নিউজিল্যান্ডের ক্যাচ ছাড়ার মহড়ার দিন ব্রুকের ১৩২*
ডানে ঝাঁপিয়ে শূন্যে ভেসে গালি থেকে গ্লেন ফিলিপ্স যে ক্যাচটা নিলেন সেটাকে কেবল অসাধারণ বললে কমই বলা হবে। নিজেকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাটার ওলি পোপ। অথচ ফিলিপ্সের এমন অবিশ্বাস্য ক্যাচের দিনে নিউজিল্যান্ডের ফিল্ডাররা গুনে গুনে ক্যাচ ছেড়েছেন ছয় ছয়টি! সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে ইংল্যান্ড, আরও স্পষ্ট করে বললে হ্যারি ব্রুক। এই ব্যাটার একাই ‘জীবন’ পেয়েছেন চারবার। সুযোগ কাজে...