হেডের দেড়শ, স্মিথের একশ, বুমরাহর ৫ উইকেটের পরও চাপে ভারত

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

ছবি: ফেসবুক

শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেওয়ার পথে সেঞ্চুরির দেখা পেলেন স্টিভেন স্মিথ। দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন ট্রাভিস হেড। জাসপ্রিত বুমরাহর দারুণ বোলিংয়ের পরও দিন শেষে ব্রিসবেন টেস্টে চাপে ভারত।

গ্যাবা টেস্টের প্রথম দিনের অধিকাংশ সময় বৃষ্টির পেটে যাওয়ার পর ৭ উইকেটে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার রান উৎসবের মাঝেই দারুণ বোলিংয়ে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। সিরিজে পাঁচ ইনিংসে ভারতীয় পেসারের উইকেট হয়ে গেছে এখন পর্যন্ত ১৭টি।

গ্যাবায় বৃষ্টির কারণে ১৩.২ ওভারের প্রথম দিনের পর রোববার নির্বিঘ্নভাবে খেলা হয়েছে ৮৭.৪ ওভার। এদিন শেষ সেশনে ৩১ ওভারে ১৭১ রান তুলেছে অজিরা। সব মিলিয়ে এদিন তাদের সংগ্রহ ৩৭৭ রান।

দিনের হাইলাইটস হলো চতুর্থ উইকেটে স্মিথ-হেডের ৩০৩ বলে ২৪১ রানের জুটি। দ্বিতীয় সেশন কোনো উইকেট হারাতে দেননি তারা।

এই মাঠে টেস্টে টানা তিন ইনিংসে প্রথম বলে আউট হওয়ার পর এবার ১৫২ রানের ইনিংস খেলেছেন হেড। তার ১৬০ বলের ইনিংস গড়া ১৮টি চারে।

২৬ ইনিংসের মধ্যে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়ে ১৯০ বলে ১২ চারে ১০১ রান করেছেন স্মিথ। ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে তিনি ছাড়িয়ে গেছেন স্টিভ ওয়াহকে (৩২ সেঞ্চুরি)। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি আছে এখন কেবল রিকি পন্টিংয়ের, ৪১টি।

স্মিথের ৩৩ সেঞ্চুরির ১০টি ভারতের বিপক্ষে, উপমহাদেশের দলটির বিপক্ষে যা সর্বোচ্চ। সমান ১০টি সেঞ্চুরি আছে ইংল্যান্ডের জো রুটেরও। এজন্য রুটের লেগেছে ৫৫ ইনিংস, স্মিথের ৪১।

সব সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি কীর্তি এখন অবশ্য শুধুই স্মিথের, ১৫টি। অন্য পাঁচটি করেছেন ওয়ানডেতে। ১৪ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় দুইয়ে নেমে গেছেন পন্টিং।

দিনের শুরুটা দারুণ ছিল ভারতের। ২৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া আর তিন রান যোগ করেই দিনের তৃতীয় ওভারে বুমরাহর বলে হারায় উসমান খাওয়াজাকে। নিজের পরের ওভারে নাথান ম্যাকসুয়েনিকেও শিকারে পরিণত করেন বুমরাহ।

আভাস দিয়েও স্মিথ আর মার্নাস লাবুশেনের জুটিটা জমেনি। ৫৫ বলে ১২ রান করে আউট হন লাবুশেন।

এরপরই সেই স্মিথ-হেডের জুটি। ৭১ বলে ফিফটি করা হেড পরে হয়ে ওঠেন আরও বিধ্বংসী। ১১৫ বলে ক্যারিয়ারের নবম শতক। চা বিরতির আগেই তিন অঙ্কের দেখা পেয়ে যান তিনি। পরে ইনিংসটাকে টেনে নেন আরও।

তার আগে ব্যাটে নেমে অনেক পরে সেঞ্চুরির দেখা পান স্মিথ। ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেন তিনি ১৮৫ বলে। খানিক পরেই আউটন হন তিনি ১৯০ বলে ১২ চারে ১০১ রানে।

তার বিদায়েই ভাঙে জুটি। পরপরই ফেরেন মিচেল মার্শ (১৬ বলে ৫) ও হেডও। ৩ উইকেটে ৩১৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৬ উইকেটে ৩২৭।

এই মাঠেই আগের তিন ইনিংসেই প্রথম বলে আউট হওয়া হেড এবার খেললেন ১৬০ বলে ১৮ চারে ১৫২ রানের ইনিংস।

তিনজনই বুমরাহর শিকার। হেডকে কট বিহাইন্ড করেই ৫ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার। প্যাট কামিন্সকে ফিরিয়ে অ্যালেক্স কেয়ারির সঙ্গে তার জুটি জমতে দেননি মোহাম্মদ সিরাজ। কামিন্স পেরেন ৩৩ বলে ২০ রান করে।

৪৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ রানে অপরাজিত আছেন কেয়ারি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
ভিনিসিয়ুসের লাল কার্ড,বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরেও রিয়ালের নাটকীয় জয়
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
আরও

আরও পড়ুন

প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে

প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে

ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ

ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ

মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল

মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল

সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা

ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা

নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ

আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ

সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত

সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত

জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ

জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা

শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু

রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু

সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা

সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা

কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২

কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২

শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে- এহসানুল হক মিলন

শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে- এহসানুল হক মিলন

সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার

সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার

তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান

তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান