অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটিতে বিপদে ভারত
২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
বোলারদের নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছুর স্বপ্ন বুনছিল ভারত। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্ন ধুসর করে দিলেন নাথান লায়ন ও স্কট বোল্যান্ড। শেষ বিকেলে শেষ উইকেট জুটিতে সুবিধাজনক অবস্থানে চলে গেল অস্ট্রেলিয়া।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের চুর্থ দিন ছিল এমনই উথাল-পাতাল। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৮ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। যেখানে শেষ উইকেট জুটি অবিচ্ছিন্ন ৫৫ রানে।
শেষ দিন সকালে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে না নামলেও ভারতকে পাড়ি দিতে হবে ৩৩৪ রান। নাটকীয় কিছু না হলে ম্যাচের সম্ভাব্য ফল তাই হয় অস্ট্রেলিয়ার জয়, নয়ত ড্র। শেষ দিনে তাই ভারতকে বড় চ্যালেঞ্জের মুখোমুখিই হতে হবে বলা যায়।
৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিন শুরু করা ভারত রোববার চতুর্থ দিন সকালে আর ১১ রান যোগ করতে ১১৯.৩ ওভারে ৩৬৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়া পায় ১০৫ রানের লিড। ১০৫ রানের সাথে ৯ রান যোগ করে ১৮৯ বলে ১১টি চার ও ১ ছক্কায় ১১৪ রানে আউট হন নীতীশ কুমার রেড্ডি। লায়নের বলে হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন তিনি।
অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল দ্রুত রান তুলে শেষ বিকেলে কিছু সময় ভারতকে ব্যাটিংয়ে নামানো। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেন জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজরা। লাঞ্চের খানিক পরে ৯১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অজিরা।
এক প্রান্ত তখনও আগলে ছিলেন তিনে নামা মার্নাস লাবুশেন। এরপর দলকে উদ্ধারে এগিয়ে আসেন অধিনায়ক প্যাট কামিন্স। দুজনের সপ্তম উইকেট জুটিতে আসে ১১৬ বলে ৫৭ রান। অবশ্য জয়সোয়াল স্লিপে লাবুশেন আর ফরোয়ার্ড শর্টে কামিন্সের ক্যাচ না ফেললে জুটি থেমে যেত বেশ আগেই। শেষ পর্যন্ত ১৩৯ বলে ৩ চারে ৭০ রান করা লাবুশেনকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন সিরাজ।
নবম ব্যাটার হিসেবে কামিন্স যখন আউট হন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ১৭৩। যা প্রথম ইনিংসের ১০৫ রানের লিডসহ ২৭৮।
এরপর ভারতকে কেবল যন্ত্রণাই দিয়েছে লায়ন-বোল্যান্ড জুটি। বুমরাহ, সিরাজ, আকাশ দীপরা তো এ দুজনের আউট করতেই পারেননি উল্টো রান গেছে বেরিয়ে। দুজন মাঠ ছেড়েছেন ১৭.৫ বল টিকে ৫৫ রান করে। দিনের শেষ ওভারে বুমরাহকে দুটি চার মেরে ৫৪ বলে ৪১ রানে অপরাজিত লায়ন। মূল্যবান ৬৫ বল খেলে ১০ রান করেছেন বোল্যান্ড।
শেষ দিনে অস্ট্রেলিয়া ব্যাট না করলেও জিততে হলে ভারতকে গড়তে হবে রেকর্ড। মেলবোর্নে চতুর্থ ইনিংসে কোনো দল সর্বোচ্চ তাড়া করতে পেরেছে ৩৩২ রান, ১৯২৮ সালে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৭৪
ভারত ১ম ইনিংস: ১১৯.৩ ওভারে ৩৬৯ (আগের দিন ৩৫৮/৯) (নিতিশ ১১৪, সিরাজ ৪*; স্টার্ক ২৫-২-৮৬-০, কামিন্স ২৯-৬-৮৯-৩, বোল্যান্ড ২৭-৭-৫৭-৩, লায়ন ২৮.৩-৪-৯৬-৩, মার্শ ৭-১-২৮-০, হেড ৩-০-১১-০)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৮২ ওভারে ২২৮/৯ (কনস্টাস ৮, খাওয়াজা ২১, লাবুশেন ৭০, স্মিথ ১৩, হেড ১, মার্শ ০, কেয়ারি ২, কামিন্স ৪১, স্টার্ক ৫, লায়ন ৪১*, বোল্যান্ড ১০*; বুমরাহ ২৪-৭-৫৬-৪, আকাশ ১৭-৪-৫৩-০, সিরাজ ২২-৪-৬৬-৩, জাদেজা ১৪-২-৩৩-১, নিতিশ ১-০-৪-০, ওয়াশিংটন ৪-০-৭-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সাতকাহন’
নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট
অর্থহীনে যুক্ত হলেন তরুণ গিটারিস্ট মঈন
ইন্দোনেশিয়ায় অ্যাপল-গুগল নিষেধাজ্ঞা, প্রযুক্তিপ্রেমীদের হতাশা
ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছে সকল ক্যাডারের সরকারি কর্মচারিরা
নাভাসের অশ্রুসিক্ত বিদায়
লক্ষ্মীপুরে শিক্ষা উপকরণ পেল ৩৫০ মেধাবী শিক্ষার্থী
বছরের প্রথম সূর্যোদয় দেখতে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন, শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীনতার ৯ মাস যুদ্ধ করেছি আমরা, কিন্তু স্যারেন্ডার হয়েছে ভারতের কাছে: এবিএম মোশাররফ হোসেন
শ্রীলঙ্কায় নতুন নেতা দিসানায়েকের প্রতিশ্রুতি, সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি
বই উৎসবের নামে গত দেড় দশকে অর্থের অপচয় হয়েছে: এনসিটিবি চেয়ারম্যান
আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে : প্রধান উপদেষ্টা
চূড়ান্ত বিচ্ছেদে পিট-জোলির সম্পর্ক
আবারও ৪ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
শনিবারসহ ২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপের
বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ
নারায়ণগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে ৩ বন্ধুকে ছুরিকাঘাত, নিহত ১