১৬৫ রানের দিনে বাংলাদেশের আরেকটি ব্যাটিং ব্যর্থতা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থতার ধারাবাহীকতা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। দেড়শ পেরিয়েই গুটিয়ে দুই দিনেই ব্যাকফুটে সফরকারী দলটি।
জ্যামাইকায় দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। হাতে ৯ উইকেট নিয়ে এখনও তারা ৯৪ রানে পিছিয়ে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৬৪ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশ এদিন ৪১.১ ওভারে তুলেছে ৯৫ রান;...