৭ ছক্কায় তানজিদের ৫৯ বলে সেঞ্চুরি
০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম

আসরের শুরু থেকেই উত্তাল তানজিদ হাসানের ব্যাট। তবে মিলছিল না তিন অঙ্কের দেখা। অবশেষে সেই জাদুকরী সংখ্যার দেখা পেলেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার। বিধ্বংসী সেঞ্চুরিতে দলকে উপহার দিলেন দারুণ এক জয়।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেন তানজিদ।
বিকেএসপিতে স্রেফ ১৩০ রানের লক্ষ্যে ১৮.৩ ওভারেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে রূপগঞ্জ। সেখানে তানজিদ একাই খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস।
লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। প্রায় দুই বছর ও ৪৬ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। ২০২৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১০৬ রান করেছিলেন তিনি।
চলতি লিগে আগের সাত ইনিংসের প্রতিটিতেই সম্ভাবনাময় শুরু করেছেন তানজিদ। তবে ফিফটি করতে পেরেছেন তিনটিতে। আসরে ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে তার সংগ্রহ ৩৮৪ রান, স্ট্রাইক রেট ১৪৩.২৮। লিগে অন্তত আড়াইশ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।
এদিন ২৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। পরের পঞ্চাশ করেন ৩৩ বলে। বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি ও দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার সাইফ হাসান।
ম্যাচের প্রথমভাগে রূপগঞ্জ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে। ১০ ওভারে এক মেডেনসহ ৩৪ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। দুই পেসার শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজার শিকার ২টি করে উইকেট।
পারটেক্সের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তিন নম্বরে নামা রুবেল মিয়া। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
৯ ম্যাচে রূপগঞ্জের এটি পঞ্চম জয়। এর মধ্যে তিনটিই তারা জিতেছে ১০ উইকেটে।
১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রূপগঞ্জের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে দুই জয়ে দশ নম্বরে পারটেক্স।
সংক্ষিপ্ত স্কোর:
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৩৪.৪ ওভারে ১২৯ (জয়রাজ ১৬, জসিম ৬, রুবেল ৪১, রাকিব ০, আহরার ২৪, সালেহিন ৩, আলাউদ্দিন ১৪, শহিদুল ১৯, তানভির ০, তৌফিক ০, আশরাফুল ২*; শরিফুল ৬-০-২০-২, তানভির ৮-০-৩০-০, রাতুল ৪-০-১৪-১, রাজা ৬-০-২৭-২, মেহেদি ১০-১-৩৪-৪, সাইফ ০.৪-০-৩-১)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ১৮.৩ ওভারে ১৩২/০ (সাইফ ২৬*, তানজিদ ১০৩*; আশরাফুল ৩-০-১৯-০, তৌফিক ২-০-২৭-০, আলাউদ্দিন ২-০-১৩-০, তানভির ৩-০-১০-০, শহিদুল ১-০-১২-০, জয়রাজ ৩-০-১৮-০, আহরার ৩-০-১৮-০, রাকিব ১.৩-০-১৫-০)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সরিষার তেল ভেজাল না খাঁটি? জেনে নিন এই গোপন উপায়ে

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ও মূর্তি উড়িয়ে দেয়ার ঘটনায় কেন প্রতিক্রিয়া নেই আ.লীগ ও দিল্লির!

কানাইঘাটে রাস্তা ও খালে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা : বন্দোবস্ত বাতিলের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধ