ঢাকা   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ | ২২ কার্তিক ১৪৩১
জাতীয় ক্রিকেট লিগ মহানগরের জয়যাত্রা থামাল খুলনা

সিলেটের নায়ক রাজা, রাজশাহীর রাজা সানজামুল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম


জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে পেসার রেজাউর রহমান রাজার ব্যাটে জিতল সিলেট, বাঁহাতি স্পিনে রাজশাহীকে দারুণ জয় এনে দিলেন সানজামুল ইসলাম। আর শেষ দিনে ব্যাটিং-ধসের শিকার হয়ে খুলনার কাছে হেরে গেছে জয়রথে থাকা ঢাকা মহানগর। আগের দিন মূল ব্যাটসম্যানদের উইকেট বাঁচাতে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমেছিলেন রেজাউর রহমান রাজা। পরদিন সকালে তিনিই যেন হয়ে গেলেন স্বীকৃত ব্যাটসম্যান। মূল পরিচয় বোলার হলেও ব্যাট হাতে সিলেটকে এনে দিলেন দারুণ এক জয়।
গতকাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। ১৯০ রানের লক্ষ্য ছুঁতে তারা খেলেছে ৬৫ ওভার। শেষ দিন বাকি থাকা ১৩৯ রান দুই সেশনের কম সময়েই করে ফেলেছে সিলেট। তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে উঠে গেছে সিলেট। দলকে এক নম্বরে তোলার ম্যাচে ব্যাট হাতে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেছেন রাজা। স্বীকৃত ক্রিকেটে এটিই তার প্রথম ফিফটি। এছাড়া বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন ২৫ বছর বয়সী পেসার।
পিনাক ঘোষের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন রাজা। দলকে একশ পার করিয়ে ফেরেন ৪২ রান করা পিনাক। এরপর অমিতের সঙ্গে রাজার জুটিতে আসে ৫০ রান। পরপর দুই ওভারে রাজা, মুবিন আহমেদ ও রাহাতুল ফেরদৌসকে ফিরিয়ে রংপুরকে কিছুটা আশা দেখান মুকিদুল ইসলাম। তবে তা দীর্ঘায়িত হয়নি। আসাদুল্লা আল গালিবকে নিয়ে ম্যাচ শেষ করেন অধিনায়ক অমিত।
দিনের আরেক ম্যাচে বরিশালকে অল্পে গুটিয়ে রাজশাহীকে জিতিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পরও ম্যাচে ফল বের করে নিল রাজশাহী। সানজামুলের দুর্দান্ত বোলিংয়ে তারা ৬ উইকেটে হারাল বরিশালকে।
ম্যাচের তিন দিন মিলিয়ে শেষ হয়েছিল দুই দলের প্রথম ইনিংস। শেষ দিন বরিশালকে ১৩৭ রানে গুটিয়ে দেয় রাজশাহী। পরে ৬৮ রানের লক্ষ্য ১৫ ওভারে ছুঁয়ে ফেলে তারা। ৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে লড়াই করতেই পারেনি বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন তাসামুল হক। এছাড়া শেষ দিকে তানভির ইসলাম ২১ ও মইনুল ইসলাম ১৪ রানের ইনিংস খেললে একশ পার করতে পারে তারা। বাঁহাতি স্পিনে ৪০ রানে ৬ উইকেট নেন সানজামুল। ছোট লক্ষ্যে চার ওভারের মধ্যে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারায় রাজশাহী। তবে একপ্রান্ত ধরে রেখে দলের জয় নিশ্চিত করেন পাঁচ নম্বরে নামা এসএম মেহেরব হাসান। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা সানজামুল। তিন ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রাজশাহী।
এছাড়া, আগের দিন ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুই করেছিল ঢাকা মহানগর। অধিনায়ক মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিনটা ৪ উইকেটে ২৯৭ রানে শেষ করে দলটি। মার্শাল তার ২৬তম প্রথম শ্রেণির সেঞ্চুরিটিকে ১৫২ বানিয়ে ফেরার পরই শুরু ধসের। ৩৪৮/৪ থেকে ৩৭২/১০-২৪ রানেই শেষ ৬ উইকেট হারায় মহানগর। খুলনার দুই স্পিনার মেহেদী হাসান ও টিপু সুলতান মিলেই শেষ ৬ উইকেটে ৫টি নিয়েছেন।
ম্যাচ জিততে ২০৭ রানের লক্ষ্য পায় খুলনা। সেই লক্ষ্য ৩৫ ওভারেই ১ উইকেট হারিয়ে পেরিয়ে এবারের লিগে প্রথম জয় পায় দলটি। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া এনামুল হক ৪৭ বলেই ১০ চার ও ২ ছক্কায় করেন ৭১ রান। আরেক ওপনার অমিত ৪১ ও তিনে নামা ইমরুল কায়েস ৮৩ রানে অপরাজিত ছিলেন। ৮০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মেরেছেন ইমরুল। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসেই ৫টি করে উইকেট নেওয়া অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তিন অঙ্গরাজ্যের ফল প্রকাশ,এগিয়ে ট্রাম্প

তিন অঙ্গরাজ্যের ফল প্রকাশ,এগিয়ে ট্রাম্প

ঘরের মাঠে ফের লজ্জার হার রিয়ালের

ঘরের মাঠে ফের লজ্জার হার রিয়ালের

লিসবনে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

লিসবনে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের জয়যাত্রা অব্যাহত

দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের জয়যাত্রা অব্যাহত

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ‍্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ‍্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

শমী কায়সার গ্রেপ্তার

শমী কায়সার গ্রেপ্তার

শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর

শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা

সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা

সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের

সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের

যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!

যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!

আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?

আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?

টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।

টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।

ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে

ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে

কোনো পরাশক্তি নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের মূল শক্তি

কোনো পরাশক্তি নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের মূল শক্তি

হৃদয়ে তাঁর নাম লেখা হয়ে আছে

হৃদয়ে তাঁর নাম লেখা হয়ে আছে

শিল্প প্রতিষ্ঠান চালু রাখার পদক্ষেপ নিতে হবে

শিল্প প্রতিষ্ঠান চালু রাখার পদক্ষেপ নিতে হবে

প্রত্যেক বন্দীর জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু

প্রত্যেক বন্দীর জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু

অন্তর্বাস পরে হাঁটা সেই ইরানি তরুণী মানসিকভাবে অসুস্থ

অন্তর্বাস পরে হাঁটা সেই ইরানি তরুণী মানসিকভাবে অসুস্থ