রানার বোলিং তোপে ১৮ রানের লিড, সাদমান-মিরাজে শক্ত অবস্থানে টাইগাররা
ব্যাটসম্যানদের আরও একবার সাদামাটা পারফরম্যান্সে ১৬৪ রানেই থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনশেষে ওয়েস এক উইকেট হারিয়ে ৭০ রানে। আজ তৃতীয় দিনের সকালে দীর্ঘ সময় মাঠে থাকার প্রস্তুতি হয়ত নিয়েছিল টাইগাররা।সাথে লিডের বোঝা।তবে পেসার নাহিদ যেন এদিন অন্য পরিকল্পনা নিয়েই নেমেছিলেন।ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা এই তরুণ দুর্দান্ত এক স্পেলে প্রথমবারের মতো তুলে নিলেন পাঁচ উইকেট। আর তাতে ১৪৬...