যে ৬.৫ ওভারে ৪৬/৪
বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল ভারত
পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ভারত। নীতিশ কুমার ও রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ফিফটিতে ঠিকই সফরকারীদের দুইশ’র্ধো রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২২১ রান তুলেছে ভারত।
দ্বিতীয় ম্যাচেই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে নীতিশ স্রেফ ৩৪ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭৪ রান করেন। ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করেন রিঙ্কু। ১৯ বলে ৩২ রান করেছেন পান্ডিয়া। ৬ বলে ১৫ রান রিয়ান পরাগের।
শেষ ওভারে ৭ রানে ৩ উইকেট তুলে নেন রিশাদ। তবে সব মিলিয়ে ৪ ওভারে তার খরচ ৫৫ রান। তানজিম ৪ ওভারে ৫০ রান দিয়ে নেন ২ উইকেট।
দারুণ বোলিং করেছেন তাসকিন। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৬ রানে ২টি নেন মুস্তাফিজও। ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য মিরাজ।
নীতিশ ঝড় থামালেন মুস্তাফিজ
দুইবার জীবন পাওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নীতিশ কুমার। মুস্তাফিজকেও উড়াতে গিয়ে আকাশে তুলে দেন এই ব্যাটর। এক্সট্রা কাভারে ক্যাচ নেন মিরাজ। যেন হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।
ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা নীতিশ ৩৪ বলে ৭ ছয় ও ৪ চারে ফিরলেন ৭৪ রান করে। রিঙ্কুর (২১ বলে ৩৭) নতুন সঙ্গী হার্দিক পান্ডিয়া।
ভারত: ১৪.৩ ওভারে ১৬২/৪
৪৬ বলে ১০০ রানের জুটি
বাংলাদেশের বোলারদের তুলোধুনা করে স্রেফ ৪৬ বলে ১০০ রানের জুটি গড়লেন নীতশ ও রিঙ্কু। ভারত ছুটছে বিশাল সংগ্রহের পথে।
দ্বিতীয় ম্যাচেই ক্যারিয়ারের প্রথম ফিফটি করলেন নীতিশ ২৭ বলে। স্রেফ ৩২ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭৪ রানে অপরাজিত তিনি। ২০ বলে ৩৬ রানে ব্যাট করছেন রিঙ্কু।
ভারত: ১৩.২ ওভারে ১৪৯/৩
নীতিশ-রিঙ্কুর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত
নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন মাহমুদউল্লাহও। তাঁকে রিভার্স সুইপ করতে গিয়ে পরাস্ত হন নীতিশ। প্যাডে লাগার পর আউটই মনে হয়েছে। কিন্তু আবেদনে আম্পায়ার সাড়া দেননি।
বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে ঠিকই লাগত। কিন্তু ইমপ্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় আবারও বেঁচে গেলেন নীতিশ, যিনি এর আগে লিটনের হাতে ক্যাচ দিয়ে বেঁচেছেন।
রিভিউর আগের বলে ছয় আর পরের বলে চারসহ মাহমুদউল্লাহর ওভারটি থেকে ১৫ রান পেয়েছে ভারত। রিশাদের পরের ওভার থেকে ভারত তিন ছক্কায় তোলে ২৪ রান।
ভারত: ১১ ওভারে ১১৪/৩। নীতিশ ২৩ বলে ৪৪*, রিঙ্কু ১৬ বলে ৩১*।
এসেই অধিনায়ককে ফেরালেন মুস্তাফিজ
তাসকিন ও তানজিমের মতো নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমানও। দলীয় ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মুস্তাফিজের কাটারে মিড-অফে শান্তর হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব (১০ বলে ৮)।
নীতিশের নতুন সঙ্গী রিঙ্কু সিং।
ভারত: ৬.২ ওভারে ৪৭/৩
৩ ওভারে ২ উইকেট নেই ভারতের
নিজের প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। পিছিয়ে থাকনেনি সফরে প্রথমবার সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবও। শুরুর তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে হারাল ভারত।
নিজের প্রথম ও দলীয় দ্বিতীয় ওভারের শেষ বলে সঞ্জু স্যাসমনকে (৭ বলে ১০) মিড-অফে নাজমুলের হাতে ক্যাচ বানান তাসকিন। ভারতের রান তখন ১৭। ৬ বল পর অভিষেক শর্মাকে (১১ বলে ১৫) বোল্ড করে দেন তানজিম।
স্কোর: ভারত ৩.৪ ওভারে ২৯/২। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব ও নীতিশ কুমার।
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তনের কথা জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন ডানহাতি পেসার তানজিম হাসান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে নাজমুল বলেছেন, ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে। যা পরে ব্যাট করা দলের জন্য ভালো হবে। তবে উল্টো কথা বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে জিতলে ব্যাটিং নিতেন তিনি।
ভারত খেলছে আগের ম্যাচের দল নিয়েই।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, লিটন দাস, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে