মাহমুদুল্লাহর ঝড়ো ৮৪, চার ফিফটিতে বাংলাদেশের ৩২১ রান
ব্যাট হাতে দুর্দান্ত এক সিরিজ কাটালেন মাহমুদুল্লাহ রিয়াদ।প্রথম ম্যাচে ৪৪ বলে ৫০,দ্বিতীয় ম্যাচে চাপের সময় নেমে মান বাঁচানো ৬২ রান।শেষ ওয়ানডেতে তুললেন ঝড়। বাউন্ডারির ফুলঝরি ছুটিয়ে ৬৩ বলে ৮৪ রান।আরও একবার হাসল ফিনিশার জাকের আলির ব্যাট।অপরাজিত ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন এই ডানহাতি।এর আগে শুরুতে চাপে পড়া বাংলাদেশকে বড় রানের ভীত গড়ে দিয়েছিলেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।চার...