ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

সমতা ফেরানোর লড়াইয়ে চ্যালেঞ্জ সেই গতি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

ছবিটা গত অ্যান্টিগা টেস্ট শেষ হবার পর পরই তোলা। স্ব-গর্বে এক কাতারে দাঁড়িয়ে শামার জোসেফ, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস, জাস্টিন গ্রেভসরা। কারণটাও আর অজানা নয়। এই পঞ্চ পা-বের গতির কাছেই অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে গুঁড়িয়ে দেয়ার নায়ক তারাই। গোটা টেস্টে বাংলাদেশের ১৮ উইকেটই নিয়েছেন এই পাঁচ পেসার। আজ থেকে জ্যামাইকার সাবিনা পার্কে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেও বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে এই গতিতারকা সমৃদ্ধ ওয়েষ্ট ইন্ডিজ। মেহেদী হাসান মিরাজদের সিরিজে সমতা ফেরানোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
অভিজ্ঞ রোচের সঙ্গে নির্ভরযোগ্য আলজারি, দুর্দান্ত ফর্মে থাকা তরুণ সিলসের পাশে উঠতি শামার- অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চার পেসারই ছিলেন দুর্দান্ত। ক্যারিবিয়ান সংবাদমাধ্যমে তো এই পেস আক্রমণের নাম হয়ে গেছে ‘ফিয়ারসাম ফোরসাম।’ জ্যামাইকায় পরের টেস্টে এই পেস তাদের দিয়েই বাংলাদেশকে ঘায়েল করে সিরিজ জিততে চান ক্যারিবিয়ান সহ-অধিনায়ক জশুয়া দা সিলভা। ওয়েস্ট ইন্ডিজে আগের দুই সফরেও অ্যান্টিগায় ক্যারিবিয়ান পেস আক্রমণের সামনে নাকাল হয়েছিল বাংলাদেশের ব্যাটিং। এবার যদিও অ্যান্টিগার উইকেটে পেসারদের সহায়তা ততটা ছিল না। তবু বাংলাদেশের ১৮ উইকেটের সবকটিই নিয়েছেন ক্যারিবিয়ান পেসাররা। মূল চার পেসারের সঙ্গে কার্যকর ছিলেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসও।
শুধু এই টেস্টেই নয়, এ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে উইকেট শিকারে ধারাল ভূমিকা রেখেছেন এই মূল চার পেসারই। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী সিলস সবচেয়ে বেশি বিপজ্জনক। এই বছর ছয় টেস্টে তার শিকার ৩০ উইকেট। বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় স্মরণীয় এক জয়ের নায়ক শামার জোসেফের উইকেট সাত টেস্টে ২৪টি। ছয় টেস্টে ২২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ, চার টেস্টে ১২টি রোচ। দ্বিতীয় টেস্টের জন্য জ্যামাইকায় পৌঁছে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক জশুয়া দা সিলভা বললেন, সিরিজ জয়ের অভিযানেও তাদের ভরসা এই পেস আক্রমণ, ‘কেমার রোচ ও আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও নিজের কাজটা শিখছে। সব মিলিয়ে পেস আক্রমণ নিজেদেরকে জানান দিচ্ছে। যে ভীতি জাগাচ্ছে তারা, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। ১৮ উইকেট নিয়েছে তারা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই সুবিধাটা কাজে লাগানো এবং আশা করি, এই পথ ধরে ২-০ ব্যবধানে সিরিজ জেতা।’
জ্যামাইকায় সবশেষ যে টেস্ট ম্যাচটি হয়েছিল, সেখানে চার পেসারের সঙ্গে একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের একাদশেও ছিল চার পেসার। তবে সেই ম্যাচ ছিল তিন বছরেরও বেশি আগে। এবার সাবিনা পার্কের উইকেটের ওপর নির্ভর করবে দুই দলের একাদশ। যদি উইকেট দেখে স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করে দল, তাহলে ‘ফিয়ারসাম ফোরসাম’ থেকে একজনকে বাইরে রেখে স্পিনার আনা হবে বলে জানালেন জশুয়া। তবে তারপরও তার মূল ভরসা পেস আক্রমণই, ‘সেটা অধিনায়ক ও প্রধান কোচ দেখবেন (স্পিনার নেওয়া হবে কি না)। প্রথম টেস্টে চার পেসার আমাদের জন্য কাজে দিয়েছে। পরের টেস্টে একাদশ যেমনই হোক, আমি নিশ্চিত যে আবারও কাজটা ঠিকঠাক করতে পারব। মাঠে যারাই নামব আমরা, সবাই নিজেদের সেরাটা দেব। স্পিনার কাউকে নেওয়ার প্রয়োজন হলে, তা হবে। তার পরও আমাদের পেস আক্রমণ প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।’
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় ইনিংসে ধস নামে তাদের ব্যাটিংয়ে। তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের সামনে ১৫২ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। জশুয়া দা সিলভা মনে করিয়ে দিলেন, এই ব্যাটিং লাইন আপে আলিক আথানেজ, কাভেম হজ, কেসি কার্টির মতো অনভিজ্ঞরা আছেন। নিজেদের মেলে ধরতে কিছুটা সময় তাদের লাগতে পারে। তবে এই নবীনদের প্রতিভায় তিনি আস্থা রাখছেন, ‘প্রথম ইনিংসে আমরা সাড়ে চারশ করেছি, যেটা ছিল আমাদের লক্ষ্য। সবসময়ই তো আর বড় স্কোর গড়া যায় না। তবে দিনশেষে, অবশ্যই সবাই চায় ধারাবাহিক হতে। ব্যাটসম্যানদের এটাই চেষ্টা করা উচিত, আমিসহ। যতটা ধারাবাহিক হওয়া উচিত, ততটা পারছি না আমিও। ব্যাটিং গ্রুপ হিসেবে আমাদের মিডল অর্ডারে বেশ কজন তরুণ আছে, যারা দশটির কম টেস্ট ম্যাচ খেলেছে বা মাত্রই এসেছে। আমাদের জন্য ব্যাপারটি হলো, আরও ধারাবাহিক হতে শেখা ও টানা তিনশ, চারশ রান করা। আমরা জানি যে, আমাদের বোলিং আক্রমণ উইকেট এনে দেবেই। ব্যাটসম্যানদের শুধু রান করতে হবে। তবে এটা নিয়ে দুর্ভাবনা নেই আমার। প্রতিভা আমাদের আছে। ছেলেদের ¯্রফে পায়ের নিচে জমিন খুঁজে নিতে হবে এবং কাজটা করতে হবে।’
২০১ রানের জয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কাজ শেষ করার আগে কোনো ছাড় দেওয়ার সুযোগ দেখেন না জশুয়া দা সিলভা, ‘জ্যামাইকায় আসতে পারা সবসময়ই দারুণ। সবশেষ যখন এখানে এসেছিলাম, জ্যামাইকার বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। আশা করি, সেই ফর্ম ধরে রাখতে পারব। ১-০তে এগিয়ে থেকে এখানে আসতে পারা সবসময়ই ভালো অনুভূতি। তবে কাজ শেষ হয়নি। আমরা ২-০তে শেষ করতে চাই, সিরিজ জিততে চাই।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
টিভিতে দেখুন
আরও

আরও পড়ুন

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান

ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি

ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও

সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা

টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ

টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ

জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা

জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা

লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল

লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল

ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড

ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড

শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম

শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান